[ad_1]
এদিকে দক্ষিণী পরিচালক Rishab Shetty-এর কান্তারা ইতিমধ্যেই বিশ্বের বক্স অফিসে ২৫০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। ১৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, মাত্র ১৭ দিনেই বিশ্বের বক্স অফিসে ধামাল করেছে ঋষভ শেট্টির কান্তারার হিন্দি ভার্শন।
কান্তারার জয়জয়কারকে জিইয়ে রাখতে ও একইসঙ্গে বক্স অফিসে লক্ষ্মীলাভের পরিমান বাড়াতে হল থেকে রাম সেতু ও থ্যাঙ্ক গডকে পুরোপুরি সরিয়ে ফেলার বা শোয়ের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একের পর এক ফ্লপের পর রাম সেতুর হাত ধরে ঘুরে দাঁড়ানোটা হল না অক্ষয়ের? আক্কির পথে কাঁটা হয়ে দাঁড়াল কান্তারা?
‘ফ্রাইডে রিলিজ’- এর ছক ভেঙে দিওয়ালির উৎসবে মুক্তি পেয়েছে ভিন্ন ধারার দুটি ছবি রাম সেতু ও থ্যাঙ্ক গড। কিন্তু, কান্তারা ঝড়ে উড়ে গেল রাম সেতু ও থ্যাঙ্ক গড। এর আগেও বহু দক্ষিণী ছবির কাছে ডাহা ফেল করেছে বলিউডি ছবি।
অক্ষয় কুমার ও অজয় দেবগনের ছবির সঙ্গেও সেই একই ঘটনার পুরনাবৃতি ঘটল। রবিবাসরীয় মুডেও দর্শক খুব বেশি হলমুখী হয়নি। T20 বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকার খেলার প্রভাব পড়েছে বক্স অফিস আয়ে।
শনিবার ও রবিবার বক্স অফিসে আশানুরুপ কালেকশন তো হয়নি, সেই সঙ্গে সোমবার থেকে রীতিমতো ধুঁকছে বলিউডের দুটি ছবি। এই রকম পরিস্থিতিতে ব্যবসার কথা মাথায় রেখেই হল মালিকরা রাম সেতু ও থ্যাঙ্ক গডকে সরিয়ে কন্নড় ছবি কান্তারার শো বাড়ানোর পরিকল্পনা করছেন।
[ad_2]
Source link