Urfi Javed Dress : ব্যান্ডেজ ভূত! নেটপাড়ায় ট্রোলের শিকার উরফি – urfi javed gets trolled again after sharing new reel video where she uses bandages as new fashion statement

0
24

[ad_1]

কিছুদিন আগেই বিশ্বজুড়ে হ্যালোউইন পার্টি সেলিব্রেশনের টুকরো চিত্র উঠেছে সোশাল মিডিয়ায়। বলিউডের অন্দরেও চলেছে দেদার সেলিব্রেশন। কিন্তু, সোশাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদের জীবনে নাকি রোজই হ্যালোউইন! ইনস্টা হ্যান্ডলে লেটেস্ট রিল ভিডিয়ো পোস্ট করে সে কথা নিজেই লিখলেন বিগ বস ওটিটি খ্যাত তারকা উরফি জাভেদ। ভিডিয়ো পোস্টের ক্যাপশনে অভিনেত্রী মজা করে লিখেছেন, “উরফির জন্য রোজ হ্যালোউইন! আপনি কি কখনও এমনটা ভাবতে পারেন? ব্যান্ডেজ দিয়ে ড্রেসের কথা কখনও ভেবেছেন?” উল্লেখ্য, ঠোঁটে গাঢ় বাদামি রংয়ের লিপস্টিক, হাতেও ম্যাচিং নেলপলিস আর টাইট করে চুল বেঁধে হ্যালোউইন পার্টির লুকেই নেটপাড়ায় উঁকি দিলেন উরফি।


বিগ বস গার্ল উরফি জাভেদ মানেই যেন নিত্য নতুন ফ্যাশনের আঁতুড়ঘর (Urfi Javed Fashion)। বোল্ড ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময়ই বিতর্কের কেন্দ্রে থাকেন বিগ বস খ্যাত তারকা উরফি। লেটেস্ট রিল ভিডিয়োতে দেখা যাচ্ছে ব্যান্ডেজ দিয়ে শরীর ঢাকছেন উরফি। সোশাল মিডিয়ায় খিব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে উরফির নতুন রিল। ব্যন্ডেজ দিয়ে উরফ্র নতুন ফ্যাশন আইডিয়াতে হেসে খুন নেটবাসী। নেটপাড়ার এক সদস্য মজা করে লিখেছেন, “ডাক্তাররা এবার কী করবে? “

Urfi Javed : ‘নগ্নতা মুসলিমদের অসম্মান…’, উরফিকে ধুয়ে দিলেন কমেডিয়ান সুনীল পাল
এক নেটিজেন আবার উরফিকে খোঁচা দিয়ে লিখেছেন, “তোমার আইডিয়া তো দারুণ। চালিয়ে যাও। ” ব্যান্ডেজ দিয়ে নতুন ফ্যাশন স্টেটমেন্টের নয়া নজির গড়ার পরেই এক নেটবাসীর প্রশ্ন, তাহলে কি এবার ড্রেসিং করানোর জন্য সবাই উরফির কাছে যাবে? লেটেস্ট রিল পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা হার্ট আর ফায়ার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন।

Urfi Javed : ‘সাহসী ছবি’ পোস্ট করে প্রশংসা পেলেন ‘ড্রিম গার্ল’ উরফি
খোলামেলা পোশাক পরে সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ান বিগ বস ওটিটি খ্যাত তারকা উরফি জাভেদ। সোশাল মিডিয়া সেনসেশন উরফির বোল্ড ফ্যাশন স্টেটমেন্টের জন্য কটাক্ষের শিকার হলেও এই বিষয়ে তাঁর কোনও হেলদোল চোখে পড়ে না। স্বল্প পোশাক পরে চর্চায় থাকতে ভালোবাসেন উরফি।

অভিনেত্রী সম্পর্কে ঠিক এই রকম মনোভাবই প্রকাশ করেন হাসির রাজা সুনীল পাল। দ্য কপিল শর্মা খ্যাত এই কমেডিয়ান নিজের সোশাল মিডিয়া পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই উরফিকে চাঁছাছোলা ভাষায় ধুয়ে দিয়েছেন সুনীল।

সুনীল পালের সংযোজন, “স্বল্প পোশাক আর যৌনতা দিয়ে কিন্তু, সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব নয়। এই ধরণের কাজ করে মুসলিম জাতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছে। সবাই মিলে উরফিকে বোঝানো উচিত। খবরে থাকার জন্য ন্যুড হওয়াটা মোটেই ঠিক নয়। খুব বাজে মানসিকতা নিয়ে এই ধরণের কাণ্ড করছে।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here