Kareena Kapoor : তব্বুর থেকে লম্বা দেখাতে প্ল্যাটফর্মের উপর করিনা! ফটোশ্যুট ঘিরে বিতর্ক – the crew fame kareena kapoor being featured taller than tabu and kriti sanon in recent photoshoot netizens raised question

0
14

[ad_1]

একফ্রেমে বলিউডের তিন প্রজন্ম। তব্বু, করিনা কপুর ও কৃতি শ্যানন। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের কভারপেজের ফটোশ্যুটে নজর কাড়লেন এই তিন গর্জাস ডিভা। রিয়া কপুরের নির্দেশনায় দ্য ক্রিউ-তে একসঙ্গে দেখা যাবে ত্রয়ীর মিলন। একতা কপুরের প্রযোজনায় আরও একবার কাজ করার সুযোগ পেয়েছেন সেই বিষয়টি ইনস্টা পোস্টে শেয়ার করেছিলেন নবাব বেগম করিনা কপুর খান। প্রথমবার এক ফ্রেমে এই তিন সুন্দরীকে পর্দায় দেখার আগেই কভার পেজের ফটোশ্যুটে বাজিমাত। আন্তর্জাতিক ম্যাগাজিনের কভারফটো শ্যুটের ভিডিয়ো ও ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। স্পেশাল শ্যুটের জন্য সম্পূর্ণ কালো আউটফিটে নজর কেড়েছেন তিন তারকা। গ্ল্যামার ঠিকরে পড়ছে তব্বু থেকে করিনা ও কৃতি শ্যাননের। তবে তিন অভিনেত্রীর দাঁড়ানোর ‘পজিশন’ ও উচ্চতা নিয়ে প্রশ্ন তুলল নেটপাড়া। বলিউডের অন্যতম লম্বা অভিনেত্রী তব্বু। কিন্তু, ছবিতে দৃশ্যম নায়িকার থেকে লম্বা দেখানো হয়েছে করিনাকে। যেখানে, বেবোর থেকেও বেশ খানিকটা লম্বা কৃতি শ্যানন।


Ananya Panday Kareena Kapoor : হ্যালোউইন পার্টিতে করিনার বেশ ধরলেন অনন্যা, ‘ফ্যাট’ বললেন সইফ পত্নী
এই ফটোশ্যুটের মাঝে কি লুকিয়ে রয়েছে অন্য কোনও বার্তা? এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর তালিকায় রয়েছেন করিনা। অন্যদিকে বেশ অনেকদিন পরেই দৃশ্যম টুয়ের হাত ধরে বড় পর্দায় কামব্যাক তব্বুর। কৃতি শ্যাননও ইন্ডাস্ট্রির উঠতি ট্যালেন্ট। তাহলে কি কোনওভাবে করিনার ‘পজিশন’-কে হাইলাইট করতেই ফটোশ্যুটের মধ্যমণি বেবো? উঠছে প্রশ্ন।

Tabu Childhood Pics : শিশুশিল্পী হিসেবে হাতেখড়ি, আজ বলিউডের সফল অভিনেত্রী! এই তারকাকে চিনতে পারছেন?
বিমানসংস্থার প্রেক্ষাপটে তৈরি রিহা কপুরের নতুন ছবি দ্য ক্রিউ। তিন মহিলার জার্নির গল্প বলবে এই ছবি। তিন তারকাকে একফ্রেমে দেখতে উৎগ্রীব হিন্দি ছবির দর্শক। কিন্তু, কভারফটো শ্যুটের ক্ষেত্রে নেটিজেনদের মন্তব্য, “করিনা কপুরকে কেন সকলের মাঝে লম্বা দেখান হল? তব্বু আর কৃতি দুজনের থেকেই তো করিনা উচ্চতায় খাটো।”

Prabhas Kriti Sanon: দেবসেনা অতীত! কৃতি শ্যাননের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘বাহুবলী’ প্রভাস?
নেটপাড়ার অন্য এক সদস্যের দাবি, “করিনাকে টুলের উপর দাড় করিয়ে ফটোশ্যুট করেছেন। তা নাহলে তব্বু আর কৃতীর থেকে উচ্চতায় কী করে বেড়ে গেলেন বেবো!” দাঁড়ানোর ‘পজিশন’ ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন এক নেটবাসী। তাঁর মতে, করিনার জায়গায় তব্বুর দাঁড়ানো উচিত ছিল। অর্থাৎ মাঝখানে মানানসই দৃশ্যম নায়িকা।

উচ্চতা নিয়ে নেটিজেনদের প্রশ্নের মাঝেই আন্তর্জাতিক ম্যাগাজিনের কভার ফটোশ্যুটে অন্তর্বাস ছাড়া করিনার সোয়্যাগে ফ্ল্যাট ভক্তরা। গ্ল্যাম লুকে বেবোর নেশায় বুঁদ ভক্তরা। দুই সন্তানের মা হওয়ার পরেও ‘পারফেক্ট ফিগার’-এ মজে অনুগামীরা। ভীর দি ওয়েডিং-এর পর আরও একবার একতা কপুর ও রিহা কপুরের সঙ্গে কাজ করবেন কপুর।

এই ছবির প্রস্তাব নিয়ে রকিহা করিনার কাছে পৌঁছাতেই হ্যাঁ বলতে দুবার ভাবেননি সইফ ঘরণী। তব্বু আর কৃতীর মতো বলিউডের আরও দুই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য কাউন্টডাউন শুরু করে দিয়েছেন গ্ল্যাম ডিভা করিনা কপুর খান। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিনেমার শ্যুটিং।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here