Pushpa 2 Shooting Location : বাঁকুড়া নয়, ব্যাংককে হবে পুষ্পা টুয়ের শ্যুটিং? চর্চা তুঙ্গে – allu arjun and rashmika mandanna starrer pushpa 2 shooting first schedule will start in bangkok

0
15

[ad_1]

২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘Pushpa The Rise’। বিশ্বব্যাপি বক্স অফিসে ৩০০ কোটির বেশি ব্যবসা করে ঝড় তুলেছিল বক্স অফিসে। বছর ঘুরতেও পুষ্পা দ্য রেইজ এখনও পেজ থ্রি-র অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকের উৎসাহের পারদ ক্রমশ চড়ছে। কবে থেকে সিনেমার শ্যুটিং শুরু হবে বা সেলুলয়েডে কবে পুষ্পারাজ আর শ্রীভল্লির সেই অন স্ক্রিন কেমেস্ট্রির পরবর্তী অধ্যায় আসবে তা জানতে মরিয়া হয়ে উঠেছে পুষ্পারাজের ভক্তরা। দিল্লির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আল্লু অর্জুন জানিয়েছিলেন খুব শীঘ্রই শুরু হবে সিনেমার শ্যুটিং। কিছুদিন আগেই পুষ্পার সিনেম্যাটোগ্রাফার ইনস্টা হ্যান্ডলে আল্লু অর্জুনের ফার্স্ট লুক শেয়ার করেছেন। এবার সামনে এল পুষ্পা দ্য রুলের নতুন আপডেট (Pushpa 2) । ইন্ডাস্ট্রির কানাঘুষো, সিনেমার অ্যাকশন সিক্যোয়েন্সের শ্যুটিং হবে সুদূর ব্যাংককে। আগামী ১৩ নভেম্বর পুষ্পা টুয়ের প্রথম পর্বের শ্যুটিংয়ের জন্য ব্যাংকক উড়ে যাবেন আল্লু অর্জুন (Allu Arjun)।

কিছুদিন আগে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল বাঁকুড়ার দক্ষিণে খাতরা অঞ্চলে হতে চলেছে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবির শ্যুটিং। বাঁকুড়ার এই অংশটা বনাঞ্চল, সেখানেই শ্যুট করবেন অল্লু অর্জুন।

Pushpa 2 : শুরু পুষ্পা ২-র শ্যুটিং, আল্লুর ‘রাউডি’ লুক ফাঁস
বাংলায় আল্লু-রশ্মিকার আগমনের খবরে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল বাঁকুড়াবাসী। কিন্তু, সেগুড়ে বালি। পুষ্পা টুয়ের লেটেস্ট আপডেট অনুযায়ী শ্যুটিং ডেস্টিনেশন বদলে হয়েছে ব্যাংকক। তাহলে কী বাঁকুড়াতে পুষ্পা টুয়ের শ্যুটিংয়ের খবর ছিল নিছকই গুঞ্জন?

Pushpa 2 Release Date: কবে রিলিজ করবে ‘পুষ্পা ২’? জানিয়ে দিলেন আল্লু অর্জুন
এমনটাও শোনা গিয়েছিল যে সিনেমার শ্যুটিং ডেস্টিনেশন ফাঁস হওয়ায় রেগে গিয়েছেন সিনেমার নির্মাতারা। তাহলে কি সেই জন্যই শ্যুটিয়ের স্থান বদলে ফেলা হল? ব্যাংককের শ্যুটিং সিডিউলের খবর প্রকাশ্যে আসতেই উঠছে বঁকুড়ার সিডিউল নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ভারতের বাইরেই হবে সিনেমার প্রথম ভাগের শ্যুটিং। ব্যাংককের জঙ্গল এলাকায় সিনেমার অ্যাকশন সিক্যোয়েন্সের শ্যুটিং হবে।

প্রায় ১৫ দিন ধরে চলবে পুষ্পা টুয়ের প্রথম ভাগের শ্যুটিং পর্ব। ব্যাংকক থেকে ফিরে এসে পুষ্পা টুয়ের পরবর্তী শ্যুটিং শিডিউল তৈরির মাঝেই রাশিয়াতে সিনেমার প্রচারের কাজ সারবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

২০২২ -এর ডিসেম্বরেই পুষ্পা টু মুক্তির কথা ছিল। কিন্তু, সিনেমার শ্যুটিং পিছিয়ে যাওয়ার কারনে ছবি মুক্তি সম্ভব হয়নি। শেষমেশ কী মাথা নত করতে হবে Pushpa -কে? নাকি শেষবেলাতেও সিগনেচার কায়দায় সে বলে উঠবে, “পুষ্পা… ঝুঁকেগা নহি…।”

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here