[ad_1]
এই খবর প্রকাশ্যে আসতেই ইনস্টাগ্রামে শোকজ্ঞাপন করেছেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব থেকে ভক্তমহল। তাঁর মতো একজন তাবড় অভিনেতার মৃত্যুতে নিঃসন্দেহে বিরাট ক্ষতি হল হিন্দি ধারাবাহিকের। সিদ্ধান্ত বীর সূর্যবংশীর আকস্মিক মৃত্যুতে যেন ভাষা হারিয়েছে বিনোমহল থেকে ভক্তমহল।
হিন্দি টেলিভিশনের অন্যতম ফেমাস স্টার জয় ভানুশালী নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতার মৃত্যুর খবর শেয়ার করেছেন। প্রয়াত অভিনেতা সিদ্ধান্তের ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে।’
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয় জানান, তাঁদের এক কমন ফ্রেন্ড মারফত এই দুঃসংবাদটি পেয়েছেন। তখনই জানতে পেরেছেন জিমে শরীরচর্চা করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন। হিন্দি টেলিভিশনের একাধিক ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন প্রয়াত অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী।
‘Kkusum’, ‘Kasautii Zindagii Kay’, ‘Mamta’, ‘Sufiyana Ishq Mera’- এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন প্রয়াত অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘Kyu Rishton Mein Katti Batti’ ও ‘Ziddi Dil’ ধারাবাহিকে।
সুপারমডেল Alesia Raut-কে বিয়ে করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। স্ত্রী আর দুই সন্তানকে রেখে শুক্রবার পৃথিবার মায়া ত্যাগ করলেন। ২০১৫ সালে প্রথম স্ত্রী ইরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়।
২০১৭-তে মডেল Alesia-এর সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন অভিনেতা। সিদ্ধান্ত আর ইরার এক মেয়ে, আর দ্বিতীয় স্ত্রী Alesia-এর প্রথম পক্ষের ছেলেকে নিয়ে সুখের সংসার ছিল হিন্দি ধারাবাহিকের প্রয়াত জনপ্রিয় তারকা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর।
[ad_2]
Source link