Shah Rukh Khan Birthday: জন্মদিনে ‘প্রথা ভেঙে’ রাতেই মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সঙ্গী খুদে আব্রাম – shah rukh khan comes out of mannat on his birthday

0
10

[ad_1]

আজ বলিউডের সুপারস্টারের জন্মদিন। দেশজুড়ে উৎসবের আমেজ। বিভিন্ন জায়গায় কেক কেটে জন্মদিন পালন করতে ব্যস্ত তাঁর ভক্তরা। এদিকে মঙ্গলবার রাত থেকেই শাহরুখ খানের বাংলো Mannat-এর সামনে ভক্তরা জমায়েত করেছিলেন। তাঁকে এক ঝলক দেখার জন্য মরীয়া বহু ভক্ত। তাঁদের আশাহত করেননি শাহরুখ খান (Shah Rukh Khan)। মঙ্গলবার তিনি ‘মন্নত’-এর ব্যালকনিতে আসেন। প্রবল উল্লাসে ফেটে পড়েন তাঁর ভক্তরা। বাদশার সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে আব্রাম। জন্মদিনে সুপারস্টারের দর্শন পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তাঁর ভক্তরা। এদিন ভক্তদের লক্ষ্য করে চুমু ছুঁড়তে দেখা যায় শাহরুখকে। এদিকে ভক্তরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রবল উল্লাসে ফেটে পড়েন তাঁরা। এদিন দুই বাহু খুলে ‘সিগনেচার পোজ’-এ দেখা যায় শাহরুখকে (Shah Rukh Khan)। আর তাতেই আরও উল্লাসিত হন উপস্থিত অনুরাগীরা।

Shah Rukh Khan: ৫৭-এ পা শাহরুখের, এটাই বাদশার ঘুরে দাঁড়ানোর বছর?
উল্লেখ্য, শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে ২ নভেম্বর দেশজুড়ে কয়েকটি মাল্টিপ্লেক্স দেখানো হবে নয়ের দশকের মেগা হিট ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। বিশিষ্ট প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস অফিসিয়াল ইনস্টা হ্যান্ডল থেকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আইনক্স, পিভিআর ও সিনেপলিসে দেখা যাবে এই সিনেমা। বাদশার জন্মদিনে এই খুশির খবর শুনে ডগমগ তাঁর ভক্তরা।

Shah Rukh Khan Birthday : কিং খানের জন্মদিনে বিরাট উপহার, দেশজুড়ে দেখানো হবে DDLJ
শাহরুখ খানের একাধিক ছবি মুক্তি রয়েছে কয়েক মাসের মধ্যেই। এই বছর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কিছু দৃশ্যের জন্য তাঁকে বড় পর্দায় দেখে ভক্তদের মন ভরেনি। ২০২৩-এর শুরুতেই রিলিজ করতে চলেছে ‘পাঠান’। এই ছবিতে ফের একবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ছবিটি নিয়ে ইতিমধ্যেই বিপুল উৎসাহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। সেক্ষেত্রে ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, ‘পাঠান’-এর পরেই মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বিজয় সেতুপতিকে। ২ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি।

Shah Rukh Khan Sunny Deol : ১৬ বছর শাহরুখের ‘মুখদর্শন’ করেন না সানি দেওল, কেন জানেন?

শাহরুখ খানের বড় পর্দায় ফেরা নিয়ে তাঁর দর্শকদের মধ্যে উন্মাদনা সীমাহীন। তাঁর ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘জিরো’ সেভাবে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। যদিও এই ছবিগুলি দিয়ে ফের একবার পরপর হিট ছবি দর্শককে উপহার দেবেন শাহরুখ খান, আশা ভক্তদের।

বিনোদনের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here