[ad_1]
রিয়েল লাইফে সম্পর্ক জোড়া না লাগলেও, রিল লাইফে ফের এক হওয়ার ইঙ্গিত নাগা-সামান্থার? এই মুহূর্তে কঠিন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার জন্য পেজ থ্রি-র খবরে চর্চায় রয়েছেন ও আন্তাভা গার্ল। মায়োসাইটিস জয় করে এই মুহূর্তে সামান্থা ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি যশোদার প্রমোশনের কাজে।
সিনেমার প্রচারের ফাঁকে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন দক্ষিণী বিউটি সামান্থা রুথ প্রভু। সেখানেই তিনি বলেন, “আমি এখনই মৃত্যুকে বরণ করছি না। কঠিন পরিস্থিতিকে জয় করে আমি জিতব। এটাই ছিল আমার লক্ষ্য।”
আন্তাভা গার্লের অনুগামীরা জানতে উদগ্রীব ছিলেন যে সামান্থার প্রাক্তন স্বামী অর্থাৎ নাগা চৈতন্য তাঁর খোঁজ খবর নিলেন কিনা। আর এই উৎসাহের পারদকে আরও একটু উসকে দিয়েছিল সামান্থার প্রাক্তন শ্বশুরমশাই নাগার্জুনার হাসাপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসার গুঞ্জন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সামান্থার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর প্রাক্তন স্ত্রীকে ফোন করে তাঁর শরীরের হালকতিকত জেনেছেন লাল সিং চড্ডার অভিনেতা ও সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য (Naga Chaitanya)।
২০২১ -এ চার বছরের বিবাহিত সম্পর্কে ইতি টেনেছেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে অসুস্থতার খবর পেয়ে নাগা চৈতন্যর ভাই অখিল আক্কিনেনি সোশাল মিডিয়ায় প্রাক্তন বউদির দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। নাগা চৈতন্য আর সামান্থা রুথ প্রভুর অন স্ক্রিন কেমেস্ট্রির রসায়ন দর্শক ফের উপভোগ করতে পারবেন কিনা সেটা তো সময়ই বলবে।
[ad_2]
Source link