[ad_1]
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যালিজের মা-বাবা চান তাঁদের মেয়ে এবার বলিউডে আত্মপ্রকাশ করুক। বিগত দুবছর ধরে নাচ আর অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন বলেও খবর। প্রয়াত বিশিষ্ট কোরিওগ্রাফার সরোজ খানের থেকেই নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন অ্যালিজে।
সরোজের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে লিখেছেন, “মাস্টারজি ছিল আমার আদর্শ। যখন আমি প্রথম ট্রেনিম নেওয়ার জন্য উনার কাছে যাই তখন খুব হতাশ লাগত। মনে হত আমি হয়তো উনার যোগ্য ছাত্রী নই। উনার কাছে গিয়ে বলেছিলাম আমি তো বাকি সবার মতো পারদর্শী নই। আত্মবিশ্বাসটাও নেই।”
সলমানের ভাগ্নি আরও লিখেছেন, “আমার এই বক্তব্য শুনে উনি তো হেসে কুটোপুটি। শুধু একটাই কথা বলেছিল কারও মধ্যেই আত্মবিশ্বাস থাকে না। ঠিক সময়ে তৈরি হয়ে যাবে। আমি তো প্রশিক্ষণ দিচ্ছি কী ভাবে নাচ করতে হয়।”প্রথম ছবির জন্য অফ-বিট স্ক্রিপ্টই পছন্দ করেছেন সলমান খানের ভাগ্নি।
প্রথম ছবিতেই সৌমেন্দ্র পাধির মতো একজন পরিচালকের সান্নিধ্যে কাজ করার সুযোগ পাচ্ছেন খান বাড়ির সদস্যা। মনোজ বাজপেয়ীর জন্য Bhudia Singh- Born To Run তৈরি করেছিলেন তিনি। এছাড়াও ওয়েব সিরিজ জামতারা-ও দর্শকের দরবারে জনপ্রিয় হয়েছিল।
দাবাং ৩-তে সলমানের ভাগ্নিকে দেখা যাবে এমন গুঞ্জনেও সরব হয়েছিল টিনসেল টাউন। পরে অবশ্য সেই খবরের সত্যতা প্রকাশ্যে এনেছিলেন ছবির পরিচালক। তিনি জানিয়েছিলেন, এটা সম্পূর্ণ ভুল খবর। দাবাং ৩-এর জন্য অ্যালিজে মোটেই পারফেক্ট ম্যাচ নয়।
ছবির সঙ্গে কোনও রকম কমপ্রোমাইজ করবেন না তিনি। তবে Bhudia Singh- Born To Run খ্যাত পরিচালক সৌমেন্দ্র পাধির হাত ধরে সলমান খানের ভাগ্নি বলিউডে এন্ট্রি নেওয়ার খবর শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
[ad_2]
Source link