Samantha Health : গুরুতর অসুস্থ সামান্থাকে ফোন নাগা চৈতন্যর, ফের জুড়ছে সম্পর্ক? – samantha ruth prabhu received a call from ex husband naga chaitanya report says

0
19

[ad_1]

Myositis-এর মতো কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। কিছুদিন আগে হাসপাতাল থেকে চিকিৎসা চলাকালীন একটি ছবি শেয়ার করে অসুস্থতার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। এই খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে অনুরাগীরা। সেই সঙ্গে আন্তাভা গার্লের অনুগামীরা জানতে উদগ্রীব ছিলেন যে সামান্থার প্রাক্তন স্বামী অর্থাৎ নাগা চৈতন্য তাঁর খোঁজ খবর নিলেন কিনা। আর এই উৎসাহের পারদকে আরও একটু উসকে দিয়েছিল সামান্থার প্রাক্তন শ্বশুরমশাই নাগার্জুনার হাসাপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসার গুঞ্জন। নাগার্জুনের সঙ্গে তাঁর ছেলেও আসছেন কিনা এই নিয়ে চে-স্যাম জুটির ভক্তদের উত্তেজনা ক্রমশ বাড়ছিল। তবে এই মুহূর্তে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সামান্থার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর প্রাক্তন স্ত্রীকে ফোন করে তাঁর শরীরের হালকতিকত জেনেছেন লাল সিং চড্ডার অভিনেতা ও সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য (Naga Chaitanya)।

Samantha Naga Chaitanya : অসুস্থ সামান্থাকে দেখতে আসবেন প্রাক্তন শ্বশুর! গলবে চে-স্যাম সম্পর্কের বরফ?
২০২১ -এ চার বছরের বিবাহিত সম্পর্কে ইতি টেনেছেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে অসুস্থতার খবর পেয়ে নাগা চৈতন্যর ভাই অখিল আক্কিনেনি সোশাল মিডিয়ায় প্রাক্তন বউদির দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। তার দু-এক দিনের মধ্যেই চাউর হয়েছিল হাসপাতালে সামান্থার সঙ্গে দেখা করতে আসতে পারেন নাগার্জুনও।

Samantha Ruth Prabhu : বিরল রোগে আক্রান্ত সামান্থা, ‘প্রাক্তন’ বউদির জন্য উদ্বিগ্ন নাগা চৈতন্যর ভাই
এরপরেই চে-স্যাম জুটির অনুগামীরা ভাবতে শুরু করেছিলেন তাহলে কী সম্পর্কের বরফ গলতে পারে? উল্লেখ্য, নাগার সঙ্গে সামান্থার বিবাহবিচ্ছেদের পরেও এক সাক্ষাৎকারে নাগার্জুনা বলেছিলেন, আইনতভাবে নাগা সামান্থার বিচ্ছেদ হলেও ও চিরদিন আামাদের কাছের মানুষ হয়েই থাকবে।”

Samantha Ruth Prabhu Myositis : হঠাৎ ক্লান্তি গ্রাস করছে? আপনিও সামান্থার মতো বিরল এই রোগে আক্রান্ত নয় তো!
অসুস্থতার খবর শেয়ার করে সোশাল মিডিয়া পোস্টে সামান্থা লিখেছিলেন, “একটা জিনিস ধীরে ধীরে উপলোব্ধি করছি যে আমাদের সবসময় অতিরিক্ত খাটনি করে নাম যশ কামনো উচিত নয়। এটা করতে গেলেই আমার মতো অসুস্থ হয়ে পড়তে হবে। চিকিৎসকরা তাঁদের মতো করে আমাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন।

আমারও মনে হয় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমার জীবনের অনেক ভালো মন্দ মুহূর্ত রয়েছে। খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। একটা সময় মানসিক ও শারীরিক, দুইভাবেই আমি ভেঙে পড়েছিলাম। তখন মনে হয়েছিল আমি হয়তো এই যুদ্ধে জয়ী হতে পারব না। যদিও পরে নিজেকে সামলে নিয়েছি। আশা করছি আর দু-একদিনের মধ্যেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। “

দক্ষিণী ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, তামিল ও তেলুগু ভার্শনে আগামী দুটি ছবি যশোদা ও শকুনতলাম -এর ডাবিং-র কাজে ব্যস্ত রয়েছেন দক্ষিণী বিউটি সামান্থা রুখ প্রভু। অন্যদিকে Venkat Prabhu-এর আগামী প্রোজেক্টে কাজ করছেন নাগা চৈতন্য।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here