[ad_1]
অভিনেতার ভক্ত সংখ্যাও খুব একটা কম নয়। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্তের ব্যক্তিগত জীবনও হয়ে উঠেছে চর্চার বিষয়। অমিতাভের নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে অভিনেতার সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছে। যদিও বারবার নিজেকে সিঙ্গল বলেই দাবি করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। তবে এক সাক্ষাৎকারে এই জল্পনাকে আরও একটু উসকে দিয়েছেন অভিনেতা।
তবে ফোন ভূত প্রচারের স্বার্থে সংবাদমাধ্যমের সামনে হাজির হন ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী। দুজনের কাছেই জানতে চাওয়া হয় যে তাঁদের জীবনে এমন কোনও গসিপ রয়ছে যা সত্যি হলে তাঁদের ভালো লাগত। উত্তরে সিদ্ধান্ত বলেন, “আমি কারও সঙ্গে ডেটিং করছি। যদি এই গুঞ্জন সত্যি হত…।” অভিনেতার এই উত্তরে সিদ্ধান্ত-নব্যার প্রেমের গুঞ্জন আরও জোড়াল হয়েছে।
সোশাল মিডিয়াতেও সিদ্ধান্ত আর নব্যা (Navya Naveli Nanda)একে অপরের পোস্টে লাইক-কমেন্ট করেন। দুজনে একসঙ্গে কোয়ালিটি টাইমও কাটাচ্ছেন। করণ জোহরের ৫০ তম জন্মদিন পার্টিতে প্যাপেদের ক্যামেরায় একসঙ্গে লেন্সবন্দিও হন সিদ্ধান্ত চতুর্বেদী ও নব্যা নভেলি নন্দা। শাহরুখের সঙ্গে করণের বার্থডে ব্যাশে তাঁদের নাচের ভিডিয়োও তুমুল ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।
বলিউডের হ্যালোউইন পার্টিতে শক্তিমানের ড্রেস পরে সেজেছিলেন সিদ্ধান্ত। সেই ছবি লাইক করেছিলেন নব্যা। সেলেব ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রার দিওয়ালি পার্টিতে পাপাপাৎজিরাও সিদ্ধান্ত আর নব্যাকে নিয়ে খানিক দুষ্টুমি করেন। অমিতাভের নাতি পার্টিতে এন্ট্রি নিতেই সিদ্ধান্তের উদ্দেশে তাঁরা বলতে শুরু করেন, “নব্যা জি আসছে। দয়া করে একটু দাঁড়িয়ে যান।” কেউ আবার বলেছেন, ” নব্যা, পার্টিতে কেউ আপনার জন্য অপেক্ষা করছে।”
চলতি বছরের শুরুতে তাঁরা একসঙ্গে ঋষিকেশ ঘুরতে গিয়েছিলেন বলে দাবি নেটিজেনদের। দুজনে একসঙ্গে ছবি পোস্ট না করলেও, তাঁদের লোকেশন কিন্তু, একই ছিল। সোশাল মিডিয়া পোস্ট তাঁদের প্রেমের গুঞ্জনকে ফের উসকে দিয়েছিল। অমিতাবের নাত জামাই কি তাহলে সিদ্ধান্তই হচ্ছেন? উত্তরের অপেক্ষায় ভক্তরা।
[ad_2]
Source link