[ad_1]
লিভিং রুম
তারকাদের ড্রিম হাউজের অন্দর মহল দেখতে কে না পছন্দ করে। আসুন তাহলে বলিউডের নতুন ট্যালেন্ট মৌনী রায়ের বাড়ির অন্দরমহলটা কেমন দেখে নেওয়া যক। বলা ভাল, কোটি কোটি টাকা খরচ করে বানানো মৌনী-সূরজের বাড়ির ইন্টিরিওরেই তো আসল চমক। এন্ট্রি নিতেই প্রথমে নজর কাড়বে ক্রিম কালারের সেকশনল সোফা। তার পাশে একটা সুন্দর ল্যাম্প। লিভিং রুমের থেকে নজর সরতেই চোখ যাবে গোল নীল ভেলবেট দগির চেয়ার দিয়ে সুসজ্জিত ডাইনিং টেবিলটির দিকে।
ব্যলকনি
লিভিং রুমের পরে এবার চেল যাওয়া যাক মৌনী রায়ের স্বপ্নের বাড়ির ব্যালকনিতে। বিভিন্ন ধরণের গাছ দিয়ে সুসজ্জিত ব্যলকনিতে দাঁড়িয়ে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করার একদম আদর্শ জায়গা। স্বামী সূরজের সঙ্গে ব্যলকনিতে বসে কোয়ালিটি সময় কাটান ব্রহ্মাস্ত্রের নায়িকা মৌনী রায়।
রান্নাঘর
বলি অভিনেত্রী মৌনী রায়ের রসনাতৃপ্তির জায়গাটাও কিন্তু, জাস্ট ফাটাফাটি। হ্যাঁ, রান্নাঘরের কথাই বলছি। ‘ওপেন কিচেন’ কনসেপ্টেই তৈরি বলি ডভা মৌনি রায় ও সূরজ নাম্বিয়ারের বাড়ির রান্নাঘরটি।
অভিনেত্রী মৌনী রায়ের বাড়ির ক্লাসি লুক কিন্তু, দারুণ পছন্দ হয়েছে ভক্তদের। মৌনি রায়ের বাড়ির ইন্টিরিওয়ের মধ্যে আরও একটি বিশেষ জিনিস সকলের নজর কেড়েছে সেটি হল সাদা রংয়ের কাউচ। কিছুদিন আগে জ্যাকলিন ফার্নান্ডেজও নিজের বাড়ি ঘুরে দেখিয়েছিলেন। শাহরুখ পত্নী গৌরী খানের হাতের স্পেশাল টাচে জ্যাকলিনেমর স্বপ্নের বাড়িতে নতুন প্রাণসঞ্চার হয়েছিল।
[ad_2]
Source link