Priyanka Chopra : লখনউ যাওয়া যাবে না, প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে প্রতিবাদে সরব উত্তরপ্রদেশবাসী – bollywood actress priyanka chopra faces trouble in lucknow as posters put up around the city and protest against her

0
15

[ad_1]

সম্প্রতি দেশের মাটিতে রেখেছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার লখনউর UNICEF-এর অফিস পরিদর্শনে যান অভিনেত্রী। সেখানে সমস্থ কাজকর্ম ঠিকঠাকভাবে চলছে কিনা তারই তদারকি করতে UNICEF-এর অফিসে পৌঁছেছিলেন নিক ঘরণী। সেখান থেকে ঔরঙ্গাবাদের একটি বিদ্যালয় ও অঙ্গনওয়ারি সেন্টার ঘুরে দেখার পর সেখানকার ছেলেমেয়েদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। UNICEF ও তাঁর সহযোগী সংস্থাগুলি উত্তরপ্রদেশের মহিলাদের উপর অত্যাচার ও বৈষম্যের বিষয়টি নিয়ে ঠিকমতো কাজ করছে কিনা সেই বিষয়টি খুঁটিয়ে দেখেন প্রিয়াঙ্কা চোপড়া। এরমাঝেই আচমকা একটি ঘটনা ঘটে যায় যার ফলে উত্তরপ্রদেশে পিসির আসা নিয়ে বিরোধীতা শুরু হয়ে যায় (Priyanka Chopra Protest)। আসুন তাহলে জেনে নেওয়া যাক, UNICEF-এর কাজ পরিদর্শন করার মাঝে কী এমন ঘটনা ঘটেছিল?

Priyanka Chopra: ‘খিদে পেটে কাঁদছে মানুষ, অল ইজ নট ওয়েল’, উদ্বেগপ্রকাশ প্রিয়াঙ্কা চোপড়ার


আসলে লখনউর 1090 intersection-এ ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক সেই সময় আচমকাই এক জনৈক ব্যক্তি 1090 intersection-এর দেওয়াল বেয়ে অভিনেত্রীকে দেখার জন্য উঠে আসে। সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়।


এই ঘটনার পরেই একটি সংস্থার তরফে দাবি করা হয় প্রিয়াঙ্কা চোপড়াকে লখনউতে আর কোনদিন স্বাগত জানান হবে না। গোমতিনগর জুড়ে প্রিয়াঙ্কা চোপড়ার পোস্টার লাগিয়ে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। এর থেকে বোঝাই যাচ্ছে গোমতিনগরের বাসিন্দারাও চান না প্রিয়াঙ্কা চোপড়া লক্ষ্নৌতে আসুক।

লক্ষ্নৌতে আসার আগে গাড়িতে বসে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, “এই মুহূর্তে আমি লক্ষ্নৌতে আছি। UNICEF-এর কাজ পরিদর্শনের জন্য সেখানে যাচ্ছি। আমি ছোটবেলায় লক্ষ্নৌর একটি স্কুলে পড়াশোনা করেছি। ওখানে আমার বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছে।

Priyanka Chopra News : অক্ষয়ের বিপরীতে খলনায়িকার চরিত্রের প্রস্তাবে কেঁদেছিলেন প্রিয়াঙ্কা, ফাঁস করলেন প্রযোজক
সেই জন্য আমার খুব জানতে ইচ্ছে করে উত্তরপ্রদেশের মহিলা আর শিশুদের জন্য পরিস্থিতি আগের তুলনায় কতটা ভালো হয়েছে। উন্নত প্রযুক্তির যুগে সেখানকার মানুষরা আদৌ কোনও সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সেটা আমি জানতে চাই। গোটা ভারত জুড়ে তো লিঙ্গ বৈষম্য রয়েছে। যার ফলে মহিলারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়।”

প্রিয়াঙ্কার সংযোজন, ” UNICEF-এর সহযোগী সংস্থাগুলির সঙ্গে দেখা করব। মহিলাদের উপর করা অত্যাচার আর বৈষম্য UNICEF কতটা প্রতিরোধ করতে পারল সেটা দেখব।

আমি সবার থেকে শুনব তাঁরা নিত্যদিন কী ধরণের প্রতিকূল পরিস্থিতির সন্মুখীন হন। সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি সবসময় বলে থাকে, মহিলারাই সমাজের উন্নতিসাধন করতে পারে। তাই গোটা পরিস্থিতি খুঁটিয়ে দেখব। “



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here