Pushpa 2 : শুরু পুষ্পা ২-র শ্যুটিং, আল্লুর ‘রাউডি’ লুক ফাঁস – allu arjun and rashmika mandanna starrer pushpa 2 shooting starts and reveals first look of actor

0
13

[ad_1]

২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘Pushpa The Rise’। বিশ্বব্যাপি বক্স অফিসে ৩০০ কোটির বেশি ব্যবসা করে ঝড় তুলেছিল বক্স অফিসে। বছর ঘুরতেও পুষ্পা দ্য রেইজ এখনও পেজ থ্রি-র অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকের উৎসাহের পারদ ক্রমশ চড়ছে। কবে থেকে সিনেমার শ্যুটিং শুরু হবে বা সেলুলয়েডে কবে পুষ্পারাজ আর শ্রীভল্লির সেই অন স্ক্রিন কেমেস্ট্রির পরবর্তী অধ্যায় আসবে তা জানতে মরিয়া হয়ে উঠেছে পুষ্পারাজের ভক্তরা। সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছিলেন খুব শীঘ্রই শুরু হবে সিনেমার শ্যুটিং। রবিবার ছিল সেই বিশেষ দিন, শ্যুটিং ফ্লোরে নামল টিম পুষ্পা টু। সেই সঙ্গে পুষ্পারাজের ভক্তদের জন্যও রইল বিশেষ চমক। পুষ্পার সিনেম্যাটোগ্রাফার ইনস্টা হ্যান্ডলে আল্লু অর্জুনের ফার্স্ট লুক শেয়ার করলেন। পুষ্পারাজের প্রথম ঝলক সামনে আসতেই খুশিতে একেবারে ডগমগ ভক্তরা।


দীর্ঘদিনের অপেক্ষার এবার অবসান। পুষ্পা টু-তে আল্লু অর্জুনের লুক কেমন হবে তা দেখার অপেক্ষায় ছিল অনুরাগীরা। সিনেম্যাটোগ্রাফার Miroslaw Kuba Brozek পুষ্পারাজের ফার্স্ট লুক (Allu Arjun First Look)শেয়ার করে লিখেছেন, ‘অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে।

Pushpa 2 Release Date: কবে রিলিজ করবে ‘পুষ্পা ২’? জানিয়ে দিলেন আল্লু অর্জুন
আসছে পুষ্পা দ্য রুল।’ ২০২২ -এর ডিসেম্বরেই পুষ্পা টু মুক্তির কথা ছিল। কিন্তু, সিনেমার শ্যুটিং পিছিয়ে যাওয়ার কারনে ছবি মুক্তি সম্ভব হয়নি। রবিবার শ্যুটিয়ের জন্য মহড়া শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে পুরোদমে শুরু হবে পুষ্পা দ্য রুলের শ্যুটিং।

Pushpa 2 : আল্লু-রশ্মিকা ভক্তদের জন্য সুখবর, পুজোর পরেই শ্যুটিং ফ্লোরে পুষ্পা টু?
পুষ্পা দ্য রুলের আল্লু অর্জুনের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই পরিচালক Mukul Abhyankar শুভেচ্ছা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন যে তাঁর দীর্ঘদিনের অপেক্ষা এবার সফল হল। নির্মাতারা নিশ্চয়ই বিশেষ কিছু চমক নিয়ে হাজির হবেন। পুষ্পারাজের ফার্স্ট লুকেই তা একেবারে স্পষ্ট।

Pushpa 2: The Rule: পুষ্পা টু-তে নয়া চমক, বিজয় সেতুপতির বিপরীতে প্রিয়া মণি?
কিছুদিন আগে গুডবাই (Goodbye) ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পুষ্পা টু-র (Pushpa 2 The Rule) রিলিজ ডেট নিয়ে মুখ খুলেছিলেন রশ্মিকা। সিনেমার শ্যুটিং শুরুর একটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যদিও রশ্মিকা (Rashmika Mandanna) নির্দিষ্ট কোনও দিনের কথা বলেননি।

Pushpa The Rise ছবিটি শেষ হয়েছিল পুষ্পরাজের বিয়ের মাধ্যমে। পুলিশ অফিসার ভ্রমর সিং শিখাওয়াতকে বড়সড় শিক্ষা দিয়েছিল পুষ্পা (Pushpa)। ভ্রমরও তাঁর অন্যতম শত্রু হয়ে ওঠে। রক্তমাখা হাত দিয়েই শ্রীভল্লির সিঁথি রাঙিয়েছিল গল্পের নায়ক।

রুদ্ধশ্বাস এক পর্বের মাধ্যমে পুষ্পা ১-এর (Pushpa The Rise) যবনিকা পতন হয়েছিল। এবার কী হবে? শেষমেশ কী মাথা নত করতে হবে Pushpa -কে? নাকি শেষবেলাতেও সিগনেচার কায়দায় সে বলে উঠবে, “পুষ্পা… ঝুঁকেগা নহি…।”[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here