[ad_1]
মালাইকার নতুন পোস্টে আরও একটি বিষয় নজরে এসেছে নেটিজেনদের। অভিনেত্রীর আঙুলে কিন্তু, কোনও আংটি দেখা যায়নি। সোনাক্ষী সিনাহাও কিন্তু, অনেকটা এইভাবেই নিজের এনগেজমেন্টের সুখবর শেয়ার করেছিলেন।
তাহলে কি শত্রুঘ্ন সিনহার কন্যার পথেই হাঁটতে চলেছেন অর্জুন কপুরের প্রেমিকা মালাইকার অরোরা? অভিনেত্রী মালাইকা অরোরার নতুন একটি চ্যাট শো ওয়েব সিরিজ অরোরা সিস্টারস শুরু হওয়ারও কথা রয়েছে। তাই অনেকে এটাও মনে করছেন যে তাহলে কি এটা নতুন শোয়ের প্রমোশনাল গিমিক?
মালাইকা অরোরা ও অর্জুন কপুরের প্রেমের গুঞ্জন একটা সময় ছিল বিনোদনের হট কেক। ২০১৯ সালে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন এই তারকা কাপল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন, সমস্ত সম্পর্কেরই একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া উচিত।
এই বিষয় সকলের ব্যক্তিগত মত থাকলেও অর্জুন-মালাইকা (Arjun Kapoor And Malaika Wedding Plan) নিজেদের সম্পর্ককে এবার পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার প্ল্যানিং করছেন। নতুন পোস্টে কি তাহলে প্ল্যানিংয়েরই ইঙ্গিত দিয়েছেন ছাঁইয়া ছাঁইয়া গার্ল? উত্তরের অপেক্ষায় মালাইকা ভক্তরা।
শোনা যাচ্ছিল, চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর অথবা ডিসেম্বর মাসেই কাপুর পরিবারে বাজাবে বিয়ের সানাই। তবে বিটাউনের গালা ওয়েডিং নয় ঘরোয়া ভাবে বিয়ে করতে চান অর্জুন-মালাইকা।
নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হবে মালাইকা-অর্জুনের বিয়ে। নভেম্বর মাস পড়তেই মালাইকার নতুন ইনস্টা পোস্ট সেই গুঞ্জনকে আরও একটু উসকে দিল সে কথা কিন্তু বলাইবাহুল্য।
[ad_2]
Source link