[ad_1]
সময় বদলে যায়, কিন্তু, বদলায় না বলউডের ‘কিং’। হ্যাঁ, বলিউড বাদশা শাহরুখ খানের কথাই বলছি। ২ নভেম্বর ৫৭-এ পা রাখলেন মেগাস্টার শাহরুখ খান। আসমুদ্র হিমাচল ভক্তরা ভিড় জমিয়েছে কিং খানের ‘কিং সাইজ’ মন্নতের সামনে। জন্মদিনের প্রথা ভেঙে রাতের মন্নতের ব্যলকনিতে দাঁড়িতে হাত নেড়ে ভক্তদের আবেগকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। সঙ্গী ছিল খুদে আব্রাম। বাংলোর ব্যালকনিতে বাদশার হাত নাড়ানোর আদলেই শাহরুখের পোস্টার তৈরি করলেন এক ভক্ত। কিং খানের জন্মদিনে সোশাল মিডিয়ায় আগুনের গতিতে ভাইরাল হয়েছে শাহরুখ ভক্তের বানানো সেই পোস্টার।
মন্নতের ব্যলকনিতে দাঁড়িয়ে শাহরুখ হাত নাড়ছেন আর নীচে অসংখ্য ভক্তের ভিড়। প্রিয় তারকার জন্মদিনে শুভেচ্ছা ভক্তের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নেটপাড়ার সদস্যরা। দীর্ঘ চার বছর পর পাঠান ছবির হাত ধরে বলিউডে কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan Birthday)। একদিকে শাহরুখের কামব্যাক, অন্যদিকে ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তি। সব মিলিয়ে এবারে শাহরুখ খানের জন্মদিন যে ‘এক্সস্ট্রা স্পেশাল’ সে কথা বলার অবকাশই রাখছে না। আগামী ২৫ জানুয়ারি সেলুলয়েডে মুক্তি পাবে শাহরুখ খানের কামব্যাক মুভি ‘পাঠান’।
শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে যশ রাজ ফিল্মসের তরফেও রয়েছে বিরাট চমক। শাহরুখ ভক্তদের জন্য এই প্রযোজনা সংস্থা সিলভার স্ক্রিনে ফিরিয়ে এনেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে‘-সেই নস্ট্যালজিক মোমেন্ট।
কিং খানের জন্মদিন উপলক্ষ্যে ভারতের PVR,INOX ও Cinepolis-এর পর্দায় দেখান হচ্ছে শাহরুখ-কাজল জটির সেই নয়ের দশকের সুপারহিট মুভি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।
সালটা ছিল ১৯৯৫। সেই বছর পরিচালক আদিত্য চোপড়ার নির্দেশনায় সেলুলয়েডে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও কাজল জুটি অভিনীত প্রথম ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছিল ডিডিএলজি।
দীর্ঘ ২৭ বছর পরেও এই ছবির জৌলুস বিন্দুমাত্র ফিকে হয়নি। আজও নয়ের দশকের সুপারহিট মুভি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ক্রেজ আজও সিনেপ্রেমীদের মধ্যে সমানভাবে প্রাসঙ্গিক।
বলিউডের সুপারস্টারের জন্মদিন মানেই দেশজুড়ে যেন উৎসবের আমেজ। বিভিন্ন জায়গায় কেক কেটে জন্মদিন পালন করতে ব্যস্ত তাঁর ভক্তরা। মঙ্গলবার রাতে সুপারস্টারের দর্শন পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তাঁর ভক্তরা। এদিন ভক্তদের লক্ষ্য করে চুমু ছুঁড়তে দেখা যায় শাহরুখকে। দুই বাহু খুলে ‘সিগনেচার পোজ’-এ আরও একবার ভক্তদের মন জিতে নিলেন বলিউডের বাদশা।
[ad_2]
Source link