Roshni Ansari Alia Bhatt : আলিয়ার ডুপ্লিকেটের হরকতে রেগে আগুন নেটিজেনরা, কী কাণ্ড ঘটালেন? – bollywood actress alia bhatt carbon copy roshni ansari shares latest video netizens get angry

0
13

[ad_1]

এই মুহূর্তে বেবিমুন চুটিয়ে এনজয় করছেন রণবীর ঘরণী আলিয়া ভাট। আপাতত কয়েকদিন রুপোলি দুনিয়া থেকে দূরেই থাকবেন। কবে সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই উঁকি দিচ্ছেন মম টু বি আলিয়া ভাট। কিন্তু, নেটপাড়ায় আলিয়া ভাটের লেটেস্ট ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। রণবীর সিংয়ের সঙ্গে ‘গল্লি বয়’ ছবির সংলাপ শোনা যাচ্ছে আলিয়ার মুখে। তাও আবার অদ্ভুত লুকে। মুসলিম মহিলাদের বেশ ধরে সোশাল মিডিয়ায় হাজির রণবীর ঘরণী। নেটপাড়ায় ভিডিয়ো ভাইরাল হতেই সকলে একেবারে হতবাক। ব্যাপারটা কী বুঝতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। আসলে সকলে যাকে প্রথম দেখাতেই আলিয়া ভাবছেন তিনি মোটেই আলিয়া নন। হ্যাঁ, এটাই সত্যি। তিনি ফেমাস টিকটক আর্টিস্ট রোশনি আনসারি (Roshni Ansari)। যেন অবিকল আলিয়া। দেখে বোঝায় উপায় নেই এটা আলিয়া নয়, রোশনি। সোশাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই আলিয়াকে (Alia Bhatt)কটাক্ষ করেছেন। তা দেখে চটে লাল ভক্তরা। তাঁদের দাবি, ছোট ছোট চোখ হলেই কি তিনি আলিয়া ভাট হয়ে যায়?

Katrina Kaif Alia Bhatt : প্রাক্তনের স্ত্রীয়ের সঙ্গে দেখা হলে কী করবেন? ক্যাটরিনার উত্তর মন জিতল নেটিজেনদের
তারকাদের নকল করে বিভিন্ন সময় সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেন রোশনি আনসারি। এবারে আলিয়া ভাটকে নকল করতেই নেটপাড়ার সদস্যরা কটাক্ষ করলেন রোশনিকে। যাঁরা রোশনিকে চিনতে পেরেছেন তাঁরা সাফ লিখেছেন, ‘আলিয়ার সঙ্গে লুকের কোনও সাদৃশ্য পাওয়া যাচ্ছে না’। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘রোজ নতুন আলিয়া’।

Alia Bhatt : দীপাবলির রোশনাইয়ে শয্যাশায়ী আলিয়া, হল কী অভিনেত্রীর?
আলিয়াকে নকল করায় রোশনিকে খোঁচা মেরে এক নেটিজেন লিখেছেন যে তাঁর মধ্যে আলিয়ার কোনও চারিত্রিক বৈশিষ্ট্য নজরে আসছে না। কারও মতে, জবরদস্তি আলিয়া ভাট হওয়ার চেষ্টা। নেটপাড়ার সদস্যরা কেউ আবার কার্বন কপি বলে কটাক্ষ করেছেন রোশনি আনসারিকে।

Ranbir Alia Baby : আর মাত্র এক মাসের অপেক্ষা, আলিয়ার ডেলিভারি ডেট নিয়ে মিলল বড় আপডেট
মিমিক্রি আর্টিস্ট রোশনি আনসারির আগে আলিয়ার সঙ্গে আরও একজনের মুখের মিল পাওয়া গিয়েছিল। তিনি নান আদার দ্যান Celesty Bairagi।

এই বিষয়টি হয়ে উঠেছিল বিনোদনের হট কেক। আলিয়া অভিনীত ‘Gangubai Kathiawadi’-এর আদলে একটি মজার ভিডিয়ো তৈরি করেছিলেন Celesty Bairagi। সোশাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়ও হয়েছিল।

কপুর পরিবার এখন নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছে। ইতিমধ্যেই মম টু বি আলিয়াকে সাধ খাইয়ে দিয়েছেন শাশুড়ি মা নীতু কপুর। সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছিলেন পরিবারের সদস্যরা।

টিনসেল টাউনের অন্দরের গুঞ্জন, ঋষি কপুর যেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখান থেকেই কপুর পরিবারে আরও একটা বংশের উত্থাপন হবে।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here