Srk Deepika : ‘দীপিকা আমার শান্তির নীড়’, অকপট ‘পাঠান’ শাহরুখ – shah rukh khan says deepika padukone has a calming effect during ask srk session

0
11

[ad_1]

সারাদিনের ব্যস্ত শিডিউলের মাঝেও শনিবার Ask SRK session-এর আয়োজন করেছিলেন শাহরুখ খান (SRK)। ভক্তদের যাবতকীয় প্রশ্নের উত্তর দিয়েছন কিং খান। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘোরার অভিজ্ঞতা থেকে বিভিন্ন তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ভক্তরা জানতে চাইলে সকল প্রশ্নের উত্তর দেন তিনি। এর মাঝেই এক ভক্ত শাহরুখের কাছে জানতে চান দীপিকার সঙ্গে কাজ করে তাঁর কেমন অভুভূতি। উত্তরে বাদশা বলেন, “একজন অভিনেতা বা স্টার হিসাবে দীপিকা (Deepika Padukone) অসাধারণ। ওঁর সান্নিধ্যে এলেই যেন মনটা শান্ত হয়ে যায়। দীপিকার এই চারিত্রিক বৈশিষ্ট্যটাই দারুণ।” বলিউড মস্তানির ভক্ত যে শুধু সাধারণ মানুষ এমনটা নয়। শাহরুখ খানের মতো বলিউডের বাদশারও মন জয় করে নিয়ছেন রুপোলি পর্দার রানি পদ্মাবত।

Pathaan 2 : আসছে পাঠান টু, ভক্তদের সঙ্গে সিক্রেট শেয়ার শাহরুখ খানের

দীপিকার পরেই জন আব্রাহামের সঙ্গে শাহরুখের কাজের অভিজ্ঞতা নিয়েও ভক্তরা প্রশ্ন করেন। জিসম স্টারের প্রশংসায় পঞ্চমুখ কিং খান। জনের মতো কুল আর সুন্দর স্বভাবের মানুষ সত্যিই খুব কম হয়। ভক্তদের সঙ্গে কথাবার্তা চলার মাঝেই উঠে এল সিদ্ধার্থ আনন্দের প্রসঙ্গও।

Srk Birthday Celebration : জনসমুদ্রের মাঝে শাহরুখ, সিগনেচার স্টাইলে ভক্তদের মন জয়

কিং খান বলেন, “পাঠানের শ্যুটিং সেট থেকে সিদ্ধার্থের থেকে অনেক কিছু শিখেছি। কঠোর পরিশ্রম করে কাজের সাফল্য কী ভাবে পেতে হয় সেই শিক্ষাই পেয়েছি। তাছাড়াও হাসি-মজা করে সেটের মধ্যে কাজের সুন্দর পরিবেশ বজায় রাখার দারুণ টিপস পেয়েছি। “

২ নভেম্বর শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহম অভিনীত পাঠানের টিজার মুক্তি পেয়েছে। শাহরুকের রাফ অ্যান্ড টাফ লুক যেমন ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ঠিক তেমনই দীপিকার কিলার লুকে বুঁদ ভক্তরা। আগামী ২৫ জানুয়ারি সেলুলয়েডে ত্রয়ীর মিলনে যে বিরাট ধমাকা হতে চলেছে সেই আশাই করছেন হিন্দি ছবির দর্শক।

উল্লেখ্য, ২০০৭ সালে ওম শান্তি ওমে শাহরুখের বিপরীতেই নায়িকা হিসাবে বলি দুনিয়ায় পা রেখেছেন দীপস সুন্দরী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন দীপিকা পাডুকোন।

শাহরুখ-দীপিকা জুটির চেন্নাই একপ্রেস, হ্যাপি নিউ ইয়ার-এর মতো ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। পাঠানেও শাহরুখ-দীপিকার জুটির নতুন ম্যাজিক দেখার অপেক্ষায় ভক্তরা।

পাঠানের পর জওয়ানে দেখা যাবে কিং খানকে। অন্যদিকে হৃত্হবিক রোশনের সঙ্গে ফাইটারে কাজ করেছেন দীপিকা। এছাড়াও অভিনেত্রীর পাইপ লাইনে বেশ কয়েকটি ছবি রয়েছে।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here