[ad_1]
২০২১ -এ চার বছরের বিবাহিত সম্পর্কে ইতি টেনেছেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে অসুস্থতার খবর পেয়ে নাগা চৈতন্যর ভাই অখিল আক্কিনেনি সোশাল মিডিয়ায় প্রাক্তন বউদির দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। তার দু-এক দিনের মধ্যেই চাউর হয়েছিল হাসপাতালে সামান্থার সঙ্গে দেখা করতে আসতে পারেন নাগার্জুনও।
এরপরেই চে-স্যাম জুটির অনুগামীরা ভাবতে শুরু করেছিলেন তাহলে কী সম্পর্কের বরফ গলতে পারে? উল্লেখ্য, নাগার সঙ্গে সামান্থার বিবাহবিচ্ছেদের পরেও এক সাক্ষাৎকারে নাগার্জুনা বলেছিলেন, আইনতভাবে নাগা সামান্থার বিচ্ছেদ হলেও ও চিরদিন আামাদের কাছের মানুষ হয়েই থাকবে।”
অসুস্থতার খবর শেয়ার করে সোশাল মিডিয়া পোস্টে সামান্থা লিখেছিলেন, “একটা জিনিস ধীরে ধীরে উপলোব্ধি করছি যে আমাদের সবসময় অতিরিক্ত খাটনি করে নাম যশ কামনো উচিত নয়। এটা করতে গেলেই আমার মতো অসুস্থ হয়ে পড়তে হবে। চিকিৎসকরা তাঁদের মতো করে আমাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন।
আমারও মনে হয় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমার জীবনের অনেক ভালো মন্দ মুহূর্ত রয়েছে। খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। একটা সময় মানসিক ও শারীরিক, দুইভাবেই আমি ভেঙে পড়েছিলাম। তখন মনে হয়েছিল আমি হয়তো এই যুদ্ধে জয়ী হতে পারব না। যদিও পরে নিজেকে সামলে নিয়েছি। আশা করছি আর দু-একদিনের মধ্যেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। “
দক্ষিণী ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, তামিল ও তেলুগু ভার্শনে আগামী দুটি ছবি যশোদা ও শকুনতলাম -এর ডাবিং-র কাজে ব্যস্ত রয়েছেন দক্ষিণী বিউটি সামান্থা রুখ প্রভু। অন্যদিকে Venkat Prabhu-এর আগামী প্রোজেক্টে কাজ করছেন নাগা চৈতন্য।
[ad_2]
Source link