Mouni Roy House Photos : ব্রহ্মাস্ত্রের পরেই কেরিয়ারে সাফল্য, মৌনি রায়ের সুইট হোমে উঁকি দেবেন? – brahmāstra actress mouni roy shows her dream house featuring classy interiors

0
10

[ad_1]

বক্স অফিসে যখন হিন্দি ছবি রীতিমতো ধুঁকছে সেই সময় অয়নের ব্রহ্মাস্ত্রের হাত ধরে ঘুরে দাড়িয়েছে বলিউডি ছবি। মুক্তির পরে ভারতের বক্স অফিসে ‘তেহলকা’ তৈরি করেছিল এই ছবি। রণলিয়া জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্রে অভিনয় করে দর্শকের মনে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন বাঙালি কন্যা মৌনি রায়। এই ছবিতে অভিনয়ের পর ইন্ডাস্ট্রিতে মৌনির জয়জয়কার। ছোট পর্দায় অভিনয়ের পর বড় পর্দাতেও দুর্দান্ত সাফল্য বং বিউটি মৌনি রায়ের। জুনুনের চরিত্রে অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। ব্রহ্মাস্ত্রে অভিনয়ের পর মৌনির ভক্তসংখ্যাও একলাফে কিন্তু, বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন এখন হয়ে উঠে পেজ থ্রি-র হট টপিক। ভক্তদের জন্য নিজের বাড়ির অন্দরমহল ঘুরে দেখালেন গ্ল্যাম ডিভা মৌনি রায়। বেটারহাফ সূরজ নাম্বিয়ারের সঙ্গে স্বপ্নের বাড়িকে সকলের সামনে মেলে ধরলেন অভিনেত্রী (Mouni Roy House Interior)।

Brahmastra Mouni Roy : রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’-এ জয়জয়কার বাঙালি কন্যার, আবেগঘন বার্তা মৌনির
লিভিং রুম

তারকাদের ড্রিম হাউজের অন্দর মহল দেখতে কে না পছন্দ করে। আসুন তাহলে বলিউডের নতুন ট্যালেন্ট মৌনী রায়ের বাড়ির অন্দরমহলটা কেমন দেখে নেওয়া যক। বলা ভাল, কোটি কোটি টাকা খরচ করে বানানো মৌনী-সূরজের বাড়ির ইন্টিরিওরেই তো আসল চমক। এন্ট্রি নিতেই প্রথমে নজর কাড়বে ক্রিম কালারের সেকশনল সোফা। তার পাশে একটা সুন্দর ল্যাম্প। লিভিং রুমের থেকে নজর সরতেই চোখ যাবে গোল নীল ভেলবেট দগির চেয়ার দিয়ে সুসজ্জিত ডাইনিং টেবিলটির দিকে।

Brahmastra Collection Day 5 : মঙ্গলে মঙ্গল, ১৫০ কোটির মাইলস্টোল ছুঁয়ে ফেলল রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র
ব্যলকনি

লিভিং রুমের পরে এবার চেল যাওয়া যাক মৌনী রায়ের স্বপ্নের বাড়ির ব্যালকনিতে। বিভিন্ন ধরণের গাছ দিয়ে সুসজ্জিত ব্যলকনিতে দাঁড়িয়ে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করার একদম আদর্শ জায়গা। স্বামী সূরজের সঙ্গে ব্যলকনিতে বসে কোয়ালিটি সময় কাটান ব্রহ্মাস্ত্রের নায়িকা মৌনী রায়।

রান্নাঘর

বলি অভিনেত্রী মৌনী রায়ের রসনাতৃপ্তির জায়গাটাও কিন্তু, জাস্ট ফাটাফাটি। হ্যাঁ, রান্নাঘরের কথাই বলছি। ‘ওপেন কিচেন’ কনসেপ্টেই তৈরি বলি ডভা মৌনি রায় ও সূরজ নাম্বিয়ারের বাড়ির রান্নাঘরটি।

অভিনেত্রী মৌনী রায়ের বাড়ির ক্লাসি লুক কিন্তু, দারুণ পছন্দ হয়েছে ভক্তদের। মৌনি রায়ের বাড়ির ইন্টিরিওয়ের মধ্যে আরও একটি বিশেষ জিনিস সকলের নজর কেড়েছে সেটি হল সাদা রংয়ের কাউচ। কিছুদিন আগে জ্যাকলিন ফার্নান্ডেজও নিজের বাড়ি ঘুরে দেখিয়েছিলেন। শাহরুখ পত্নী গৌরী খানের হাতের স্পেশাল টাচে জ্যাকলিনেমর স্বপ্নের বাড়িতে নতুন প্রাণসঞ্চার হয়েছিল।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here