হাইস্যকরঃ দুই মাতাল বন্ধু

0
24

১ম বন্ধু : কী রে, তুই না গতকাল মদ খেতে খেতে সিদ্ধান্ত নিলি আজ থেকে আর মদ খাবি না! এখন আবার বোতল নিয়ে বসলি কেন?

২য় বন্ধু : ঠিকই বলেছিস, ওই সিদ্ধান্ত বাতিল করেছি। কারণ মাতাল অবস্থায় কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক না।

*

এক মাতাল চোখ দান করতে গেছে। ফরম পূরণ করার পর ডাক্তার মাতালকে বলল, ‘তোমার কিছু বলার থাকলে বলতে পার?’

মাতাল বলল, ‘যাকে চোখটা দেবেন তাকে বলবেন দুই পেগ মাল পেটে না পড়লে চোখ খুলবেই না!’

*

এক মাতাল কুকুরের ওপর বসে গাড়ির মতো ঘুরছে। তা দেখে অন্য মাতাল তাকে বলল, ‘তোকে পুলিশে ধরবে কিন্তু!’

প্রথম মাতাল : কেন বল তো?

দ্বিতীয় মাতাল : হেলমেট পরিসনি তাই।

প্রথম মাতাল : আরে নাহ, নিচে তাকিয়ে দেখ এটা চার চাকা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here