Jimi Jimi Aaja Aaja China : জিনপিংকে ‘টাইট দিতে’ বাপ্পিদায় ভরসা চিনের! তারস্বরে বাজছে ‘জিমি জিমি…’ – china people are using jimi jimi songs of bappi lahiri to protest against zero covid policy

0
16

[ad_1]

কোনওভাবেই করোনাকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না! চিনের ‘জিরো কোভিড নীতি’-র সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এবার জিনপিং সরকারের এই নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন সেই দেশের নাগরিকরাও। প্রতিবাদের একটি অভিনব পন্থা বেছে নিয়েছেন তাঁরা। যেখানে বাপ্পি লাহিড়ীর বিখ্যাত গান ‘Jimmy Jimmy Aaja Aaja’ -তে সুর মেলাতে দেখা গিয়েছে তাঁদের। গোটা বিশ্বে কমছে করোনা। চিনেও আগের থেকে এই সংক্রামক ভাইরাসের দাপট এখন অনেকটাই কম। কিন্তু, কোনওভাবেই করোনা বরদাস্ত নয়, এই নীতি নিয়েছে সেই দেশের কমিউনিস্ট সরকার। আর সেই কারণেই এখনও চিনের বিভিন্ন প্রদেশে জারি কঠোর লকডাউন। কিন্তু, এই পরিস্থিতিতে হাঁপিয়ে উঠেছেন চিনের বাসিন্দারাও। এবার প্রতিবাদ জানানোর জন্য TikTok-কেই হাতিয়ার করছে তারা।

চিরবিদায় ডিস্কো কিং, আজ শেষকৃত্য বাপ্পি লাহিড়ীর
Douyin (চিনে টিকটকের নাম) -এ তাঁরা ‘জিমি জিমি আজা আজা’ গানটিতে লিপ দিচ্ছেন। এই গানটিকে তাঁরা ‘গিভ মি রাইস, গিভ মি রাইস’-এ পরিণত করেছেন। যেখানে তাঁরা খালি পাত্র দেখিয়ে সরকারকে খোঁচা দিতে দেখা যাচ্ছে তাঁদের। লকডাউনের সময় বাড়িতে খাবার পাত্র শূন্য। সেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা। খালি পাত্র নিয়ে হাজির হচ্ছেন টিকটিকে। বাপ্পি লাহিড়ীর হিট গানে টিকটক করে তাঁরা তুলোধনা করেছেন জিনপিং সরকারকে।

২ দিন আগে হাসপাতাল থেকে শেষ ইনস্টা পোস্ট বাপ্পির, কী লিখেছিলেন?
উল্লেখ্য, চিনে যদি কোথাও কোনও কোভিড আক্রান্ত ধরা পড়ে সেক্ষেত্রে তার আশেপাশের এলাকাগুলিতে লকডাউন ঘোষণা করে দেওয়া হচ্ছে। এই ‘জিরো কোভিড নীতি’, গণ পরীক্ষা এবং লকডাউনে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। টিকা হাতে আসার পরেও সাধারণ মানুষকে অযথা হয়রানি করানো হচ্ছে, মন্তব্য তাঁদের। সম্প্রতি এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো পোস্ট করেন তাঁরা। আর সেই কারণেই ‘জিমি জিমি’ গানটি ব্যবহার করছেন তাঁরা। উল্লেখ্য, ভারতীয় সিনেমা এবং গান চিনে বিপুলভাবে সমাদৃত। 3 Idiots, Secret Superstar, Dangal-এর মতো ছবিগুলি রীতিমতো কামাল করেছে চিনের বিনোদন বাজারে।

Corona Virus: চিনে ফের করোনা হানা, চেংডুতে লকডাউন ঘোষণা ধরাচ্ছে ভয়
যদিও চিনে কোনও প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় করা হলেও তার উপর কাঁচি চালায় জিনপিং সরকার। কড়া নজরদারি চালানো হয় সেই ভিডিয়োগুলির উপর। কিন্তু, এখনও পর্যন্ত এই প্রতিবাদের ভিডিয়োগুলির উপর সেভাবে হস্তক্ষেপ করা হয়নি। তারা টিকটকের মাধ্যমে প্রতিবাদ শানিয়েছে চিনের কমিউনিস্ট সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে।

বিনোদনের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here