[ad_1]
এই খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শাহরুখ খানকে একহাত নিয়েছেন নেটিজেনরা (SRK Trolled)। তাঁদের মতে, শাহরুখই তাঁর সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। ২০২৩-এর ২৫ জানুয়ারি সেলুলয়েডে মুক্তি পাবে শাহরুখ খান-দীপিকা পাডুকোন ও জন আব্রাহম অভিনীত অ্যাকশন মুখর ছবি পাঠান। শাহরুখের জন্মদিনেই মুক্তি পেয়েছে সিনেমার টিজার। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর শাহরুখের আগামী ছবির টিজারে মন্ত্রমুগ্ধ শাহরুখ ভক্তরা।
রোম্যান্টিক নায়কের মোড়ক ছেড়ে রাফ অ্যান্ড রাফ লুকে ঘুম কেড়েছে অনুরাগীদের। দোসর দীপিকা পাডুকোনের কিলার লুক। টিজারে কয়েক মিনিটে দীপিকা পাডুকোনের উপস্থিতি তাক লাগিয়ে দিয়েছে দর্শককে। অন্যদিকে অ্যাকশন হিরো জন আব্রাহামও কোনও অংশে কম নয়।
পাঠানের প্রথম পর্বের মুক্তির আগেই দ্বিতীয় পর্ব নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র মারফত জানা যাচ্ছে শাহরুখ তাঁর ভক্তদের বলেছেন , ” তোমরা প্রার্থনা করো যাতে পাঠানের সিক্যুয়েল করতে পারি। আমরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে পাঠান তৈরি করেছি।
আমি চাই তোমাদের সকলের প্রার্থনায় পাঠান হিট হোক আর এরপর সিক্যুয়েল আসুক। আবার তোমাদের সকলকে নতুন ছবি উপহার দেওয়ার কাজ শুরু করতে পারব।” সুত্রের খবর, পাঠানের নির্মাতারা দ্বিতীয়ভাগে আরও অনেক বেশি চরিত্রের সমাগম ঘটানোর পরিকল্পনা করছেন। যদিও গোটা বিষয়টা এখন একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে।
[ad_2]
Source link