Sushmita Sen Charu Asopa : ‘…সম্পর্ক ভেঙে দাও’, চারুকে পরামর্শ রাজীবের দিদি সুস্মিতা সেনের – charu asopa reveals sushmita sen had given advice to separate from brother rajeev sen

0
14

[ad_1]

রাজীবের সঙ্গে বিবাহিত জীবনে যদি সুখী না থাকেন তাহলে সম্পর্কের সুতো কেটে ফেলাই উচিত। বউদিকে ঠিক এই উপদেশটাই দিয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সেন ফ্যামিলিতে রাজীব সেন আর চারু আসোপার সম্পর্কের কাদা ছোড়াছুড়ি এখন টিনসেল টাউনের হট কেক। সংবাদমাধ্যমের সামনে একে অপরকে দোষারোপ করেই চলেছেন। একদিকে স্বামীর বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনেছেন চারু তো অন্যদিকে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কেচ্ছা নিয়ে মুখ খুলছেন রাজীব। সম্পর্কের তিক্ততার পারদ যখন চড়ছে তখন আরও একটি বোমা ফাটালেন সেন বাড়ির পুত্রবধূ চারু আসোপা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “শ্বশুরবাড়িতে শাশুড়ি-শ্বশুরমশাই বেশ অসুস্থ। তাই তাঁদের সঙ্গে নিজের সমস্যা নিয়ে কখনও কোনও কথা বলিনি। তবে সুস্মিতাকে যখনই বলতাম ও আমাকে একটাই কথা বলত যেখানে তুমি সুখী নও সেখানে থাকার কোনও মানেই নেই।

Charu Asopa And Rajeev Sen : ‘কাজ কর্ম ছেড়ে হেঁসেল ঠেলতে বলেছিল…’, সুস্মিতার ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক চারু
চারুর সংযোজন, দিদি সব সময় আমার সুখের কথা বলত। বরং আমার মা-বাবা বিয়েটাকে টিকিয়ে রাখার জন্য নানা রকমের উপদেশ দেন কিন্তু, উনি সবসময় বাস্তবটাকে মেনে চলার কথা বলতেন। আমি যাতে সুখী থাকব সেই পথ বেছে নেওয়ারই পরামর্শ দিয়েছেন।” চারু-রাজীবের সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকেছে তখন সুসের পরামর্শ এই খবরে যোগ করল নতুন মাত্রা।

Charu Asopa And Rajeev Sen: “কর্মফল একদিন পাবেই”, কাকে উদ্দেশ্য করে পোস্ট করলেন সুস্মিতার বৌদি?
উল্লেখ্য, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে চারুর স্বামী রাজীব সাফ জানিয়েছে দিয়েছেন তিনিও আর চারুর সঙ্গে এক ছাদের তলায় থাকতে চান না। যত তাড়াতাড়ি সম্ভব বিবাহিত সম্পর্ককে গুডবাই জানাতে চান তিনি। মেয়ে জিয়ানাই তাঁর চিন্তার একমাত্র কারণ।

Sushmita Sen: সোশ্যাল মিডিয়ায় ভাইকে আনফলো! বৌদির প্রোফাইলে রয়েছেন সুস্মিতা সেন!!
মিসেস সেনের সংযোজন, “বিবাহিত জীবনকে আরও এতটা সুযোগ দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যত দিন যাচ্ছে সম্পর্কের তিক্ততা আরও বাড়ছে। জিনিয়ার জন্য এটা মোটেই ভালো পরিবেশ নয়। এই বিয়েটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাই না। জীবনের সাড়ে তিন বছর নষ্ট করে ফেলেছি। ”

তবে ননদ-বউদির মধুর সম্পর্কের নজির এর আগেও বেশ কয়েকবার মিলেছে। প্রথমবার চারু-রাজীবের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর ভাইকে শোসাল মিডিয়ায় থেকে অনফলো করে দিলেও সুসের প্রোফাইলে ছিলেন চারু।

যদিও সেই সময় লোলিত মোদীর সঙ্গে সুস্মিতার ছবি প্রকাশ্যে আসার পর রাজীব বিরোধীতা করেছিলেন। তাই সেই সময় এটাও মনে করা হয়েছিল যে ভাই-বোনের ব্যক্তিগত বিবাদের জেরেও সোশাল মিডিয়ায় রাজীবকে আনফলো করেছেন সুস্মিতা।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here