রাজধানীর ভাটারা এলাকার খুদে বাসিন্দা সমির (ছদ্মনাম) বয়স সবে পাঁচ পেরিয়েছে। পরিবারের আশা, আগামী বছর সে স্কুলের যাবে। এ নিয়ে এখনই শুরু হয়েছে জল্পনা কল্পনা। শিক্ষিকা মায়ের চিন্তার শেষ নেই ভর্তি নিয়ে। ছবি আঁকা নানা বই নিয়ে একটু একটু করে অ, আ, ক, খ পড়া শুরু করেছে শিশুটি। শুধু সে নয়, সারাদেশের কয়েকলাখ শিশু আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি হবে। শুরু করবে শিক্ষাজীবন। এ নিয়ে তাদের অভিভাবকদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। ইতোমধ্যে আগামী বছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দে স্কুলে ভর্তির কর্মযজ্ঞ শুরু হয়েছে। বেশ কয়েকটি বেসরকারি স্কুল ইতোমধ্যে ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির ফরম বিক্রি শুরু করেছে, কোনো কোনো স্কুল অনলাইনে আবেদন নিচ্ছে। যদিও সরকারি স্কুলে ভর্তির বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। গতবছর সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে কেন্দ্রীয়ভাবে লটারির আয়োজন করা হয়েছিলো। এবারও একইভাবে লটারির আয়োজন করা হতে পারে বলে শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র মন্তব্য করেছে। তবে, ভর্তির বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে, বেশ কয়েকটি বিশেষায়িত স্কুল ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে। এদিকে বেসরকারি বেশ কয়েকটি স্কুল লটারি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলেও অপেক্ষাকৃত পিছিয়ে থাকা পরিবারগুলোর শিক্ষার্থীদের ভর্তির জন্য বিশেষ প্রক্রিয়ায় ভর্তি ফরম বিতরণ করছে বলেও জানা গেছে।
রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় শিশু শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফরম গত ১২ অক্টোবর বিতরণ শুরু করেছে। ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে বলা হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৩০ টাকা। প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণিতে ভর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস, বুয়েট ক্যাম্পাস, ঢাকা মেডিকেল এলাকা, জাতীয় জাদুঘর ও পাবলিক লাইব্রেরি আবাসিক এলাকা, বিএসএমএমইউ এলাকা, নীলক্ষেত আবাসিক এলাকা ও কাঁটাবন আবাসিক এলাকাকে ক্যাচমেন্ট ধারা হয়েছে। ক্যাচমেন্ট এলাকা ৪০ শতাংশ শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।ঢাকা সেনানিবাসে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু করছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে (www.acps.edu.bd) ফরম পূরণ করা যাবে। আর ৫ ডিসেম্বর ভর্তির ভাইভা হওয়ার কথা আছে। এ প্রতিষ্ঠানটি প্রথম শ্রেণি ছাড়া শিক্ষার্থী ভর্তি করবে না।
রাজধানী মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় বাংলা ও ইংরেজি মাধ্যমে তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফরম গত ১৫ থেকে ১৭ অক্টোবর বিতরণ করেছে। আগামী ১১ ও ১২ নভেম্বর মিশনারি পরিচালিত স্কুলটির তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। প্রতিষ্ঠানটিতে তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স ৮ বছর নির্ধারণ করা হয়েছে। এদিকে বেশ কয়েকটি বেসরকারি স্কুল কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত অনলাইন লটারিতে অংশ নেবে বলে সিদ্ধান্ত নিলেও প্রতিষ্ঠান থেকে ফরম বিতরণ করা হচ্ছে। এ প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ বলছে, নিম্নবিত্ত ও পিছিয়ে পড়া অভিভাবক অনলাইনে ফরম পূরণ করতে পারেন না। তাই ভর্তি ফরমে তাদের তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে লটারির সময় অনলাইনে আবেদন করে দেয়ার পরিকল্পনা করা হয়েছে। এমন পরিকল্পনা নিয়ে ভর্তি ফরম বিতরণ শুরু করেছে রাজধানীর মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল। এ প্রতিষ্ঠানটি আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ফরম বিতরণ করবে বলে জানা গেছে। জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, আমারও কেন্দ্রীয় লটারিতে অন্তর্ভুক্ত হবো। তবে, আমাদের এলাকার নিম্নবিত্ত ও পিছিয়ে পড়া অভিভাবকদের বেশিরভাগই অনলাইনে আবেদন করতে পারেন না। তাদের কথা মাথায় রেখে ফরম বিতরণ করা হচ্ছে। আমরা এখন তাদের কাছ থেকে ফোন নম্বর রাখছি। লটারির সময় আমরা তাদের ফোন দিয়ে প্রতিষ্ঠান থেকে অনলাইনে আবেদন করে দেয়ার ব্যবস্থা করবো।