Varun Dhawan Health Condition : অসাড় হয়ে গিয়েছিল নাক-কান, দুরারোগ্য অসুখকে জয় করে সুস্থতার পথে বরুণ ধাওয়ান – bhediya actor varun dhawan shares health update after samantha ruth prabhu

0
12

[ad_1]

একদিকে যখন মায়োসাইটিসকে জয় করে সুস্থতার পথে দক্ষিণী সুন্দরী, তখন অন্যদিকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলিউডের সদাহাস্য অভিনেতা বরুণ ধওয়ানও। সোমবার রাতে সোশাল মিডিয়ায় নিজের হেলথ আপডেট শেয়ার করেছেন ভেড়িয়া অভিনেতা (Varun Dhawan Health Update)। টুইটারে ডেভিড পুত্র বরুণ ধাওয়ন লিখেছেন, “কিছুটা সুস্থ।” অন্য একটি টুইটে সকলের প্রতি ভালোবাসা জানিয়ে শরীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে লিখেছেন, “হ্যালো বন্ধুরা, আমি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলাম যে আমার শরীর মোটেই ভালো নেই। তোমাদের সকলের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। চেষ্টা করছি একশো শতাংশ সুস্থ হয়ে কামব্যাক করার।”

বরুণ ধাওয়ন আরও একটি টুইটে করেন। সেখানে লেখেন, “যাঁরা আমার অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন হয়েছেন তাঁদের সকলের জন্য বলছি আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। নিয়মিত যোগা করছি। সেই সঙ্গে সাঁতার, ফিজিয়োথেরাপিটাও করছি।

দৈনন্দিন জীবনযাত্রাতেও বেশ খানিকটা পরিবর্তন এনেছি। সূর্যের আলো এখন আমার শরীরের জন্য খুব প্রয়োজন। আর সব কিছু ঊর্ধ্বে রয়েছে ভগবানের আশীর্বাদ।” সোশাল মিডিয়ায় সুস্থতার খবর শেয়ার করতেই অভিনেতার অনুগামীরা বেশ খানিকটা স্বস্তি পেয়েছেন।

Varun Dhawan : দুরারোগ্য অসুখে আক্রান্ত বরুণ ধাওয়ান, শরীর-মন ভালো নেই ‘ভেড়িয়া’ অভিনেতার
সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ নিজেই জানিয়েছিলেন যে Vestibular Hypofunction -এ ভুগছেন তিনি। এই রোগে কানের ভিতরের অংশ অর্থাৎ ভেস্টিব্যুলার সিস্টেম কাজ করে না। শরীরের এই অংশ চোখ, নাক এবং কানের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। Vestibular Hypofunction -এ আক্রান্ত ব্যক্তিরা ব্যালেন্স হারিয়ে ফেলে। কখনও কখনও স্তব্ধ হয়ে যান তাঁরা। Varun Dhawan-এর শরীরেও সেই একই উপসর্গ দেখা দেয়।

তাঁর কথায়, “সম্প্রতি আমি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার সঙ্গে ঠিক কী হচ্ছিল বুঝতে পারছিলাম না। পরে জানতে পারি ভেস্টিব্যুলার হাইপোফাংশন নামের একটি রোগ হয়েছিল আমার। এতে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে।

” যুগ যুগ জিওর পর ‘ভেড়িয়া’ ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়াও বরুণের পাইপলাইনে রয়েছে বাওয়াল। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যবে শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুরকে। উল্লেখ্য, জাহ্নবী অভিনীত মিলি বক্স অফিসে মোটেই ব্যবসা করতে পারেনি।

নিজের অসুস্থতা নিয়ে ঘেঁটে ছিলেন বরুণ ধাওয়ান। তাঁর সংযোজন, “কঠোর পরিশ্রম করছেন সকলেই। আমিও বাকিদের মতো নিজেকে পুশ করতে শুরু করেছিলাম। যুগ যুগ জিও-র জন্য ভীষণ পরিশ্রম করেছি। মনে হচ্ছিল, নির্বাচনে লড়ছি। কেন জানিনা। আমি নিজেকে ভীষণ চাপে রেখেছিলাম।”

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here