সোনালি চক্রবর্তীর উদ্দেশে স্মৃতিচারণা করে সোশাল মিডিয়া পোস্টে অভিনেত্রী কী লিখলেন? স্মৃতির সাগরে ডুব দিয়ে অভিনেত্রী সোনালির সৌন্দর্যের কদর করেছেন। যখন ষষ্ঠ শ্রেনিতে পড়তেন সেই সময় নাচনি ধারাবাহিকে সোনালিকে প্রথম কাছ থেকে দেখেন সুদীপ্তা। পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগও পেয়েছিলেন। আজকের দিনে মনে পড়ছে সোনালির রূপের সেই মাধুর্য কী ভাবে তাঁকে মুগ্ধ করেছিল। টানা টানা চোখ, ছবি আঁকার মতো সুন্দর ভ্রূ আর মুখে সেই মিষ্টি হাসি। সেই সঙ্গে একজন দারুণ নৃত্যশিল্পীও ছিলেন।
কালীপুজোর দিন সোশাল মিডিয়ায় সোনালির বাজি পোড়ানোর ছবিটাই ছিল সুদীপ্তার দেখা শেষ ছবি। শংকর চক্রবর্তীই সেই ছবি নিজের সোশাল মিডিয়া পেজে শেয়ার করেছিলেন। তবে সুদীপ্তা সোনালির বর্তমান চেহারটাকে মনে রাখতে চান না। সেই নাচনির সময়কার সুন্দর চেহারাটাই স্মৃতিতে গেঁথে রাখতে চান অভিনেত্রী। এই সময়টা পরিবার ও বন্ধুদের কাছে খুব কঠিন সময় বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে এটাও লিখেছেন যে শরীর বাধ সাধলে তো আর কিছুই করার থাকে না।
শংকর চক্রবর্তী ও তাঁদের মেয়ে সাজিকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা হারিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। ওঁদের সব চেষ্টাটাই বৃথা হয়ে গেল। কাছের মানুষ ও সহকর্মী সোনালি চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করেছেন সুদীপ্তা। সোনালির শেষ কাজ ছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া।
এই ধারাবাহিকের সোলাঙ্কির জেঠিমার চরিত্রে অভিনয় করতেন শংকর চক্রবর্তীর প্রয়াত স্ত্রী সোনালি চক্রবর্তী। বাংলা ছবি ‘হারজিত’ -এ নায়িকার সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শংকর চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তী। এছাড়াও জিৎ-কোয়েল অভিনীত ‘বন্ধন’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।