মেসির সাক্ষাৎকার নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

0
24

লিওনেল মেসি অনেকের কাছেই স্বপ্নের নাম। তাকে একবার ছুঁয়ে দেখতে পারা কিংবা তার সঙ্গে একটুখানি কথা বলতে পারাও অনেক বড় ব্যাপার কারও কারও জন্য। সাংবাদিক বা উপস্থাপক হিসেবে মেসির সাক্ষাৎকার নিতে পারার স্বপ্ন থাকে বেশির ভাগের। 

ডিরেক্ট টিভি স্পোর্টসের উপস্থাপক ও ধারাভাষ্যকার পাবলো গিয়ারাল্ট যেমন, মেসির সাক্ষাৎকার নেবেন এমন স্বপ্ন তার ছিল অনেক দিন ধরে। আর্জেন্টাইন তারকার সঙ্গে যখন বসেছেন কথা বলতে, চোখের জল আর আটকে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন পাবলো, জানান নিজের রোমাঞ্চ।  কয়েকদিন আগে মেসির সাক্ষাৎকার নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘এই পেশা এবং আমার জীবন আমাকে অকল্পনীয় পথে নিয়ে গেছে। গতকাল আমি একটা স্বপ্ন পূরণ করেছি। ’

‘আমি যে অ্যাথলেটকে সবচেয়ে বেশি ভালোবাসি, তার সঙ্গে দেখা হয়েছে। যাকে আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি-আমার পেশাদার পথ তার সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। সত্যি বলতে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ’

সাক্ষাৎকার নিতে যাওয়ার পর মেসি নিজেই তার জন্য দরজা খুলে দিয়েছিলেন বলে জানিয়েছেন পাবলো। মেসির ব্যক্তিত্বে মুগ্ধতার কথাও লুকাননি। সম্প্রতি তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যার একটি ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  সেখানে মেসিকে পাবলোর বলতে শোনা গেছে, ‘এমন কিছুর স্বপ্ন আমি সারাজীবনভর দেখেছি কিন্তু কখনো ভাবিনি এতটা সৌভাগ্য আমার হবে- আপনার সঙ্গে আমার গল্প, ভালোবাসা ভাগ করার। আমি আপনাকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here