Selena Gomez : কঠিন রোগে আক্রান্ত সেলেনা, কী হল জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকার? – selena gomez ex girlfriend of justin bieber reveals why she will never carry her own baby

0
11

[ad_1]

রুপোলি দুনিয়ার তারকাদের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। সামান্থা রুথ প্রভু থেকে বরুণ ধাওয়ান কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। তারকাদের অসুস্থতার খবরের ভিড়ে নয়া সংযোজন হলিউডের পপ গায়িকা সেলেনা গোমস (Selena Gomez)। একদিকে যখন Myositis -এর মতো কঠিন রোগে আক্রান্ত হয়েছেন ও আন্তাভা গার্ল তখন অন্যদিকে Vestibular Hypofunction-এ ভুগছেন ভেড়িয়া অভিনেতা বরুণ ধাওয়ান। এর মাঝে শোনা গেল আরও একটি খারাপ খবর। প্রকাশ্যে এল আন্তর্জাতিক স্টার সেলিনা গোমসের অসুস্থার খবরও। কঠিন রোগে আক্রান্ত হয়েছেন গায়িকা। আর সেই জন্য তিনি হয়তো কোনওদিন মাতৃত্বের সুখ পাবেন না। অসুখের কথা নিজেই সকলের সঙ্গে শেয়ার করেছেম পপ স্টার সেলিনা গোমস। বাইপোলার ডিসঅর্ডারের জন্য ওষউধ সেবন করেন। গায়িকা তাঁর নতুন ডকুমেন্টরি My Mind & Me-তে গোটা বিষয়টি তুলে ধরেছেন। উল্লেখ্য, ২০২০ সালেও নিজের অসুস্থতার কথা শেয়ার করেছিলেন। তবে এবার আর বিস্তারিতভাবে রোগ সংক্রান্ত বিষয়টিকে মেলে উপস্থাপনা করলেন।

Justin Bieber-এর মুখে ভারতীয় ড্রামারের প্রশংসা! কুর্নিশ নেটদুনিয়ার
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরাই খোলামেলা আলোচনা করেন পপ স্টার সেলিনা গোমস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের ভাব প্রকাশ করতে গিয়ে বলেন, “আমার মনে হয় আমি কোনও দিনই মা হওয়ার সুযোগ পাব না।

Justin Bieber India Concert: কঠিন রোগে আক্রান্ত জাস্টিন বিবার, পপস্টারের ভারত সফর বাতিল?
আমার যে কঠিন অসুখ রয়েছে তার জন্য দুটি ওষুধ সেবনের প্রয়োজন হয়। হাই ডোজের ওষুধের সাইড এফেক্টের জন্যই আমি হয়তো কোনও দিন মাতৃত্বের সুখ পাব না। আর এই চিন্তাটাই এখন আমার জীবনেরসবচেয়ে বড় দুঃশ্চিন্তা।”

Justin Bieber: জাস্টিন জ্বরে ভুগছে দেশ, কবে পা রাখছেন এই হার্টথ্রব?
খুব অল্প বয়সের কণ্ঠের জাদুতে বিশ্বজোড়া শ্রোতার হৃদয় জয় করেছেন পপ গায়িকা সেলেনা গোমস। অগুণতি ভক্ত সেলিনার অসুস্থার খবরে উদ্বেগ প্রকাশ করেছে। ইনস্টাগ্রামে রয়েছে নজরকাড়া তাঁর ফলোয়ার্স।

কিডনির সমস্যাজনিত কারণে কয়েকর বছর আগে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন সেলেনা গোমস। উল্লেখ্য, গায়িকা ও অভিনেত্রী সেলিনার বান্ধবী Francia Raisa তাঁর কিডনি দান করেছিলেন।

অভিনয় আর গান ছাড়াও সেলিনা গোমস সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১১ সালে UNICEF-এর ব্র্যান্ড অ্যম্বাসডার ছিলেন তিনি। যুব সমাজ ও সিঙ্গল মায়েদের জন্য বিশেষভাবে কাজও করেন তিনি।

চলতি বছরের মাঝামাঝি সময়ে আরও এক জনপ্রিয় পপস্টার জাস্টিন বিবারও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন যার জেরে বাতিল হয়েছিল ভারত সফর। Ramsay Hunt Syndrome-এ ভুগেছিলেন এই পপ গায়ক। তিন মিনিটের একটি ভিডিয়ো বার্তা দিয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন জাস্টিন বিবার।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here