Samantha Ruth Prabhu Naga Chaitanya : বিবাহবিচ্ছেদের বছর ঘুরতেই চমক! দর্শকের দরবারে ফিরছে নাগা-সামান্থা জুটি? – samantha ruth prabhu and naga chaitanya may come together on screen after one year of divorce

0
11

[ad_1]

বিবাহবিচ্ছেদের বছর ঘুরতেই ফের একসঙ্গে দক্ষিণের জনপ্রিয় অন স্ক্রিন জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু? দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ২০২১ সালে চে-স্যাম জুটির বিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কাজের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না। ব্যক্তিগত জীবনের প্রভাব কর্মজীবনে পড়তে দেবেন না তাঁরা। নাগা-সামান্থা জুটির অন স্ক্রিন কেমেস্ট্রি দর্শকের যে ভীষণ পছন্দের সে কথা বলার অপেক্ষাই রাখে না। তাই বড় পর্দায় ফের পুরনো জুটি নতুন রসায়নের কামব্যাকের কানাঘুষোতেই খুশিতে ডগমগ চে-স্যাম জুটির (Samantha Ruth Prabhu And Samantha Ruth Prabhu) ভক্তরা। কোন সিনেমা বা কোন পরিচালকের হাত ধরে বিবাহবিচ্ছেদের পর বড় পর্দায় ফিরছেন এই জুটি সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

Samantha Ruth Prabhu : ‘জীবন সংকট নেই’, অসুস্থতাকে জয় করে গুজব ওড়ালেন সামান্থা
রিয়েল লাইফে সম্পর্ক জোড়া না লাগলেও, রিল লাইফে ফের এক হওয়ার ইঙ্গিত নাগা-সামান্থার? এই মুহূর্তে কঠিন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার জন্য পেজ থ্রি-র খবরে চর্চায় রয়েছেন ও আন্তাভা গার্ল। মায়োসাইটিস জয় করে এই মুহূর্তে সামান্থা ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি যশোদার প্রমোশনের কাজে।
Samantha Ruth Prabhu : বিরল রোগে আক্রান্ত সামান্থা, ‘প্রাক্তন’ বউদির জন্য উদ্বিগ্ন নাগা চৈতন্যর ভাই
সিনেমার প্রচারের ফাঁকে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন দক্ষিণী বিউটি সামান্থা রুথ প্রভু। সেখানেই তিনি বলেন, “আমি এখনই মৃত্যুকে বরণ করছি না। কঠিন পরিস্থিতিকে জয় করে আমি জিতব। এটাই ছিল আমার লক্ষ্য।”

Samantha Ruth Prabhu Vijay Devarakonda : রশ্মিকা নন, কলেজ জীবন থেকে সামান্থাই বিজয়ের ‘ভালোবাসা’!
আন্তাভা গার্লের অনুগামীরা জানতে উদগ্রীব ছিলেন যে সামান্থার প্রাক্তন স্বামী অর্থাৎ নাগা চৈতন্য তাঁর খোঁজ খবর নিলেন কিনা। আর এই উৎসাহের পারদকে আরও একটু উসকে দিয়েছিল সামান্থার প্রাক্তন শ্বশুরমশাই নাগার্জুনার হাসাপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসার গুঞ্জন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সামান্থার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর প্রাক্তন স্ত্রীকে ফোন করে তাঁর শরীরের হালকতিকত জেনেছেন লাল সিং চড্ডার অভিনেতা ও সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য (Naga Chaitanya)।

২০২১ -এ চার বছরের বিবাহিত সম্পর্কে ইতি টেনেছেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে অসুস্থতার খবর পেয়ে নাগা চৈতন্যর ভাই অখিল আক্কিনেনি সোশাল মিডিয়ায় প্রাক্তন বউদির দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। নাগা চৈতন্য আর সামান্থা রুথ প্রভুর অন স্ক্রিন কেমেস্ট্রির রসায়ন দর্শক ফের উপভোগ করতে পারবেন কিনা সেটা তো সময়ই বলবে।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here