[ad_1]
“আমি এখনই মরে যাচ্ছি না…।” মায়োসাইটিসকে জয় করে নিজের সম্পর্কে ঠিক এই কথাটাই বলেছেন
নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু। কঠিন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। এই বিরল অটোইমিউন রোগের কারণেই অন্তরালে চলে গিয়েছিলেন ভারতের অন্যতম ‘সেরা’ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিন আমেরিকায় ছিলেন তিনি। চিকিৎসা করিয়েছেন সেখানেই। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে উঠেন অভিনেত্রীর অনুগামীরা। তাঁর চটজলদি সুস্থতা কামনা করেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব থেকে তাঁর বিরাট ফ্যানমহল। এবার নিজের অসুস্থতা প্রসঙ্গে মুখ খুললেন ও আন্তাভা গার্ল সামান্থা রুথ প্রভু। মায়োসাইটিস জয় করে এই মুহূর্তে
সামান্থা ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি যশোদার প্রমোশনের কাজে। সিনেমার প্রচারের ফাঁকে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন দক্ষিণী বিউটি সামান্থা রুথ প্রভু। সেখানেই তিনি বলেন, “আমি এখনই মৃত্যুকে বরণ করছি না। কঠিন পরিস্থিতিকে জয় করে আমি জিতব। এটাই ছিল আমার লক্ষ্য।”
Samantha Health : গুরুতর অসুস্থ সামান্থাকে ফোন নাগা চৈতন্যর, ফের জুড়ছে সম্পর্ক?উল্লেখ্য, দক্ষিণী বিউটি সামান্থা রুথ প্রভুর অসুস্থতাকে তিল থেকে তাল করা হয়েছে। এমন অনেক ভুঁয়ো রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে অভিনেত্রীর অবস্থা সংকটজনক বলেও দাবি করা হয়েছে। এই গুজবে ছাই ঢেলে সামান্থা জানিয়ে দিলেন তিনি ঘুরে দাঁড়িয়েছেন। যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন।
Samantha Naga Chaitanya : অসুস্থ সামান্থাকে দেখতে আসবেন প্রাক্তন শ্বশুর! গলবে চে-স্যাম সম্পর্কের বরফ?
সামান্থার সংযোজন, “আমি আগেও বলেছিলাম যে জীবনে কিছু ভালো সময় যেমন আছে তেমনই আবার খারাপ সময়ও আসে। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখান রীতিমতো যুদ্ধ করে জয়লাভ করতে হয়। এমন দিনও গিয়েছে যখন বিছানা থেকে উঠতে ভীষণ কষ্ট হতো। দেখতে দেখতে তিম মাস হয়ে গেল। আমি শুধু এটাই বলতে চাই যে আমি এখনই মরে যাচ্ছি না।”
Samantha Ruth Prabhu : অতিরিক্ত পরিশ্রমে রোগাক্রান্ত, স্যালাইনের সূচ হাতে নিয়েও কাজকে ভালোবাসার বার্তা সামান্থার
অভিনেত্রী আরও বলেন, “আমি এমন অনেক প্রতিবেদন দেখেছি যেখানে আমার শারীরিক অবস্থা সংক্রান্ত ভুল তথ্য প্রদান করা হয়েছে। কিন্তু, মোটেই সেটা নয়। আমি জীবনের সব যুদ্ধে জয়ী হতে জানি। আর ভবিষ্যৎ-এও লড়াই করে যাব। আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি তা খুবই কষ্টের। কড়া ডোজের ওষুধ সেবন করতে হয়েছে।
আমার জীবনের অনেকগুলি দিন অসুস্থতার সঙ্গে লড়াই করেই কেটে গিয়েছে।” সকলের ভালোবাসায় ধীরে ধীরে আবারও সুস্থ হয়ে উঠছেন Samantha Rukh Prabhu। সোমবার সোশাল মিডিয়ায় আরও একবার নিজের ছবি আপলোড করলেন তিনি। কালো স্যুট, চোখে চশমা পরেই উঁকি দিলেন সোশাল মিডিয়ায়।
[ad_2]
Source link