Shah Rukh Khan Gauri Khan : ‘অনেকে তো আমাকে সমপ্রেমী ভাবত’,জন্মদিনে ভাইরাল শাহরুখের সাক্ষাৎকার – shah rukh khan opened up about rumour of cheating with gauri khan

0
12

[ad_1]


টিনসেল টাউনে অন্যতম হাইভোলটেজ কাপল শাহরুখ খান ও গৌরি খান। রিল হোক বা রিয়েল, ‘কিং অফ রোম্যান্স’-এর জন্য শাহরুখের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। রুপোলি দুনিয়ার অন্দরে বহু সম্পর্কের উত্থান-পতনের ঘটনা বিভিন্ন সময় হয়ে উঠেছে বিনোদনেকর হট কেক। কিন্তু, শাহরুখ-গৌরির সম্পর্কের তিক্ততা কখন স্থান পায়নি পেজ থ্রি-র খবরে। বলিউডের পার্টিতে সব সময়ই প্যাপেদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন বিটাউনের এই হেভিওয়েট স্টার কাপল। দীর্ঘ ৩১ বছরের বিবাহিত জীবনে শাহরুখ খান কি কখনও তাঁর স্ত্রী গৌরি খানকে ছেড়ে অন্য কাউকে মন দিয়েছেন? এক সর্বভারতীয় ম্যাগাজিনের তরফে ঠিক এই প্রশ্নটাই কার হয়েছিল কিং খানকে।

উত্তরে শাহরুখ বলেছিলেন, “আমি কখনও এমনটা ভাবতেই পারি না। আমি কোনওদিন অর্থনৈতিকভাবে, আবেগের দিক দিয়ে বা রোম্যান্সের ক্ষেত্রে গৌরী ছাড়া আর কারও কথা ভাবিনি। আসলে এই জিনিসটা আমার রুচিতে বাঁধে। আমি কাউকে কোনও কিছুতে না বলতে পারি না। এটা আমার একটা বড় সমস্যা। আমি বিনয়ী। তবে যাঁদেরকে আমি পছন্দ করি না তাঁদের সঙ্গে আমি থাকতে চাই না। “

Shah Rukh Khan Birthday : ‘ফৌজি’-র অভিমন্যু থেকে ‘পাঠান’, তিন দশক ধরে ‘কিং’ শাহরুখই
২ নভেম্বর ৫৭ -এ পা রাখলেন বলিউডের ‘কিং’ শাহরুখ খান। সুপারস্টারের জন্মদিনে সোশাল মিডিয়ায় ভাইরাল তাঁর পুরনো সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে শাহরুখ আরও বলেন, “গৌরীকে ছেড়ে আমি অন্য কারও সঙ্গে সম্পর্কে রয়েছি, এই রকম কথা যাঁরা রটায় তাঁদেরকে আমার ভালো লাগে না। আমার ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করে। সবচেয়ে বড় কথা আমি মনে করি অন্য কারও সঙ্গে সম্পর্ক তৈরি করা বা কারও সঙ্গে প্রতারণা করার বয়স বা সময় কোনওটাই আমার নেই।

শাহরুখ আরও বলেছিলেন, সর্বোপরি আমি কখনও কারও সঙ্গে প্রতারণা করিনি। অনেকে ভাবত আমি সমপ্রেমী। কিন্তু, তাঁদের উদ্দেশে বলে রাখি আমার অনেকটা বয়স হয়েছে। এখন যদি আমি গৌরীকে ছেড়ে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই তাহলেও কেউ বিশ্বাস করবে না। বরং বলবে আমি বানিয়ে মিথ্যা কথা বলছি। “

Gauri Khan Shahrukh Khan : শাহরুখকে ডিভোর্স দিতে চেয়েছিলেন গৌরী খান, কেন?
কিং খানের মন্তব্য, আমি যখন মুম্বই ফিল্ম সিটিতে প্রথমবার এসেছিলাম তখন অনেকের কাছেই সিনে দুনিয়া নিয়ে নানা মুনির নানা মত শুনেছিলাম। অনেকে সেটাই বিশ্বাস করেন। কিন্তু, সবটা সত্যি নয়। দীর্ঘ চার বছর লম্বা বিরতি কাটিয়ে পাঠান ছবি দিয়ে বলিউডে কামব্যাক করছেন শাহরুখ খান। জন্মদিনে টুইটারে বহুপ্রতিক্ষীত ছবি পাঠানের টিজার প্রকাশ্যে এনেছেন শাহরুখ খান স্বয়ং।

এছাড়াও কিং খানের পাইপলাইনে রয়েছে জওয়ান ও ডঙ্কি। শাহরুখের বিপরীতে জওয়ানে নায়িকার চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুন্দরী নয়নতারাকে। উল্লেখ্য, এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন নিউলি মাম্মি।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here