Kanishka Soni : নিজেকে বিয়ে করেও অন্তঃসত্ত্বা! জোর জল্পনার মাঝে মুখ খুললেন কনিষ্কা সোনি – diya aur baati hum actress kanishka soni who got married to herself opens up about pregnancy rumore

0
13

[ad_1]

ছোট পর্দার পপুলার ধারাবাহিক দিয়া অউর বাতি হম খ্যাত অভিনেত্রী কণিষ্কা সোনি নিজেকে নিজেই বিয়ে করে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন (Kanishka Soni)। এবার সোশাল মিডিয়ায় ভাইরাল তাঁর অন্তঃসত্ত্বার খবর। নিজেকে নিজে বিয়ে তো করা যায়, কিন্তু, অন্তসত্ত্বা হওয়াটা কি সত্যিই সম্ভব? এই প্রশ্নই দানা বেঁধেছে নেটিজেনদের মনে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছাড়াও তিনি একজন সোশাল মিডিয়া কুইনও বটে। কনিষ্কার অন্তঃসত্ত্বার খবর চাউর হতেই মুখ খুললেন অভিনেত্রী। তাঁর অন্তঃসত্ত্বার খবর সত্যি কিনা সেই প্রসঙ্গে কী জানালেন দিয়া অউর বাতি হম-এর অভিনেত্রী কণিষ্কা সোনি? আর কেনই বা তাঁর অন্তসত্ত্বা হওয়ার খবর নিয়ে নেটমাধ্যমে চর্চা শুরু হয়েছে?


Kanishka Soni: ‘শারীরিক নিগ্রহ করত এক নামী প্রডিউসারের ছেলে…’, ফের বিস্ফোরক নিজেকে বিয়ে করা অভিনেত্রী কনিষ্কা সোনি
আসলে এই মুহূর্তে নিউইয়র্কে ছুটির মুডে রয়েছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী ও সোশাল মিডিয়া কুইন কনিষ্কা সোনি। হলিডে মুডে নিউ ইয়র্কের পার্ক থেকে একটি মজাদার মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। সেখানেই নেটিজেনদের নজর কেড়েছে কনিষ্কার ‘বেলি ফ্যাট’। এরপরেই তাঁর অন্তঃসত্ত্বা নিয়ে কানাঘুষো শুরু হয় নেটপাড়ায়। তবে এটা যে নিছকই চোখের ভুল সেই যুক্তিই দিলেন অভিনেত্রী (Kanishka Soni Pregnancy)।


Kanishka Soni: ‘সঙ্গমের জন্য বিয়ে করিনি! মদ-গাঁজার নেশাও নেই’, নিজেকে বিয়ে করার আসল কারণ জানালেন অভিনেত্রী
কণিষ্কার মতে, সামান্য ভুঁড়ি বা বেলি ফ্যাটের জন্য তাঁকে অন্তঃসত্ত্বা ভাবাটা একেবারেই যুক্তিযুক্ত নয়। কারণ তিনি সেলফ ম্যারেড অর্থাৎ নিজেকে নিজে বিয়ে করেছেন। বিদেশে ছুটির মেজাজে মুখোরোচর খাওয়ার খাবার ফলই এই বেলি ফ্যাট। একটু বেশি মাত্রায় পিৎজা, বার্গার খাওয়ার জন্যই হালকা ভুঁড়ি উঁকি মারছে। ওজনটাও একটু বেড়ে গিয়েছে।

Sajid Khan Kanishka Soni : ‘বিছানায় এস…’, দীপিকার ছবিতে কাজের সুযোগ দেওয়ার নাম করায় সাজিদকে তোপ অভিনেত্রীর
বছর ২৪-এর অভিনেত্রী কণিষ্কা সোনি ‘সেলফ লভ’-এর ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন ঠিকই, তবে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। বহু নেটিজেনরা নিশানা করেছিলেন অভিনেত্রীর ‘সৃষ্টিছাড়া’সিদ্ধান্তকে। তবে তাঁদের সপাটে জবাবও দিয়েছিলেন তিনি।

কণিষ্কা একটি পোস্টে লিখেছিলেন, “আমার নিজেকে বিয়ে করার সিদ্ধান্তে অনেকেই চোখ কপালে তুলছেন আমি জানি। কিন্তু, আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী। আমার মনে হয়, শুধুমাত্র সঙ্গমের জন্য বিয়ে নয়।

ভালোবাসা, সৎতার জন্য বিয়ের মতো সুন্দর সম্পর্ক। কিন্তু, এই বিষয়গুলির থেকে আমার বিশ্বাস চলে গিয়েছে। তাই আমি একাই বাঁচতে চাই। আমার পোস্ট গুগুল ট্রেন্ডে এক নম্বরে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু, এই লাইম লাইটা পাওয়া আমার উদ্দেশ্য ছিল না।”

উল্লেখ্য, দিয়া অউর বাতি হাম, দো দিল এক জান, দেব কা দেব…মহাদেব, পবিত্র রিশতা, সঙ্কটমোচন মহাবলী হনুমানর মতো একাধিক টেলিভিশন শোয়ে অভিনয় করেছেন এই ২৪ বছর বয়সী অভিনেত্রী। নিজেকে বিয়ের পর কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরেই সকলের সামনে নিজেকে মেলে ধরেছিলেন কণিষ্কা সোনি।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here