Karan Kundrra Tejasswi Prakash : ছুটির ফাঁদে তেজরান, গোয়ায় পৌঁছে কী কাণ্ড ঘটালেন করণ কুন্দ্রা? – tejasswi prakash shares a video with karan kundrra from goa vacation their love story wins fans heart

0
15

[ad_1]

টেলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও পপুলার জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ (Karan Kundrra Tejasswi Prakash)। শেহনাজ গিল আর সিদ্ধার্থ মলহোত্রার পর তেজস্বী আর করণের সম্পর্ক তৈরি হয়েছিল বিগ বসের ঘর থেকেই। এই জুটির ভক্তরা তাঁদেরকে ভালোবেসে তেজরাণ বলে সম্বোধন করেন। এই মুহূর্তে গোয়ায় রোম্যান্টিক হলিডে মুডে রয়েছেন এই লাভবার্ডস। গোয়া থেকে কোয়ালিটি সময় কাটানোর ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন নাগিন খ্যাত অভিনেত্রী তেজস্বী প্রকাশ। করণের সঙ্গে তেজার গোয়া থেকে ছুটি কাটানোর লাভিডাভি রিল ভিডিয়ো আরও একবার মন জয় করল এই তারকা জুটির ভক্তদের। সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করতেই তেজরাণ জুটির অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তেজস্বীর এক ভক্ত তো কমেন্ট বক্সে জানতে চাইলেন বলিউডে কবে তাঁর দর্শন মিলবে।


লাভবার্ডের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কোলাজ করে একটি মোশন ভিডিয়ো শেয়ার করেছেন তেজস্বী। হাসি-মজা-খুনসুটিতে ভরা সেই ভিডিয়ো ইনস্টা হ্যান্ডলে শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। তেজরাণের ছুটি কাটানোর ভিডিয়োর মাঝে নজরে এল আরও এক মজার মুহূর্ত। হলিডে মুড মানেই জমিয়ে খাওয়া দাওয়া। আর ঠিক কাজটা করতেই ব্যস্ত করণ কুন্দ্রা

Karan Kundra : নাবালিকার সঙ্গে রোম্যান্স, তেজস্বীর প্রেমিক করণকে ধুয়ে দিলেন নেটিজেনরা
খাওয়ারের অর্ডার দেওয়ার জন্য মেনু কার্ড দেখার মুহূর্তটাও লেন্সবন্দি করেছেন মনের মানুষ তেজস্বী প্রকাশ। টিভির পর্দায় বা পেজ থ্রি-র পার্টিতে যেমন গর্জাস লুকে ধরা দেন তেজস্বী, গোয়ায় হলিডে মুডেও গ্ল্যামরাস তেজস্বীতে বুঁদ অভিনেত্রীর অনুগামীরা। ভিডিয়ো পোস্টের কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, “তোমরা দুজনেই খুব মিষ্টি।”

Karan Kundrra And Tejasswi Prakash Wedding: বিয়ের তোড়জোড় শুরু করণ-তেজস্বীর! কবে এক হবে চার হাত?
গোয়ায় ছুটির মেজাজে লেডি লাভের পছন্দের যথেষ্ট খেয়াল রাখছেন করণ। তেজস্বীর অন্যতম প্রিয় খাবার বেগুন ভর্তা এনে সারপ্রাইজ দিয়েছেন করণ। ভালোবাসার সেই মুহূর্তকে ইনস্টা স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন তেজস্বী প্রকাশ। ক্যাপশনে লিখেছেন, “যখন ও আমার জন্য বেগুন ভর্তা নিয়ে আসে…।”

আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন টেলি অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, করণ যখন গাড়ি চালাচ্ছেন তখন নিজে হাতে তাঁকে খাইয়ে দিচ্ছেন তেজা। তেজরাণের এই ভালোবাসা যেন বারবার মন ছুঁয়ে যায় এই সেলেব জুটির ভক্তদের।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৫-এর ঘরেই করণ কুন্দ্রা আর তেজস্বী প্রকাশের প্রেমের সূত্রপাত। সোশাল মিডিয়ায় প্রাই একসঙ্গে ছবি পোস্ট করেন টেলি দুনিয়ার এই লাভবার্ডস। ছোট পর্দার এই জুটির ভক্তসংখ্যাও নেহাতই কম কিছু নয়।

ইন্ডাস্ট্রির কানাঘুষো, খুব শীঘ্রই হিন্দি টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে ভ্যাম্পায়ার শো। সেখানে দেখা যেতে পারে তেজস্বী প্রকাশের প্রেমিক করণ কুন্দ্রাকে। তবে এই শোয়ে তেজু থাকছে কিনা তা জানতে উৎসুক তেজরাণ জুটির ভক্তরা।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here