[ad_1]
উরফির ইনস্টা অ্যাকাউন্টে উঁকি মেরে এউ ভিডিয়োর প্রথম ঝলকে মনে হতেই পারে হাত দুটো ফ্যাশনের অঙ্গ মাত্র। বিশেষ উপায়ে হাত দুটি বানানো হয়েছে, ঠিক যেভাবে উরফির নিত্য নতুন ফ্যাশনের ঝলক নজরে আসে।
কিন্তু, যদি অভিনেত্রীর পোস্টের ক্যাপশনটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে উরফি তাঁর ফ্যাশন ডিজাইনার শ্বেতা গুরমিত কৌরকে হাত দিয়ে নতুন ফ্যআশন স্টেটমেন্ট আবিষ্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এখান থেকেই মনে করা হচ্ছে, উরফির লেটেস্ট ভিডিয়োতে হাত দুটি তাঁর ফ্যাশন ডিজাইনার শ্বেতা গুরমিত কৌরেরই।
উরফির নতুন রিল ভিডিয়ো শেয়ারের পর ইনস্টা জুড়ে একেবারে ছিঃ ছিঃ রব। এই মর্মে এক নেটিজেন মন্তব্য করেছেন, “এটা ওঁর শরীর। যেটা ওঁর ভালো লাগে সেটা করতেই পারে। তাতে যদি উনার কোনও সমস্যা না থাকে তাহলে বাকি লোকেদের সমস্যাটা কোথায়?
এত খারাপ কমেন্টের তো প্রয়োজন নেই।” নেটপাড়ার এক সদস্য আবার উরফিকে কড়া ভাষায় আক্রমন করে লিখেছেন, “এতটা নীচে কেউ নামতে পারে? তোমাকে দেখে মা-বাবার লজ্জা করে না?”
উরফির এই ধরনের বোল্ড ফ্যাশন সেন্সের জন্য দেশে ধর্ষণের পরিমান বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নেটপাড়ার এক সদস্য। তাঁর দাবি, ভারতের সকল মহিলার উচিত উরফির বিরুদ্ধে F.I.R করা উচিত।
কেউ তো আবার ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে উরফিকে বেড় করে দেওয়ার কথা বলেছেন। ভারতীয় সংস্কৃতিতে নষ্ট করার অভিযোগও তুলেছেন নেটপাড়ার এক সদস্য।
[ad_2]
Source link