Urfi Javed : ‘নগ্নতা মুসলিমদের অসম্মান…’, উরফিকে ধুয়ে দিলেন কমেডিয়ান সুনীল পাল – indian comedian sunil pal reacts on urfi javed bold fashion statement via video message

0
19

[ad_1]

খোলামেলা পোশাক পরে সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ান বিগ বস ওটিটি খ্যাত তারকা উরফি জাভেদ। সোশাল মিডিয়া সেনসেশন উরফির বোল্ড ফ্যাশন স্টেটমেন্টের জন্য কটাক্ষের শিকার হন অভিনেত্রী। যদিও এই বিষয়ে তাঁর কোনও হেলদোল চোখে পড়ে না। দিওয়ালিতে অর্ধনগ্ন হয়ে ছবি পোস্ট করায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল নেটপাড়ায়। ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেই একই ঘটনার পুনরাবৃতি। এবার উরফি প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল। তাঁর মতে, উরফি চর্চায় থাকার জন্যই এই ধরণের হরকত করেন। স্বল্প পোশাক পরে চর্চায় থাকতে ভালোবাসেন উরফি। অভিনেত্রী সম্পর্কে ঠিক এই রকম মনোভাবই প্রকাশ করেন হাসির রাজা সুনীল পাল। দ্য কপিল শর্মা খ্যাত এই কমেডিয়ান নিজের সোশাল মিডিয়া পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই উরফিকে চাঁছাছোলা ভাষায় কথা শোনালেন সুনীল।


কমেডিয়ানের সংযোজন, ” উরফি জাভেদ কি পাগল হয়ে গিয়েছে?আমি সেই মানুষটাকে ধন্যবাদ জানাতে চাই যিনি উরফির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অনেকদিন ধরে উরফির এই বিষয়টি লক্ষ্য করছি।

Urfi Javed : ‘সাহসী ছবি’ পোস্ট করে প্রশংসা পেলেন ‘ড্রিম গার্ল’ উরফি
আর এখন আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে করছে যাতে ও চর্চায় থাকতে পারে। এমন কিছু ঘটনা ঘটায় যেগুলি নিয়ে চর্চা হবেই। এর ফলে ও খবরে থাকতে পারবে। অনেক সময় তো বেআইনি কাজ করেও খবরে থাকার চেষ্টা করে।”

Urfi Javed Dress : বোল্ডনেসের চক্করে পুলিশি গেরোয় উরফি, এখন নীরব কেন? প্রশ্ন নেটিজেনদের
সুনীল পাল আরও বলেন, “স্বল্প পোশাক আর যৌনতা দিয়ে কিন্তু, সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব নয়। এই ধরণের কাজ করে মুসলিম জাতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছে। আমার এই বিষয়টি মোটেই পছন্দ নয়। ভালো কাজ করে, কঠোর পরিশ্রম করে এবং কাজের মাধ্যমে শিক্ষা অর্জন করেই একমাত্র সফল হওয়া সম্ভব।

Urfi Javed Anjali Arora : ‘২০০ টাকার চুড়ি’, অঞ্জলি অরোরার জন্মদিন পার্টিতে নজর কাড়লেন উরফি
প্রত্যেকদিন বোল্ড ভিডিয়ো পোস্ট করে সাময়িকভাবে চর্চায় আসা সম্ভব, সেটা কিন্তু, কখনই দীর্ঘস্থায়ী হয় না। আর আমার মনে হয় উরফি নিজেই চায় ওকে নিয়ে আমরা চর্চা করি। তবে উরফির এই ধরণের কাজ গোটা মহিলা জাতির লজ্জা।”

কমেডিয়ান সুনীল পালের মতে, “সবাই মিলে উরফিকে বোঝানো উচিত। খবরে থাকার জন্য ন্যুড হওয়াটা মোটেই ঠিক নয়। খুব বাজে মানসিকতা নিয়ে এই ধরণের কাণ্ড করছে। একজন ভাই হিসাবে আমার মনে হয় যখন প্রকাশ্য দিবালোকে আসছে তখন শরীরকে ঢেকে রাখা উচিত। কারণ লজ্জাই নারীর ভূষণ।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here