Shah Rukh Khan Fauji : ‘কপালে চুমু এঁকেছিলেন’,ফৌজি-২-এর সেটে শাহরুখের স্নেহের পরশ ভোলেলনি অভিনেত্রী – shah rukh khan kissed on roopal tyagi forehead on fauji 2 shoot reveals on actor birthday

0
15

[ad_1]

বলিউডের বাদশা হওয়ার আগে ছোট পর্দার ধারাবাহিক ফৌজিতে কাজ করেছেন শাহরুখ খান। ১৯৮৮ সালে দূরদর্শনে সম্প্রচারিত এই ধারাবাহিক ছিল আটের দশকের অন্যতম সেরা ধারাবাহিক। বেশ কয়েক বছর পর তৈরি হয় ফৌজি টু। যদিও সেই ধারাবাহিক দর্শকের দরবারে আর পৌঁছায় নি! ফৌজি টুয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুপল ত্যাগী (Roopal Tyagi)। ২ নভেম্বর বলিউড বাদশার ৫৭ তম জন্মদিনের আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে ফৌজি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বলা ভালো, ফৌজি টুয়ে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন Roopal Tyagi। ফৌজি টুয়ের শুভ মরহৎ-এর স্মৃতির স্মরণীতে পৌঁছে গেলেন রুপল। ফৌজি টু সম্প্রচার না হওয়ার একটা কষ্ট আজও রয়েছে। তবে একটা বিষয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন ছোট পর্দার এই অভিনেত্রী। কারণ শাহরুখ তাঁর কপালে চুমু এঁকে দিয়েছিলেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক সাক্ষাৎকারে কী বললেন ফৌজি টুয়ের নায়িকা Roopal Tyagi।

Shah Rukh Khan Gauri Khan : ‘অনেকে তো আমাকে সমপ্রেমী ভাবত’,জন্মদিনে ভাইরাল শাহরুখের সাক্ষাৎকার
অভিনেত্রীর সংযোজন, “রেড চিলিজ প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই ফৌজি টু-র কাজ শুরু হয়েছিল। এখানেই প্রথমবার শাহরুখ খানের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। সত্যি কথা বলতে এর আগে আমি কোনওদিন শাহরুখের ভক্ত ছিলাম না।

Shah Rukh Khan Birthday Party : ৫৭-এ পা, ভক্তদের সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করবেন শাহরুখ?
যতদিন পর্যন্ত শাহরুখকে সামনসামনি দেখেছি তার আগে পর্যন্ত উনার সঙ্গে কাজ করার জন্য আলাদা কোনও উত্তেজনা ছিল না। একজন কোরিওগ্রাফার হওয়ার সুবাদে আমি অক্ষয় কুমার ও বলিউডের বেশ কিছু তারকার কাছাকাছি এসেছি। তাই শাহরুখ সম্পর্কে আমার আলাদা কোনও উত্তেজনা ছিল না। “

Pathaan Teaser: জন্মদিনে বাদশার ‘রিটার্ন গিফট’, মুক্তি পেল পাঠানের টিজার
তিনি আরও বলেন, “ফৌজি টুয়ের শুভ মহরৎ-এর সময় সেখানে শাহরুখও উপস্থিত ছিলেন। তাঁর কোনও প্রয়োজন ছিল না সকলের নাম বা চরিত্র আলাদা করে জানার। কিন্তু, সকলের কাছে গিয়ে বিস্তারিতভাবে সবটা জেনেছিলেন।

উনি এতটাই বিনয়ী ছিলেন যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যখন আমার কাছে এল আমার কপালে চুমু খেয়েছিলেন। সেই স্নেহের পরশ আমি আজও ভুলিনি। শুধু আমি নই, ফৌজি টুয়ের প্রত্যেকটি চরিত্রের কপালেই চুমু খেয়েছিলেন।

শাহরুখ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই ব্যবহারটাই প্রমান করে দেয় শাহরুখ খান একজন সুপারস্টার। উনার সঙ্গে দেখা হওয়ার পর আমার পুরো ধারণাটাই বদলে গিয়েছিল।

শাহরুখের থেকে একটা জিনিস শিখেছিলাম যে তোমার কাছে কোনও ভক্ত আসুক বা না আসুক, আমি আমার সাধ্যমত তাঁদের জন্য কিছু করার চেষ্টা করে যাব। মাত্র পাঁচ থেকে ১০ মিনিটে শাহরুখের থেকে এই বিশেষ শিক্ষা আমি পেয়েছিলাম। শাহরুখের মতো ভালো মানুষের সান্নিধ্যে আর আসার সুযোগ হয়নি।”

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here