[ad_1]
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরাই খোলামেলা আলোচনা করেন পপ স্টার সেলিনা গোমস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের ভাব প্রকাশ করতে গিয়ে বলেন, “আমার মনে হয় আমি কোনও দিনই মা হওয়ার সুযোগ পাব না।
আমার যে কঠিন অসুখ রয়েছে তার জন্য দুটি ওষুধ সেবনের প্রয়োজন হয়। হাই ডোজের ওষুধের সাইড এফেক্টের জন্যই আমি হয়তো কোনও দিন মাতৃত্বের সুখ পাব না। আর এই চিন্তাটাই এখন আমার জীবনেরসবচেয়ে বড় দুঃশ্চিন্তা।”
খুব অল্প বয়সের কণ্ঠের জাদুতে বিশ্বজোড়া শ্রোতার হৃদয় জয় করেছেন পপ গায়িকা সেলেনা গোমস। অগুণতি ভক্ত সেলিনার অসুস্থার খবরে উদ্বেগ প্রকাশ করেছে। ইনস্টাগ্রামে রয়েছে নজরকাড়া তাঁর ফলোয়ার্স।
কিডনির সমস্যাজনিত কারণে কয়েকর বছর আগে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন সেলেনা গোমস। উল্লেখ্য, গায়িকা ও অভিনেত্রী সেলিনার বান্ধবী Francia Raisa তাঁর কিডনি দান করেছিলেন।
অভিনয় আর গান ছাড়াও সেলিনা গোমস সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১১ সালে UNICEF-এর ব্র্যান্ড অ্যম্বাসডার ছিলেন তিনি। যুব সমাজ ও সিঙ্গল মায়েদের জন্য বিশেষভাবে কাজও করেন তিনি।
চলতি বছরের মাঝামাঝি সময়ে আরও এক জনপ্রিয় পপস্টার জাস্টিন বিবারও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন যার জেরে বাতিল হয়েছিল ভারত সফর। Ramsay Hunt Syndrome-এ ভুগেছিলেন এই পপ গায়ক। তিন মিনিটের একটি ভিডিয়ো বার্তা দিয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন জাস্টিন বিবার।
[ad_2]
Source link