Ram Setu Vs Kantara : কান্তারার চাপে ‘কোণঠাসা’ রাম সেতু-থ্যাঙ্ক গড, হল থেকে বিদায় নেবে অজয়-অক্ষয়ের ছবি? – ram setu and thank god show may be cancelled or remove from hall for kantara

0
10

[ad_1]

দিওয়ালির মরশুমে মুক্তি পেয়েছে বলিউডের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত অ্যাডভেঞ্চার মুভি রাম সেতু। মুক্তির আগেই সিনেমার অগ্রিম টিকিট বুকিং নজর কেড়েছিল। একই দিনে সেলুলয়েডে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত কমেডি ড্রামা থ্যাঙ্ক গড। একই দিনে দুটি ছবি মুক্তি পাওয়ায় স্বাভাবিকভাবেই বক্স অফিসে বলিউডের দুই হেভিওয়েট তারকা আক্কি-অজয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই একেবারে জমে উঠেছিল। বক্স অফিস আয়ের লড়াইয়ে প্রথম দিনে থেকেই অজয় দেবগন-সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত থ্যাঙ্ক গডকে টেক্কা দিয়েছেন অক্ষয় কুমার জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত বারুচা অভিনীত রাম সেতু। এই দুই নায়কের লড়াইকে থামিয়ে দিতে এন্ট্রি নিয়েছে দক্ষিণী ছবি কান্তারা।

Ram Setu vs Thank God Box Office : ধুঁকছে থ্যাঙ্ক গড, ফ্লপের গেরো কাটিয়ে বক্স অফিস কাঁপাচ্ছে অক্ষয়ের রাম সেতু
বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। এর আগেও বহু দক্ষিণী ছবির কাছে ডাহা ফেল করেছে বলিউডি ছবি। থ্যাঙ্ক গড আর রাম সেতুর সঙ্গেও সেই একই ঘটনার পুরনাবৃতি ঘটল। ‘ফ্রাইডে রিলিজ’- এর ছক ভেঙে দিওয়ালির উৎসবে মুক্তি পেয়েছে ভিন্ন ধারার দুটি ছবি রাম সেতু ও থ্যাঙ্ক গড। শনিবার ও রবিবার ছুটির আববে লক্ষ্মীলাভে বেশ খানিকটা সফল হলেও কান্তারা-র ঝড়ে বহু হল থেকে উড়ে যেতে পারে রাম সেতু ও থ্যাঙ্ক গড।

Ram Setu News : গল্প চুরির অভিযোগ রাম সেতুর বিরূদ্ধে, ছবি ব্যানের দাবি রামায়ণ রিসার্চ কমিটির
কান্তারার দেখার ক্রেজ যেভাবে বাড়ছে সেই ধারা বজায় রাখতেই রাম সেতু ও থ্যাঙ্ক গডের বেশ কিছু শো বাতিল করা বা পুরোপুরি হল থেকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন হল মালিকরা। কান্তারা ঝড়ে কাবু দর্শক। তাই বক্স অফিস ব্যবসার দিকে নজর রেখেই হল মালিকরা নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন বলে সুত্রের খবর।

Ram Setu OTT Release : ক্রিসমাসেই মুঠোফোনে বন্দি হবে ‘রামসেতু’? চর্চা তুঙ্গে
এক নজরে দেখে নেওয়া যাক ছবি মুক্তির প্রথম ছয় দিনে আয়ের বিচারে কার অবস্থান কোথায়। ভারতীয় বক্স অফিসে আয়ের বিচারে ছয় দিনে আক্কির রাম সেতুর ঝুলিতে এসেছে ৫৫.২৫ কোটি টাকা। আর থ্যাঙ্ক গডের আয় মাত্র ২৬.৭৫ কোটি টাকা। মোটা অঙ্কের ব্যবধানে বক্স অফিসে অজয়কে টেক্কা দিয়েছেন অক্ষয়। রবিবাসরীয় মুডেও দর্শক খুব বেশি হলমুখী হয়নি।

T20 বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকার খেলার প্রভাব পড়েছে বক্স অফিস আয়ে। শনিবার ও রবিবার বক্স অফিসে আশানুরুপ কালেকশন তো হয়নি, সেই সঙ্গে সোমবার থেকে রীতিমতো ধুঁকছে বলিউডের দুটি ছবি। এই রকম পরিস্থিতিতে ব্যবসার কথা মাথায় রেখেই হল মালিকরা রাম সেতু ও থ্যাঙ্ক গডকে সরিয়ে কন্নড় ছবি কান্তারার শো বাড়ানোর পরিকল্পনা করছেন।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here