[ad_1]
ভক্তদের ভালোবাসায় আপ্লুত শাহরুখ। অনুরাগীদের সঙ্গে বার্থডে স্পেশাল ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ” আমি ভালোবাসার সমুদ্রের মাঝে রয়েছি। আমার জীবনের এই বিশেষ দিনটিকে আরও সুন্দর আর স্পেশাল করে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য আমার ভালোবাসা রইল।”
বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই তো দেশজুড়ে যেন উৎসবের মরশুম। আসমুদ্র হিমাচল বিস্তৃত শাহরুখ ভক্তরা এই বিশেষ দিনটিতে নিজেদের মতো করে প্রিয় তারকার জন্মদিন সেলিব্রেট করেন। অভিনেতাকে কাছে না পেলেও ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখেন কিং খানকে। কেকে কেটে তাঁর জন্মদিনও পালন করেন কিং খানের জাবরা ফ্যান।
২ নভেম্বর ৫৭-এ পা শাহরুখ খানের। একদিকে শাহরুখের কামব্যাক, অন্যদিকে ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তি। সব মিলিয়ে এবারে শাহরুখ খানের জন্মদিন যে ‘এক্সস্ট্রা স্পেশাল’ ছিল সে কথা বলার অবকাশই রাখছে না। আগামী ২৫ জানুয়ারি সেলুলয়েডে মুক্তি পাবে শাহরুখ খানের কামব্যাক মুভি ‘পাঠান‘।
সিনেমার টিজারে শাহরুকের রাফ অ্যান্ড টাফ লুকে ঘুম উড়েছে ভক্তদের। তবে এই টুইটারে পাঠানকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। মাদক মামলায় দীপকার নাম জড়িয়েছিল। এরপরেও পাঠানে কেন অভিনয় করলেন সেই প্রতিবাদেই পাঠানকে বয়কটের ডাক দিয়েছে টুইটারবাসী।
[ad_2]
Source link