Sonali Chakraborty :’পুরনো মুখটাই মনে থাকবে’, সোনালির স্মৃতিতে ভাসলেন সুদীপ্তা

0
14
বাংলা বিনোদন জগতে শোকের ছায়া। সোমবার সকালেই জীবনযুদ্ধের লড়াইয়ে হার স্বীকার করে নিলেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী। টলিপাড়ার বিশিষ্ট অভিনেতা শংকর চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তীর অকাল প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়। টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় নেমে এসেছে বিষাদের সুর। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ায় খড়ির ঠাকুমার চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty)। পরিবার পরিজন ও সহকর্মীরা ভেবেছিলেন তিনি হয়তো ফের সুস্থ হয়ে শ্যুটিং সেটে ফিরতে পারবেন। কিন্তু শেষ রক্ষা আর হল কই! ৩১ অক্টোবর ভোরবেলায় চক্রবর্তী বাড়িতে নেমে এল শোকের ছায়া। সোনালির প্রয়াণে শোকপ্রাকশ করেছেন জয়জিৎ থেকে বিদিপ্তা চক্রবর্তী, সুভাশিষ মুখোপাধ্যায়ের মতো বাংলা সিনে ইন্ডাস্ট্রির শিল্পীরা। সোশাল মিডিয়ায় সোনালির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিদিপ্তার বোন সুদীপ্তা চক্রবর্তী। (Sudipta Chakraborty)।

 

Sonali Chakraborty : ‘সব চেষ্টা বৃথা…’, সোনালির মৃ্ত্যুতে ভেঙে পড়লেন বিদিপ্তা
সোনালি চক্রবর্তীর উদ্দেশে স্মৃতিচারণা করে সোশাল মিডিয়া পোস্টে অভিনেত্রী কী লিখলেন? স্মৃতির সাগরে ডুব দিয়ে অভিনেত্রী সোনালির সৌন্দর্যের কদর করেছেন। যখন ষষ্ঠ শ্রেনিতে পড়তেন সেই সময় নাচনি ধারাবাহিকে সোনালিকে প্রথম কাছ থেকে দেখেন সুদীপ্তা। পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগও পেয়েছিলেন। আজকের দিনে মনে পড়ছে সোনালির রূপের সেই মাধুর্য কী ভাবে তাঁকে মুগ্ধ করেছিল। টানা টানা চোখ, ছবি আঁকার মতো সুন্দর ভ্রূ আর মুখে সেই মিষ্টি হাসি। সেই সঙ্গে একজন দারুণ নৃত্যশিল্পীও ছিলেন।

Sonali Chakraborty Death : দিওয়ালিতেও চুটিয়ে আনন্দ, ফুলঝুরি হাতে শংকরের পাশেই ছিলেন সদাহাস্যময় সোনালি
কালীপুজোর দিন সোশাল মিডিয়ায় সোনালির বাজি পোড়ানোর ছবিটাই ছিল সুদীপ্তার দেখা শেষ ছবি। শংকর চক্রবর্তীই সেই ছবি নিজের সোশাল মিডিয়া পেজে শেয়ার করেছিলেন। তবে সুদীপ্তা সোনালির বর্তমান চেহারটাকে মনে রাখতে চান না। সেই নাচনির সময়কার সুন্দর চেহারাটাই স্মৃতিতে গেঁথে রাখতে চান অভিনেত্রী। এই সময়টা পরিবার ও বন্ধুদের কাছে খুব কঠিন সময় বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে এটাও লিখেছেন যে শরীর বাধ সাধলে তো আর কিছুই করার থাকে না।

Sonali Chakraborty Death : ‘চলচ্চিত্র জগতে বড় ক্ষতি’, সোনালি চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
শংকর চক্রবর্তী ও তাঁদের মেয়ে সাজিকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা হারিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। ওঁদের সব চেষ্টাটাই বৃথা হয়ে গেল। কাছের মানুষ ও সহকর্মী সোনালি চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করেছেন সুদীপ্তা। সোনালির শেষ কাজ ছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া।

এই ধারাবাহিকের সোলাঙ্কির জেঠিমার চরিত্রে অভিনয় করতেন শংকর চক্রবর্তীর প্রয়াত স্ত্রী সোনালি চক্রবর্তী। বাংলা ছবি ‘হারজিত’ -এ নায়িকার সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শংকর চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তী। এছাড়াও জিৎ-কোয়েল অভিনীত ‘বন্ধন’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here