Shah Rukh Khan Mannat : ‘হিরে খচিত নয়’, মন্নতের নেমপ্লেট নিয়ে গুঞ্জনের মাঝে মুখ খুললেন গৌরী খান – gauri khan reveals truth on rumour about shah rukh khan mannat gets new diamond studded name plate

0
32

[ad_1]

শাহরুখ খান নাকি ৩৫ লাখ টাকা খরচ করে হিরে খচিত নেমপ্লেট লাগিয়েছেন। তবে নতুন নয়, পুরনো নেমপ্লেট থেকে হিরে খসে পড়ার পর মেরামতির জন্য পাঠিয়েছিলেন। সেটি ঠিক হয়ে আসতেই ফিরল মন্নতের পুরনো ঐতিহ্য। শাহরুখ খানের ফ্যান পেজের তরফে ঠিক এমনটাই দাবি করা হয়েছিল। টুইটারে কিং খানের বাড়ির নতুন নেমপ্লেটের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। ভুঁয়ো খবর চাউর হতেই সোশাল মিডিয়ায় মন্নতের নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করেছেন শাহরুখ পত্নী গৌরী খান। ক্যাপশনে লিখেছেন, “সদর দরজাই হল বাড়িতে এন্ট্রি নেওয়ার আসল পয়েন্ট। পরিবারের কাছে পৌঁছানোর রাস্তাটা সুন্দর ও আকর্ষণীয় হওয়া উচিত। পজেটিভ এনার্জি নিয়ে যাতে কেউ গৃহপ্রবেশ করে সেই দিকেই আমরা লক্ষ্য রেখেছিলাম। সেই জন্যই ক্রিস্টাল ও কাঁচ দিয়ে সুন্দর করে নেমপ্লেটটি বানানো হয়েছে।”


সোশাল মিডিয়ায় এক নেটিজেন গৌরীর পোস্টে দাবি করেছেন, “শুধু এটুকু বলে দিন যে ওগুলি হিরে নয়।” অন্য এক নেটবাসী লিখেছেন, “সত্যি খবরটা সামনে আনার জন্য ধন্যবাদ।”

Shah Rukh Khan : কত টাকার বিনিময়ে মুম্বই বিমানবন্দর থেকে বেরল শাহরুখের টিম?
নেটপাড়ার এক সদস্য আবার কটাক্ষ করে লিখেছেন, “নেমপ্লেটটি হীরে খচিত নয়, সেটি জানানোর জন্য এটা আবার কেমন পদ্ধতি?” সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে গৌরী খানের কমেন্ট বক্স।

Shah Rukh Khan : শুল্ক ফাঁকির অভিযোগ, বিদেশ থেকে ফেরার পথে মুম্বই বিমানবন্দরে আটক শাহরুখ
মায়া নগরী মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘মন্নত’। স্ত্রী আর ও তিন সন্তানকে নিয়ে মন্নতেই গড়ে উঠেছে কিং খানের সাম্রাজ্য। শাহরুখকে নিয়ে যেমন ভক্তদের উচ্ছ্বাসার অন্ত নেই ঠিক তেমনই মন্নত নিয়েও শাহরুখ ভক্তদের মধ্যে ক্রেজ চোখে পড়ার মতো। চলতি বছরের এপ্রিল মাসে হীরে খচিত মন্নতের আইকনি নেমপ্লেটটা খুলে ফেলেছিলেন শাহরুখ।

Pathaan 2 : আসছে পাঠান টু, ভক্তদের সঙ্গে সিক্রেট শেয়ার শাহরুখ খানের
এই পরেই গুজব রটেছিল হীরে নেমপ্লেট থেকে একটা হিরে খুলে যাওয়ার জন্য সারাই করতে দিয়েছিলেন কিং খান। সাময়িকভাবে একটি ,সাদা-কালো কম্বিনেশনের নেমপ্লেট লাগিয়ে রেখেছিলেন অভিনেতা।

শাহরুখের বিভিন্ন ফ্যানক্লাবের সৌজন্যে মন্নতের বাইরে লাগানো ৩৫ লাখ টাকার হিরে খচিত নেমপ্লেটের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। শাহরুখের মন্নত নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেছিলেন গৌরী খান। তিনি জানিয়েছিলেন “সব কর্মীদের সঙ্গে হটলাইনে মা যোগাযোগ রাখেন।

খুঁটিমাটি সবদিক নজরে থাকে। কোন জায়গা পরিস্কার করতে হবে, কোথায় নোংরা রয়েছে যাবতীয় যা প্রয়োজন সবদিকে মায়ের কড়া নজর থাকে। কোনও ভুল দেখলে সঙ্গে সঙ্গে তা ঠিক করে নেওয়ার নির্দেশ জারি করেন। আমার মায়ের হাতে মন্নতের দায়িত্ব থাকায় আমিও নিশ্চিত আর আমার কর্মচারীদের উপরও নজর থাকে। “



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here