Srk Birthday Celebration : জনসমুদ্রের মাঝে শাহরুখ, সিগনেচার স্টাইলে ভক্তদের মন জয় – shah rukh khan shares video from mannat on his birthday with fan

0
13

[ad_1]

মঙ্গলবারের রাত…মন্নতের সামনে জনসমুদ্র। কারণ ২ নভেম্বর বুধবার ছিল বলিউডের সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন (srk birthday celebration)। প্রথা ভেঙে এবারে জন্মদিনের আগের দিন রাত ১২ টার পরেই মন্নতের ব্যলকনিতে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন শাহরুখ। জন্মদিনের সন্ধ্যায় জনঅরণ্যের মাঝে সেলফি পোস্ট করেছিলেন শাহরুখ। কিং খানের জন্মদিন বলে কথা। জীবনের এই বিশেষ দিনটিকে কী ভাবে সেলিব্রেট করলেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কিং খানের অগুণতি ভক্তরা। অনুরাগীদের আবদার বরাবরই মেটান শাহরুখ। এবারেও কিন্তু, এর ব্যতিক্রম হল না। জন্মদিনের সন্ধ্যায় ভক্তদের ভালোবাসার সাগরের মাঝে দাঁড়িয়ে সেলফি পোস্ট করেছিলেন বলিউডের বাদশা। এবার অনুরাগীদের জন্য সোশাল মিডিয়ায় জন্মদিনের ভিডিয়ো শেয়ার করলেন শাহরুখ খান। মন্নতের দরজা খুলে বাইরে আসছেন কিং খান। একেবারে রাজকীয় স্টাইলে ভক্তদের সামনে এসে হাত নাড়ালেন শাহরুখ। সঙ্গে দুহাত তুলে সেই সিগনেচর পোজ। উফ! সে এক মুহূর্ত। ভক্তরা শাহরুখ ম্যাজিকে একেবারে বুঁদ। জনসমুদ্রের মাঝে চলল শাহরুখ ‘ফ্লাইং কিস’ লুফে নিতে তৈরি ভক্তরা।


ভক্তদের ভালোবাসায় আপ্লুত শাহরুখ। অনুরাগীদের সঙ্গে বার্থডে স্পেশাল ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ” আমি ভালোবাসার সমুদ্রের মাঝে রয়েছি। আমার জীবনের এই বিশেষ দিনটিকে আরও সুন্দর আর স্পেশাল করে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য আমার ভালোবাসা রইল।”


বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই তো দেশজুড়ে যেন উৎসবের মরশুম। আসমুদ্র হিমাচল বিস্তৃত শাহরুখ ভক্তরা এই বিশেষ দিনটিতে নিজেদের মতো করে প্রিয় তারকার জন্মদিন সেলিব্রেট করেন। অভিনেতাকে কাছে না পেলেও ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখেন কিং খানকে। কেকে কেটে তাঁর জন্মদিনও পালন করেন কিং খানের জাবরা ফ্যান।

Boycott Pathan : টিজার মুক্তির পরেই বয়কট ট্রেন্ডের কবলে পাঠান, আমিরের পর এবার টার্গেট শাহরুখ?
২ নভেম্বর ৫৭-এ পা শাহরুখ খানের। একদিকে শাহরুখের কামব্যাক, অন্যদিকে ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তি। সব মিলিয়ে এবারে শাহরুখ খানের জন্মদিন যে ‘এক্সস্ট্রা স্পেশাল’ ছিল সে কথা বলার অবকাশই রাখছে না। আগামী ২৫ জানুয়ারি সেলুলয়েডে মুক্তি পাবে শাহরুখ খানের কামব্যাক মুভি ‘পাঠান‘।

সিনেমার টিজারে শাহরুকের রাফ অ্যান্ড টাফ লুকে ঘুম উড়েছে ভক্তদের। তবে এই টুইটারে পাঠানকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। মাদক মামলায় দীপকার নাম জড়িয়েছিল। এরপরেও পাঠানে কেন অভিনয় করলেন সেই প্রতিবাদেই পাঠানকে বয়কটের ডাক দিয়েছে টুইটারবাসী।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here