[ad_1]
অভিনেত্রীর সংযোজন, “রেড চিলিজ প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই ফৌজি টু-র কাজ শুরু হয়েছিল। এখানেই প্রথমবার শাহরুখ খানের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। সত্যি কথা বলতে এর আগে আমি কোনওদিন শাহরুখের ভক্ত ছিলাম না।
যতদিন পর্যন্ত শাহরুখকে সামনসামনি দেখেছি তার আগে পর্যন্ত উনার সঙ্গে কাজ করার জন্য আলাদা কোনও উত্তেজনা ছিল না। একজন কোরিওগ্রাফার হওয়ার সুবাদে আমি অক্ষয় কুমার ও বলিউডের বেশ কিছু তারকার কাছাকাছি এসেছি। তাই শাহরুখ সম্পর্কে আমার আলাদা কোনও উত্তেজনা ছিল না। “
তিনি আরও বলেন, “ফৌজি টুয়ের শুভ মহরৎ-এর সময় সেখানে শাহরুখও উপস্থিত ছিলেন। তাঁর কোনও প্রয়োজন ছিল না সকলের নাম বা চরিত্র আলাদা করে জানার। কিন্তু, সকলের কাছে গিয়ে বিস্তারিতভাবে সবটা জেনেছিলেন।
উনি এতটাই বিনয়ী ছিলেন যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যখন আমার কাছে এল আমার কপালে চুমু খেয়েছিলেন। সেই স্নেহের পরশ আমি আজও ভুলিনি। শুধু আমি নই, ফৌজি টুয়ের প্রত্যেকটি চরিত্রের কপালেই চুমু খেয়েছিলেন।
শাহরুখ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই ব্যবহারটাই প্রমান করে দেয় শাহরুখ খান একজন সুপারস্টার। উনার সঙ্গে দেখা হওয়ার পর আমার পুরো ধারণাটাই বদলে গিয়েছিল।
শাহরুখের থেকে একটা জিনিস শিখেছিলাম যে তোমার কাছে কোনও ভক্ত আসুক বা না আসুক, আমি আমার সাধ্যমত তাঁদের জন্য কিছু করার চেষ্টা করে যাব। মাত্র পাঁচ থেকে ১০ মিনিটে শাহরুখের থেকে এই বিশেষ শিক্ষা আমি পেয়েছিলাম। শাহরুখের মতো ভালো মানুষের সান্নিধ্যে আর আসার সুযোগ হয়নি।”
[ad_2]
Source link