Priyanka Chopra Husband : ‘জ্বলে উঠব…’, স্বামী পরকীয়া করলে ‘আশু কর্তব্য’ শেয়ার প্রিয়াঙ্কার – priyanka chopra opens up how will she react if husband caught red handed with other woman

0
12

[ad_1]

সালটা ছিল ২০১৫। সেই বছর সেলুলয়েডে মুক্তি পেয়েছিল রণবীর সিং, দীপিকা পাডুকোন আর প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত বলিউডের ব্লকব্লাস্টার মুভি বাজিরাও মস্তানি। এই ছবিতে কাশীবাঈয়ের চরিত্রে নিক ঘরণীর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। সিনেমার পর্দায় কাশীবাঈয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটা যদি বাস্তবে হয় তাহলে কী করবেন প্রিয়াঙ্কা? বাজিরাও যেভাবে কাশীবাঈকে ছেড়ে মস্তানির প্রেমে মজেছিলেন সেই রকম ঘটনা বাস্তবে যদি প্রিয়াঙ্কার সঙ্গে হয় তাহলে তিনি নিজেই সেই সম্পর্ক থেকে বেড়িয়ে আসবেন। কারণ প্রিয়াঙ্কার মতে, জোড় কখনও কোনও সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে ভালোবাসা আর শ্রদ্ধা থাকাটা খুব প্রয়োজন। বলিউডের গণ্ডি পেড়িয়ে আজ হলিউডেও দাপিয়ে রাজত্ব করছেন দেশি গার্ল। বাজিরাও মস্তানিতে অভিনয়ের পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকার হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তাঁর কাছে এই বিষয়টি জানতে চাওয়া হয়েছিল।

Priyanka Chopra: ‘খিদে পেটে কাঁদছে মানুষ, অল ইজ নট ওয়েল’, উদ্বেগপ্রকাশ প্রিয়াঙ্কা চোপড়ার
সেই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “যদি আমার স্বামী কোনওদিন অন্য কোনও মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তাহলে আমি সেই দিনই সম্পর্ক থেকে বেড়িয়ে আসব। আমার মনে হয় একটা সম্পর্কের মধ্যে ভালোবাসা আর শ্রদ্ধা থাকাটা অত্যন্ত জরুরি।

যদি আমার স্বামী তৃতীয় ব্যক্তির মধ্যে সেই সব জিনিস খুঁজে পান তাহলে তাঁর কাছে দাঁত কামড়ে পড়ে থাকার কোনও মানেই হয় না। সেই মুহূর্তেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হবে এমনটা নয়। আমি শুধু একটা পরিস্থিতির কথা বললাম।”

প্রিয়াঙ্কা আরও বলেন, “যদি তোমার স্বামীর সঙ্গে ব্যক্তিগত বিবাদ হয় তাহলে তোমার প্রতিবাদ করা উচিত। বিয়েটাকে টিকিয়ে রাখার প্রাথমিক চেষ্টা করা উচিত। কিন্তু, যদি মনটাই তোমার উপর থেকে উঠে যায় তাহলে তাহলে সেই সম্পর্কের কোনও অস্তিত্বই থাকে না।

জোড় করে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনের মধ্যে কেউই সুখী হয় না। সব বিষয়টা জানার পরেও যদি সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করা হয় তাহলে সেটা নিজের আত্মসম্মানে আঘাত করা হয়। “

তখনও প্রিয়াঙ্কা বিবাহিত নন। তবে একটা বিষয় বলেছিলেন, “আমি যদি আমার স্বামীকে হাতেনাতে ধরে ফেলি তাহলে প্রথমে রাগে গর্জে উঠব। তারপর কী করব সেটা এখনই বলতে পারছি না। তবে রেগে আগুন হয়ে যাব এটা বলতে পারি।

কোনওদিন তাঁকে ক্ষমাও করব না।” ২০১৮ সালে নিক জোনাসের সঙ্গে বিবাবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁদের সুখের সংসারে এসেছে নতুন অতিথি মালতি ম্যারি জোনাস।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here