[ad_1]
তারকাদের নকল করে বিভিন্ন সময় সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেন রোশনি আনসারি। এবারে আলিয়া ভাটকে নকল করতেই নেটপাড়ার সদস্যরা কটাক্ষ করলেন রোশনিকে। যাঁরা রোশনিকে চিনতে পেরেছেন তাঁরা সাফ লিখেছেন, ‘আলিয়ার সঙ্গে লুকের কোনও সাদৃশ্য পাওয়া যাচ্ছে না’। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘রোজ নতুন আলিয়া’।
আলিয়াকে নকল করায় রোশনিকে খোঁচা মেরে এক নেটিজেন লিখেছেন যে তাঁর মধ্যে আলিয়ার কোনও চারিত্রিক বৈশিষ্ট্য নজরে আসছে না। কারও মতে, জবরদস্তি আলিয়া ভাট হওয়ার চেষ্টা। নেটপাড়ার সদস্যরা কেউ আবার কার্বন কপি বলে কটাক্ষ করেছেন রোশনি আনসারিকে।
মিমিক্রি আর্টিস্ট রোশনি আনসারির আগে আলিয়ার সঙ্গে আরও একজনের মুখের মিল পাওয়া গিয়েছিল। তিনি নান আদার দ্যান Celesty Bairagi।
এই বিষয়টি হয়ে উঠেছিল বিনোদনের হট কেক। আলিয়া অভিনীত ‘Gangubai Kathiawadi’-এর আদলে একটি মজার ভিডিয়ো তৈরি করেছিলেন Celesty Bairagi। সোশাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়ও হয়েছিল।
কপুর পরিবার এখন নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছে। ইতিমধ্যেই মম টু বি আলিয়াকে সাধ খাইয়ে দিয়েছেন শাশুড়ি মা নীতু কপুর। সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছিলেন পরিবারের সদস্যরা।
টিনসেল টাউনের অন্দরের গুঞ্জন, ঋষি কপুর যেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখান থেকেই কপুর পরিবারে আরও একটা বংশের উত্থাপন হবে।
[ad_2]
Source link