[ad_1]
সোশাল মিডিয়ায় এক নেটিজেন গৌরীর পোস্টে দাবি করেছেন, “শুধু এটুকু বলে দিন যে ওগুলি হিরে নয়।” অন্য এক নেটবাসী লিখেছেন, “সত্যি খবরটা সামনে আনার জন্য ধন্যবাদ।”
নেটপাড়ার এক সদস্য আবার কটাক্ষ করে লিখেছেন, “নেমপ্লেটটি হীরে খচিত নয়, সেটি জানানোর জন্য এটা আবার কেমন পদ্ধতি?” সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে গৌরী খানের কমেন্ট বক্স।
মায়া নগরী মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘মন্নত’। স্ত্রী আর ও তিন সন্তানকে নিয়ে মন্নতেই গড়ে উঠেছে কিং খানের সাম্রাজ্য। শাহরুখকে নিয়ে যেমন ভক্তদের উচ্ছ্বাসার অন্ত নেই ঠিক তেমনই মন্নত নিয়েও শাহরুখ ভক্তদের মধ্যে ক্রেজ চোখে পড়ার মতো। চলতি বছরের এপ্রিল মাসে হীরে খচিত মন্নতের আইকনি নেমপ্লেটটা খুলে ফেলেছিলেন শাহরুখ।
এই পরেই গুজব রটেছিল হীরে নেমপ্লেট থেকে একটা হিরে খুলে যাওয়ার জন্য সারাই করতে দিয়েছিলেন কিং খান। সাময়িকভাবে একটি ,সাদা-কালো কম্বিনেশনের নেমপ্লেট লাগিয়ে রেখেছিলেন অভিনেতা।
শাহরুখের বিভিন্ন ফ্যানক্লাবের সৌজন্যে মন্নতের বাইরে লাগানো ৩৫ লাখ টাকার হিরে খচিত নেমপ্লেটের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। শাহরুখের মন্নত নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেছিলেন গৌরী খান। তিনি জানিয়েছিলেন “সব কর্মীদের সঙ্গে হটলাইনে মা যোগাযোগ রাখেন।
খুঁটিমাটি সবদিক নজরে থাকে। কোন জায়গা পরিস্কার করতে হবে, কোথায় নোংরা রয়েছে যাবতীয় যা প্রয়োজন সবদিকে মায়ের কড়া নজর থাকে। কোনও ভুল দেখলে সঙ্গে সঙ্গে তা ঠিক করে নেওয়ার নির্দেশ জারি করেন। আমার মায়ের হাতে মন্নতের দায়িত্ব থাকায় আমিও নিশ্চিত আর আমার কর্মচারীদের উপরও নজর থাকে। “
[ad_2]
Source link