Saar Kashyap : ‘আমার ইয়ে দেখতে চেয়েছিল’, ইন্ডাস্ট্রিতে পা রেখেই কাস্টিং কাউচের শিকার জনপ্রিয় অভিনেতা – hindi serial actor saar kashyap reveals when casting director forced him to show private part

0
12

[ad_1]

বিগ বসের ঘরে মি টু কাণ্ডে অভিযুক্ত সাজিদ খানের আবির্ভাবের পরেই কাস্টিং কাউচের শিকার হওয়া অভিনেত্রীরা ফুঁসে উঠেছিলেন। পুরনো ঘটনার জেরে উত্তাল হয়ে হয়েছিল সোশাল মিডিয়া। সাজিদকে বিগ বসের ঘর থেকে বেড় করে দেওয়ার জন্য থানায় অভিযোগ জানিয়েছেন কাস্টিং কাউচেকর শিকার হওয়া অভিনেত্রী শার্লিন চোপড়া। সেই ঘটনার রেশ জারি থাকতেই সামনে এল আরও এক নতুন ঘটনা। এবার রুপোলি দুনিয়ার অন্ধকার দিক সম্বন্ধে মুখ খুললেন ছোট পর্দার অভিনেতা সার কাশ্যপ (Saar Kashyap)। ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরির স্বপ্ন নিয়ে আসা তারকার সঙ্গে কী ধরণের ব্যবহার করা হয় সেই দিক সম্বন্ধে মুখ খুলেছেন অভিনেতা সার কাশ্যপ। কেরিয়ারের একদম শুরুর দিকে একজন পরিচালক ঘরে ডেকে তাঁকে যৌনাঙ্গ দেখাতে বলেছিলেন (Director Forced Him To Show Private Part)।

Casting Couch : ‘পুলিশকে জানিয়েছি’, টলিউডে কাস্টিং কাউচের অভিযোগ তোলা সুকন্যার বিরুদ্ধে পদক্ষেপ পরিচালকের
এক সর্বভারতীয় সংবামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি তখন অনেক পরিচালকের সঙ্গে দেখা করি। সেই সময় এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল যা আমি কোনও দিন ভুলতে পারব না। একজন পপুলার পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছিল।

Ratan Rajput News : ‘আমার মেয়ে অভিনেত্রী হলে ওর সঙ্গেও শুতাম’, বর্ষীয়ান প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক রতন রাজপুত
উনি আমাকে বলেছিলেন, “অ্যাক্টিং, ট্যালেন্টের সঙ্গে আরও একটা স্পেশাল জিনিস শেখার আছে। প্রথমে আমি সেই স্পেশাল জিনিসটি কী বুঝতে পারিনি। আমাকে বলেছিলেন সেটা বুঝতে হলে একদিন তাঁর বাড়িতে যেতে হবে। উনি আমাকে বিষয়টা সম্বন্ধে ভালোভাবে বুঝিয়ে দেবেন।”

কাস্টিং কাউচের খপ্পরে দিব্যাঙ্কা ত্রিপাঠী!
অভিনেতা আরও বলেন, ” আমি এই ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করতে চেয়েছিলাম। তাই আমি উনার কথায় রাজি হয়ে যাই। একদিন পরিচালকের সঙ্গে দেখা করতে বাড়িতে যাই। প্রথমে কাজকর্ম নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। এ

রপরেই আচমকা আমাকে বলেন, তোমার যৌনাঙ্গটি দেখাও। নগ্ন শরীরে আমাকে কেমন লাগে সেটি দেখতে চেয়েছিলেন। আমি তো শুনে থ। আমি শুধু একটাই কথা বলেছিলাম যে আমি অভিয় জগতে কেরিয়ার তৈরি করতে এসেছি। এরপর সেখান থেকে বেরিয়ে আসি।”

সার কাশ্যপের মন্তব্য, “আমার মনে হয় হাইপ্রোফাইল সেলেবরাই নতুনদের কেরিয়ার ধ্বংস করে দেয়। ছোট শহর থেকে আসা ছেলেমেয়েদের স্বপ্নপূরণের আগেই তা ভেঙে যায়। এই ঘটনার পর আমি খুব হতাশ হয়েছিলাম। কারও সঙ্গে দেখা করতেঅ আতঙ্ক লাগত।

মুম্বই শহরে অভিনেত্রীদের মতোই অভিনেতারআো মোটেই সুরক্ষিত নয়। “‘Laut Aao Trisha’, Badi Door Se Aaye Hai’, Bal Krishna’-এর মতো ছোট পর্দার বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন সার কাশ্যপ।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here