Pathaan 2 : আসছে পাঠান টু, ভক্তদের সঙ্গে সিক্রেট শেয়ার শাহরুখ খানের – shah rukh khan drops a hint of pathaan sequel before relaese

0
20

[ad_1]

২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনেই মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষীত ছবি পাঠানের টিজার। দীর্ঘ চার বছর বিরতির পর কিং খানের (SRK)কামব্যাকে ছবি পাঠান নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। রোম্যান্টিক নায়কের মুখোশ খুলে একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে আরও একবার রাজকীয় স্টাইলে ভক্তদের মন জিতে নিলেন বলিউডের বাদশা (Pathaan 2) । ছবি মুক্তির আগেই চর্চায় রয়েছে পাঠানের সিক্যুয়েল। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, প্রথম ভাগের মুক্তির আগেই দ্বিতীয় পর্বের স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গিয়েছে। এই গুঞ্জনকে আরও একটু উসকে দিলেন খোদ ‘পাঠান’ ওরফে শাহরুখ খান। ৫৭ তম জন্মদিনে ভক্তদের সঙ্গে এই সিক্রেট শেয়ার করলেন অভিনেতা। তবে নিজস্ব স্টাইলে পাঠান টুয়ের ইঙ্গিত দিয়েছেন কিং খান। তাহলে জেনে নেওয়া যাক বিষয়টা ঠিক কী রকম?

Pathan Poster : যশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি, পাঠানের নতুন পোস্টারে সাফল্যের ‘হাফ সেঞ্চুরি’ সেলিব্রেশন
জন্মদিনের ভক্তদের উদ্দেশে শাবহরুখের আর্জি ছিল তাঁরা যেন সিনেমার সাফল্যের জন্য প্রার্থনা করেন। বান্দ্রায় শাহরুখের জন্মদিনে ভক্তদের সঙ্গে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই পাঠান টুয়ের ইঙ্গিত দিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র মারফত জানা যাচ্ছে শাহরুখ তাঁর ভক্তদের বলেছেন , ” তোমরা প্রার্থনা করো যাতে পাঠানের সিক্যুয়েল করতে পারি।

Pathaan Teaser: জন্মদিনে বাদশার ‘রিটার্ন গিফট’, মুক্তি পেল পাঠানের টিজার
আমরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে পাঠান তৈরি করেছি। আমি চাই তোমাদের সকলের প্রার্থনায় পাঠান হিট হোক আর এরপর সিক্যুয়েল আসুক। আবার তোমাদের সকলকে নতুন ছবি উপহার দেওয়ার কাজ শুরু করতে পারব।”

Shah Rukh Khan Birthday : জাবরা ফ্যান মোমেন্ট, ভগবান ‘শাহরুখ’-কে শুভেচ্ছা জানাতে হাজার হাজার কিমি পথ পেরিয়ে মুম্বইতে ভক্ত
তাহলে কি ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষোতে অজান্তেই সিলমোহর দিয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান? অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রে ক্যামিও চরিত্রে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখকে। এখন অপেক্ষা পাঠানের। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় শাহরুখকে দেখতে অধীর আগ্রহে দিন গুনছেন ভক্তরা।

পাঠানে শাহরুখের লুক থেকে অ্যাকশন সিক্যোয়েন্স সবতেই একেবারে বাজিমাত। লাস্ট বাট নট ইন লিস্ট, দীপিকার গ্ল্যাম লুকে বুঁদ নেটপাড়া। আগামী ২৫ জানুয়ারি সেলুলয়েডে আসছে শাহরুখ-দীপিকা ও জন আব্রাহাম অভিনীত ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ছবি পাঠান।

টিজার মুক্তির পরেই বয়কট ট্রেন্ডের কবলে পাঠান, আমিরের পর এবার টার্গেট শাহরুখ? বয়কট গ্যাংয়ের দাবি, মাদক মামলায় উঠে এসেছিল বলিউডের মস্তানির নাম। তাঁর মতো একজন অভিনেত্রীকে কেন সিনেমায় সুযোগ দেওয়া হবে, সেই প্রতিবাদেই পাঠানকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here