Ranbir Kapoor Baby : লক্ষ্মীর আগমনে পরিবারে খুশির আবহ, মেয়েকে কোলে নিয়ে কেঁদে ফেললেন রণবীর কপুর – ranbir kapoor gets emotional and started crying while first time holding daughter

0
15

[ad_1]

রবিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মহেশ কন্যা আলিয়া ভাট। কপুর ও ভাট পরিবার এখন নতুন সদস্য আসার খুশিতে একেবারে ডগমগ। এদিকে হাঁপুস নয়নে কাঁদছেন নিউলি ড্যাডি। পরিবারের সবাই যখন জুনিয়কর কপুরের আসার খআনন্দে খুশির জোয়ারে গা ভাসিয়েছেন তখন রণবীরের মনে কীসের এত ব্যাথা? মেয়ে হওয়ার আনন্দে সামিল হওয়াটাই তো উচিত। তাহলে ব্যাপারটা কী? আসলে এটা খুশির কান্না। এক সর্বভারতীয় সংবাদামাধ্যম সূত্রে খবর, অবিরাম কেঁদে চলেছেন রণবীর কপুর। প্রথমবার মেয়েকে কোলে নিয়েই দুচোখ বেয়ে নেমে এল অশ্রুধারা।

Alia Bhatt Baby: কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট, সুস্থ দু’জনেই
সন্তানকে কোলে নিয়ে যে অনাবিল সুখ পাওয়া যায় সেই আনন্দেই চোখের জল আটকে রাখতে পারলেন না নিউলি ড্যাডি রণবীর কপুর (Ranbir Kapoor Baby)। আলিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় রণবীর তাঁর কতখানি খেয়াল রাখতেন। প্রথমবার বাবা হওয়ার খুশিতে রণবীরের চোখে জল এই মুহূর্তে নিঃসন্দেহে হয়ে উঠেছে বিনোদনের চর্চিত টপিক।

Alia Bhatt Baby News: ‘দু’জনেই ফার্স্টক্লাস’, নাতনি-বউমার হেলথ আপডেট দিলেন নীতু কপুর
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, “রণবীরের এত খুশি আগে কখনও দেখা যায়নি। যেন সম্পূর্ণ আলাদা একটা মানুষ। খুব সাধারণ, শান্তশিষ্ট একজন মানুষ। কিন্তু, কন্যা সন্তানের আগমনের পরেই যেন তাঁর মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা গেল।

Alia Bhatt Ranbir Kapoor Baby : বাবা হলেন রণবীর কপুর, মুখ খুললেন প্রাক্তনরা
মেয়েকে পেয়ে উত্তেজনা আর আনন্দের বশে দুচোখের জল যেন থামছেই না রণবীরের। যে মুহূর্তে মেয়েকে কোলে নিয়েছেন ঠিক সেই সময়ই যেন স্বর্গসুখ নেমে এসেছে রণবীরের জীবনে। তাঁর চোখের জল কিন্তু, কারও নজর এড়ায়নি।”

১৪ এপ্রিল ঘনিষ্ট মহলের উপস্থিতিতে চার হাত এক করে জীবনের নতুন ইনিংস শুরু করছেন রণবীর কপুর ও আলিয়া ভাট। বিয়ের সাত মাসের মধ্যেই মা হওয়ায় সোশাল মিডিয়ায় কটাক্ষের শিকারও হয়েছেন এই তারকা কাপল। তবে সেসবকে পাত্তা দিতে একেবারে নারাজ রণলিয়া। মেয়েকে নিয়ে নতুন খুশির আনন্দেই গা ভাসাতে চান প্রাউড পেরেন্টস রণবীর ও আলিয়া।

৬ নভেম্বর রবিবার কপুর আর ভাট পরিবারের কাছে ছিল বিগ ডে। নাতনি আর বউমাকে দেখে হাসপাতল থেকে বেড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠাকুমা হওয়ার খুশি জাহির করেন নীতু কপুর। নাতনি কার মতো দেখতে হল, রণবীর না আলিয়া?

সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে খুশিতে গদগদ নীতু কপুর বলেন, “ও এখন অনেক ছোট। তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তবে ভীষণ মিষ্টি হয়েছে। আমার খুব আনন্দ হচ্ছে। ঠাকুমা হওয়ার যে কী আনন্দ…মা আর সন্তান দুজনেই সুস্থ রয়েছ। একেবারে ফার্স্টক্লাস।”

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here