Urfi Javed : ‘তেরে হাত মে…’, আব্রু রক্ষায় আরও সাহসী উরফি জাভেদ – urfi javed again topless and shares new reel video raises temparature on social media

0
9

[ad_1]

এই তো সেই দিনের কথা। দিওয়ালির উৎসবে অর্ধ্বনগ্ন ভিডিয়ো শেয়ারের জন্য সোশাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হন। শুধু তাই নয়, লেটেস্ট মিউজিক ভিডিয়োতে বোল্ড অবতারে নিজেকে মেলে ধরার জন্য তাঁর বিরুদ্ধে এক জনৈক ব্যক্তি থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেন। ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক অনুপমা খ্যাত তারকা সুধাংশু পান্ডে উরফির হরকতে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেছিলেন। কিছুদিন আগে সোশাল মিডিয়া পেজে উরফিকে তুলোধনাও করেন। এই ধরণের খোলামেলা পোশাকে যাতে সোশাল মিডিয়ায় না আসেন সেই আর্জিই জানিয়েছিলেন কমেডিয়ান সুনীল পাল। কিন্তু, তাতে কী আদৌ কিছু যায় আসে বিগ বস ওটিটি খ্যাত তারকা উরফি জাভেদের? সোশাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed Again Topless)নিজের মতোই আপন ছন্দে বোল্ড স্টাইল স্টেটমেন্টের নজির গড়েই চলেছেন। অভিনেত্রীর লেটেস্ট পোস্টে বোল্ডনেসের মাত্রা ছাড়িয়ে গেলেন উরফি। অন্য কারও হাত দিয়ে বক্ষযুগল ঢেকে লজ্জা নিবারণ করলেন অভিনেত্রী। হ্যাঁ, দিওয়ালি স্পেশাল ভিডিয়োতে নিজের হাত দিয়ে যেভাবে স্তনযুগল ঢেকে ছিলেন সেই একই ঘটনার পুনরাবৃতি ঘটল। পার্থক্য শুধু নিজের হাতের বদলে অন্য কারও হাত!

Urfi Javed Dress : ব্যান্ডেজ ভূত! নেটপাড়ায় ট্রোলের শিকার উরফি
উরফির ইনস্টা অ্যাকাউন্টে উঁকি মেরে এউ ভিডিয়োর প্রথম ঝলকে মনে হতেই পারে হাত দুটো ফ্যাশনের অঙ্গ মাত্র। বিশেষ উপায়ে হাত দুটি বানানো হয়েছে, ঠিক যেভাবে উরফির নিত্য নতুন ফ্যাশনের ঝলক নজরে আসে।

Urfi Javed : ‘সাহসী ছবি’ পোস্ট করে প্রশংসা পেলেন ‘ড্রিম গার্ল’ উরফি
কিন্তু, যদি অভিনেত্রীর পোস্টের ক্যাপশনটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে উরফি তাঁর ফ্যাশন ডিজাইনার শ্বেতা গুরমিত কৌরকে হাত দিয়ে নতুন ফ্যআশন স্টেটমেন্ট আবিষ্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এখান থেকেই মনে করা হচ্ছে, উরফির লেটেস্ট ভিডিয়োতে হাত দুটি তাঁর ফ্যাশন ডিজাইনার শ্বেতা গুরমিত কৌরেরই।

Urfi Javed Anjali Arora : ‘২০০ টাকার চুড়ি’, অঞ্জলি অরোরার জন্মদিন পার্টিতে নজর কাড়লেন উরফি
উরফির নতুন রিল ভিডিয়ো শেয়ারের পর ইনস্টা জুড়ে একেবারে ছিঃ ছিঃ রব। এই মর্মে এক নেটিজেন মন্তব্য করেছেন, “এটা ওঁর শরীর। যেটা ওঁর ভালো লাগে সেটা করতেই পারে। তাতে যদি উনার কোনও সমস্যা না থাকে তাহলে বাকি লোকেদের সমস্যাটা কোথায়?

এত খারাপ কমেন্টের তো প্রয়োজন নেই।” নেটপাড়ার এক সদস্য আবার উরফিকে কড়া ভাষায় আক্রমন করে লিখেছেন, “এতটা নীচে কেউ নামতে পারে? তোমাকে দেখে মা-বাবার লজ্জা করে না?”

উরফির এই ধরনের বোল্ড ফ্যাশন সেন্সের জন্য দেশে ধর্ষণের পরিমান বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নেটপাড়ার এক সদস্য। তাঁর দাবি, ভারতের সকল মহিলার উচিত উরফির বিরুদ্ধে F.I.R করা উচিত।

কেউ তো আবার ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে উরফিকে বেড় করে দেওয়ার কথা বলেছেন। ভারতীয় সংস্কৃতিতে নষ্ট করার অভিযোগও তুলেছেন নেটপাড়ার এক সদস্য।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here