[ad_1]
দেশজুড়ে প্রায় ১৪০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ফোন ভূত। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটে জানিয়েছেন, প্রথম দিনে ক্যাটরিনা কইফ-সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর অভিনীত ফোন ভূতের ঝুলিতে এসেছে মাত্র ২.০৫ কোটি টাকা। মুক্তির প্রথম দিনেই ধস নামল বক্স অফিসে। শনিবার ও রবিবারের ছুটিতে ফোন ভূত কোন কামাল করতে পারে কিনা সেটাই দেখার।
এবার আসা জাহ্নবী কপুর অভিনীত মিলির কথায়। ট্রেলার যতটা আকর্ষণীয় ছিল সেই উত্তজনাকে মোটেই ধরে রাখতে পারল না মিলি। সূত্রের খবর, ৪ নভেম্বর ছবি মুক্তির প্রথম দিনে জাহ্নবী কপুর অভিনীত মিলির বক্স অফিস কালেকশন মাত্র ৪৫ থেকে ৬৫ লাখ। বক্স অফিস আয়ের নিরিখে বড় অঙ্কের ব্যবধানে জাহ্নবীকে গোল দিলেন ঈশান।
শনি ও রবিবার মিলি দর্শককে হলমুখী করতে পারবে কিনা সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। একদিকে যখন বক্স অফিসে প্রাক্তনের লড়াই জমে উঠেছে তখন একেবারে ধুঁকছে সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি অভিনীত ডবল এক্সেল।
ফোন ভূত আর মিলির লড়াইয়ের হালককিকত কেমন সেটা তো দেখলেন। এবার জেনে নেওয়া যাক কোন পরিস্থিতিতে রয়েছে ডবল এক্সেল। প্রথম দিন এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র ২৫ লাখ।
Janhvi Kapoor Mili: জাহ্নবীকে আদরে ভরিয়ে দিলেন রেখা
মিলির থেকেও যে খারাপ হাল সেকথা বলার অবকাশই রাখছে না। সব মিলিয়ে ৪ নভেম্বর বলিউডে তিনটি ভিন্ন ধারার ছবি মুক্তি পেলেও কোনটাই দর্শকের মনে প্রভাব ফেলতে পারল না।
[ad_2]
Source link