Urfi Javed Anjali Arora : ‘২০০ টাকার চুড়ি’, অঞ্জলি অরোরার জন্মদিন পার্টিতে নজর কাড়লেন উরফি – urfi javed opens up about her bangle which is just rupees 200 while entering anjali arora birthday party

0
15

[ad_1]

নিত্য নতুন বোল্ড ফ্যাশন স্টেটমেন্টের জন্য কটাক্ষের শিকার হন সোশাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। তবে লক আপের প্রতিযোগী ও এমএমএস কান্ডে অভিযুক্ত অঞ্জলি অরোরা জন্মদিনে সামনে এল উরফির আরও একটি রুপ। নেটিজেনদের দাবি, বোল্ড ফ্যাশনের জন্য কটাক্ষের শিকার হন ঠিকি, তবে তিনি কিন্তু, সৎ। হঠাৎ উরফি সম্পর্কে এই মানসিকতার পরিবর্তন হওয়ার নেপথ্যে লুকিয়ে কোন কারণ? আসলে বান্ধবী অঞ্জলি অরোরার জন্মদিন পার্টিতে এন্ট্রি নিতেই পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন উরফি। তাঁর ফ্যাশনেবল ড্রেসের দিকে যেমন সকলের নজর ছিল তেমনই নজর আটকেছে আরও একটি জিনিসে। সেটি হল হাতের চূড়া।


অভিনেত্রীর হাতের দিকে নজর যেতেই প্যাপেদের প্রশ্ন ছিল যে এটা কি তাঁর বিয়ের চূড়া? পাপারাৎজিদের প্রশ্ন শুনে তো হেসে খুন উরফি। সকলের সামনে নির্দ্ধিয়ায় বলে দেন, “এটা সোনার নায়। নকল। গোল্ড প্লেটেট। ২০০ টাকার চূড়া।” উরফির উত্তর শুনে অবাক উপস্থিত পাপারাৎজিরাও। সেলেব প্যাপ ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।


ক্যামেরার সামনেই দু-একবার ড্রেস ঠিক করতে দেখা যায় উরফিকে। তবে তাঁর সততা মন জিতে নিয়েছে সোশাল মিডিয়া ইউজারদের। কিন্তু, ট্রোলারদের তো অভাব নেই। উরফির হাতে ২০০ টাকার চুরি দেখে কাটক্ষ করেছেন অনেকেই। অভিনেত্রীকে ব্যাঙ্গ করে লিখেছেন, “এই মেয়েটার অদ্ভুত ড্রেসিং সেন্স কোনও দিন বদলাবে না।” সোশাল মিডিয়ায় দুষ্টুমি করে এক নেটিজেন লিখেছেন, “অতি সুন্দর কন্যা।”

অঞ্জলি অরোরার জন্মদিন পার্টিতে জমিয়ে নাচতে দেখা গেল উরফিকে। তবে সেক্সি ড্রেসের উপর একটা ব্লেজার পরে ডান্স ফ্লোর মাতালেন অভিনেত্রী। তবে সেখানে নজর কেড়েছে আরও একজন। তিনি নান আদার দ্যান পারস কালনাওয়াত। হ্যাঁ, অঞ্জলি অরোরার জমকালো জন্মদিন পার্টিতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে নেচে ধামাকা করলেন উরফি জাভেদ।


পার্টিমুডে দুজনকে একসঙ্গে নাচতে দেখে নেটিজেনদের মন্তব্য, তাহলে কি প্রাক্তনের সঙ্গে সম্পর্কের সুতো জোড়া লাগছে? এর আগে উরফির প্রিবার্থ পার্টিতেও হাজির ছিলেন পারস। সোশাল মিডিয়ায় অনেক ছবিও পোস্ট করেছিলেন তাঁরা। বারবার উরফি-পারসের যুগলবন্দি নজরে আসার পর তাঁদের সম্পর্কের ভাঙা কাচ জোড়া লাগল কিনা তা জানতে উৎসুক ‘উরফি লাভার’-রা।

দিওয়ালিতে বোল্ড ফ্যাশন স্টেট মেন্টের জন্য সোশাল মিডিয়ায় চরম ট্রোল হয়েছিলেন উরফি। উৎসবের আমেজে শরীরের ঊর্ধাংসে একটিও সুতো রাখেননি। নেটপাড়ার সদস্যরা সেটিকে মোটেই ভালো নজরে দেখেননি। অনুপমা খ্যাত অভিনেতা বনরাজ ওরফে সুধাংশু পান্ডের সঙ্গে সোশাল মিডিয়ায় বেশ কয়েকদিন চলেছে কথা কাটাকাটিও চলেছে উরফির।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here