Lisa Ray Cancer Survivor : ‘নেড়া মাথার জন্য শো থেকে বাদ পড়েছি’, ক্যানসারকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী লিসা রায় – bollywood actress lisa ray recalls her battle with cancer and how replaced from a show

0
15

[ad_1]

সালটা ছিল ২০০১ । সেই বছর মুক্তি পেয়েছিল কসুর। আফতাহের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তৎকালীন অভিনেত্রী লিসা রায়কে। কিন্তু, এরপর বড় পর্দায় আর সেভাবে দেখা যায়নি। তবে তাঁর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের কাহিনি হয়ে উঠেছিল পেজ থ্রি-র অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক। ৭ নভেম্বর ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে-তে সোশাল মিডিয়ায় জীবনযুদ্ধের কাহিনি শেয়ার করেছেন বলিউডের এককালীন জনপ্রিয় অভিনেত্রী লিসা রায় (lisa ray cancer survivor)। রুপোলি জগৎ থেকে দূরে থাকলেও সোশাল মিডিয়ায় খুবই সক্রিয়। ৭ নভেম্বর, এই বিশেষ দিনটিতেও কেমোথেরাপির পর চুল উঠে যাওয়া চেহারা নিয়ে ছবি পোস্ট করে ক্যান্সারকে জয়ের গল্প লিখেছেন অভিনেত্রী।


Aindrila Sharma : ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট’, প্রার্থনা টলিপাড়ার সতীর্থদের
লিসা রে লিখেছেন, “তুমি কী করে দাঁড়িয়ে আছো? তোমার লাল রক্তকণিকার সংখ্যা তো একদম কম। যে কোনও মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হতে পারো!” চিকিৎসকের মুখে এই কথাটা শুনে শিহরিত হয়ে উঠেছিলেন। চিকিৎসক প্রথমে রক্ত পরীক্ষা করতে বলেছিলেন।


Aindrila Sharma : প্রেমিক সব্যসাচীকে জন্মদিনের শুভেচ্ছা, একরাতের মধ্যে এলোমেলো হয়ে গেল ঐন্দ্রিলার পৃথিবী
সেটি করে অন্য এক চিকিৎচিকিৎসকের কাছে গিয়েছিলেন। তখনই জানতে পারেন তিনি ক্যান্সারের মতো কঠিন ব্যআধিতে আক্রান্ত। শুনে যেন পায়ের তলার মাটি সরে গিয়েছিল। তবে স্টিম সেল সার্জারি হওয়ার পর পুনর্জন্ম হয়েছিল বলি অভিনেত্রী লিসা রে-এর।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে কেমন আছেন ঐন্দ্রিলা? ফাইটারকে নিয়ে শেষ পোস্ট সব্যসাচীর
ক্যান্সারের সঙ্গে লড়াই করার মাঝেও বই লিখেছেন লিসা। জীবনের কঠিন অভিজ্ঞতাকেই নথিবদ্ধ করেছিলেন অভিনেত্রী। এই পরিস্থিতি জীবনকে নতুন করে অনেক কিছু শিখিয়েছে। তবে কোনও দিন পরচুলা পরতে মন সায় দেয়নি।

তাই নেড়া মাথাতেই একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আর এরপরেই চর্চায় চলে এসেছিলেন লিসা। শুধু তাই নয়, একটি শো থেকে বাদ পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কারণ সেই শোয়ের জন্য লম্বা চুলে প্রয়োজন ছিল।

তিন বছর পর ফের ক্যান্সারে আক্রান্ত হন লিসা রে। সেই সময় পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছিল। তখন তিনি বিবাহিতা। ভীতসন্তস্ত্র হয়ে পড়েছিলেন। কিন্তু, হার মানেননি। তিন সপ্তাহের জন্য বডি ট্রান্সফরমেশন প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। সেই সঙ্গে রুটিন মেনে চলতেন।

এক মাসের মধ্যে ফের ক্যান্সারকে জয় করে সুস্থ জীবনে ফিরে এসেছেন কসুর খ্যাত অভিনেত্রী লিসা রায়। এরপর ৯ বছরের মধ্যে অনেক ঘটনা ঘটে গিয়েছে। বেশ কয়েকটি বই লিখে ফেলেছেন, ক্যান্সার নিয়ে সতর্কতা প্রোগ্রাম করেছেন। সেই সঙ্গে ছবির কাজও করেছেন। সব মিলিয়ে ক্যান্সারকে জয় করে জীবনের নতুনভাবে বাঁচতে শিখেছেন।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here