, Rating: { 2.5/5} – চলচ্চিত্র বিশ্লেষন , নির্ধারণ: { 2.5/5} : জাহ্নবী কপুর,সানি কৌশল,মনোজ পাওয়া অভিনীত ‘ ‘ চলচ্চিত্র বিশ্ল

0
14

[ad_1]

৪ নভেম্বর সেলুলয়েডে মুক্তি পেল সারভাইবল ড্রামা মিলি। ২৪ বছরের যুবতী মিলি দেরাদুন থেকে স্নাতক হয়ে কানাডায় পাড়ি দেন। সেখানেই একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজে যোগ দেন মিলি। ঘটনাচক্র ফ্রিজারে আটকে পড়েন। কনকনে ঠান্ডায় মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত কী হবে মিলির সঙ্গে সেটাই জাহ্নবী কপুর অভিনীত মিলির গল্পের কাহিনি। এটি এক ধরণের সমসাময়িক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হওয়া একটি মেয়ের জীবনের কাহিনি। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই কোনও না কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকি। সেই রকমই এক ধরণের বিপদের কবলে পড়েছিল মিলি। এই ছবিকে সম্পূর্ণ থ্রিলার বলা মোটেই চলে না। তবে অবশ্যই সারভাইবল থ্রিলার মুভির উপযুক্ত ফ্লেভার রয়েছে মিলিতে। একই পরিচালকের তৈরি মালায়ালাম ছবি ‘হেলেন’ এর হিন্দি রূপান্তর হল মিলি। মাথুকুট্টি জেভিয়ারের মিলিতে দেখানো হয়েছে মল বন্ধ, চারিদিক অন্ধকার আর মেয়েটি প্রচণ্ড ঠান্ডার ভিতরের শেষ র্কতবিন্দু দিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করে চলেছে।

মিলির হিন্দি ভার্শনের রিমেক মোটামুটি ভালোঅই লেগেছে দর্শকের। বাবা-মেয়ের সম্পর্কের খুনসুটি থেকে শুরু করে প্রেমিকের সঙ্গে মিলির মিষ্টি সম্পর্ক সব কিছুকেই ছবিতে তুলে ধরছেন পরিচালক মাথুকুট্টি জেভিয়ার।

কিন্তু, বিদেশে কাজ করতে গিয়ে মেয়ে যখন ফ্রিজারে আটকে পড়ে আর তাঁর কোনও খবর পাওয়া যায় না তখন সিনেমায় যে সংলাপ ব্যবহার করা হয়েছে তা খুব একটা মানানসই নয়।

সেই সময় পুলিশের যে ভূমিকা সেখানেও চরিত্রগুলির মধ্যে বেশ খানিকটা ফাঁক রয়েছে। গল্পের বুনোট শুরু দিকে নিঁখুত হলেও কোথাও গিয়ে যেন একটু ছন্দপতন ঘটল। মিলিকে খুঁজে বেড় করতে পুলিশি তদন্তের মধ্যেও একটা ফাঁক রয়ে গিয়েছে।

জাহ্নবীকে এর আগে গুঞ্জন সাক্সেনার চরিত্রেও দারুণ অভিনয় করেছিলেন। জোয়া আখতারের ভুতুরে গল্প অবলম্বনে তৈরি গুড লাক জেরি বক্স অফিসে সফল না হলেও তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল।

তবে মিলির চরিত্রে একদম নতুনভাবে নিজেকে দর্শকের দরবারে মেলে ধরেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর। এই ছবিতে মিলির প্রেমিক সমীরের চরিত্রে দুর্ধর্ষ সানি কৌশল। আর বাবার চরিত্রে Manoj Pahwa-ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

১৭ ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজারে আটকে পড়ার চরিত্রে অভিনয় করাটা কিন্তু, মিলি ওরফে জাহ্নবীর কাছে ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। ফ্রিজারে জাহ্নবীর আটকে পড়া এবং সেখান থেকে বেড়নোর জন্য যে চেষ্টা সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখতে গিয়ে কোথাও যেন আপনার নজর চলে যাবে মিলির সিম্পল সাজসজ্জার দিকে।

চিত্রনাট্যের সঙ্গে মিলির সিম্পল লুক সত্যিই তারিফ করার মতো। সিনেমার অরিজিনাল ভার্শন হেলেন যেমন Anna Ben-এর লুক ছিল ঠিক সেই আদলেই মিলিকে দর্শকের সামনে পরিবেশন করেছেন পরিচালক।

তবে আপনি যদি মিলির চরিত্রের মধ্যে ‘127 Hours’বা রাজকুমার রাও অভিনীত ‘Trapped’-এর সঙ্গে যদি ,সামঞ্জস্য খুঁজতে যান তাহলে হয়তো হতাশ হবেন। ১৭ ডিগ্রি ঠাণ্ডায় ঠিক যতটা কাঁপুনি হওয়া উচিত বা শরীরের মুভমেন্ট যতটা হওয়া প্রয়োজন ততটা মোটেই ছিল না।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here