Phone Bhoot Vs milli Vs Double Xl : মিলি বনাম ফোন ভূত! বক্স অফিসে দুই এক্সের লড়াই, এগিয়ে কে? – janhvi kapoor and ishaan khattar ex couple of bollywood fighting at box office milli vs phone bhoot double xl starts slow on first day

0
15

[ad_1]

৪ নভেম্বর সেলুলয়েডে একই দিনে মুক্তি পেয়েছে হরর কমেডি মুভি ফোন ভূত (Phone Bhoot) আর সারভাইবল ড্রামা মিলি (Mili)। একই দিনে দুটি ছবি মুক্তি পাওয়ায় বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই একেবারে জমে উঠবে সে কথা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। মিলির ট্রেলার প্রকাশ্যে আসার পরই এই ছবি ঘুরে দর্শকের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। অন্যদিকে এক শ্রেনির দর্শক হরর কমেডি মুভির ভক্ত। ফোন ভূত নিয়ে তাঁদের মধ্যেও একটা চাপা উত্তেজনা ছিল। বক্স অফিসে দুটি ছবির মধ্যেই লড়াই নয়, বরং বলা ভাল লক্ষ্মীলাভের লড়াইয়ে প্রাক্তনের লড়াইও একেবারে জমে উঠেছে। এই প্রাক্তন জাহ্নবী কপুর ও ঈশান খট্টর। বক্স অফিসে প্রাক্তনের লড়াইয়ে প্রথম দিনে কে এগিয়ে গেলেন? প্রথম দিনের আয়ের বিচারে জাহ্নবী কপুরতে টেক্কা দিলেন ঈশান খট্টর

দেশজুড়ে প্রায় ১৪০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ফোন ভূত। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটে জানিয়েছেন, প্রথম দিনে ক্যাটরিনা কইফ-সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর অভিনীত ফোন ভূতের ঝুলিতে এসেছে মাত্র ২.০৫ কোটি টাকা। মুক্তির প্রথম দিনেই ধস নামল বক্স অফিসে। শনিবার ও রবিবারের ছুটিতে ফোন ভূত কোন কামাল করতে পারে কিনা সেটাই দেখার।

Janhvi Kapoor : থাই স্লিট ড্রেসে ‘উপস মোমেন্ট’, মিলি-র প্রোমোশনে অস্বস্তিতে জাহ্নবী
এবার আসা জাহ্নবী কপুর অভিনীত মিলির কথায়। ট্রেলার যতটা আকর্ষণীয় ছিল সেই উত্তজনাকে মোটেই ধরে রাখতে পারল না মিলি। সূত্রের খবর, ৪ নভেম্বর ছবি মুক্তির প্রথম দিনে জাহ্নবী কপুর অভিনীত মিলির বক্স অফিস কালেকশন মাত্র ৪৫ থেকে ৬৫ লাখ। বক্স অফিস আয়ের নিরিখে বড় অঙ্কের ব্যবধানে জাহ্নবীকে গোল দিলেন ঈশান।

Phone Bhoot Song : বিরাট চমক ফোন ভূতের নতুন গানে, কিন্না সোনার তালে মাত দিল ‘সুন্দরী ভূত’
শনি ও রবিবার মিলি দর্শককে হলমুখী করতে পারবে কিনা সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। একদিকে যখন বক্স অফিসে প্রাক্তনের লড়াই জমে উঠেছে তখন একেবারে ধুঁকছে সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি অভিনীত ডবল এক্সেল।

Double Xl Trailer : ছক ভাঙার লড়াইয়ে ২ ‘হেলদি’ মহিলা, বডি শেমিং-এর বিরুদ্ধে কড়া বার্তা সোনাক্ষী-হুমার
ফোন ভূত আর মিলির লড়াইয়ের হালককিকত কেমন সেটা তো দেখলেন। এবার জেনে নেওয়া যাক কোন পরিস্থিতিতে রয়েছে ডবল এক্সেল। প্রথম দিন এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র ২৫ লাখ।

Janhvi Kapoor Mili: জাহ্নবীকে আদরে ভরিয়ে দিলেন রেখা

মিলির থেকেও যে খারাপ হাল সেকথা বলার অবকাশই রাখছে না। সব মিলিয়ে ৪ নভেম্বর বলিউডে তিনটি ভিন্ন ধারার ছবি মুক্তি পেলেও কোনটাই দর্শকের মনে প্রভাব ফেলতে পারল না।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here