[ad_1]
Douyin (চিনে টিকটকের নাম) -এ তাঁরা ‘জিমি জিমি আজা আজা’ গানটিতে লিপ দিচ্ছেন। এই গানটিকে তাঁরা ‘গিভ মি রাইস, গিভ মি রাইস’-এ পরিণত করেছেন। যেখানে তাঁরা খালি পাত্র দেখিয়ে সরকারকে খোঁচা দিতে দেখা যাচ্ছে তাঁদের। লকডাউনের সময় বাড়িতে খাবার পাত্র শূন্য। সেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা। খালি পাত্র নিয়ে হাজির হচ্ছেন টিকটিকে। বাপ্পি লাহিড়ীর হিট গানে টিকটক করে তাঁরা তুলোধনা করেছেন জিনপিং সরকারকে।
উল্লেখ্য, চিনে যদি কোথাও কোনও কোভিড আক্রান্ত ধরা পড়ে সেক্ষেত্রে তার আশেপাশের এলাকাগুলিতে লকডাউন ঘোষণা করে দেওয়া হচ্ছে। এই ‘জিরো কোভিড নীতি’, গণ পরীক্ষা এবং লকডাউনে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। টিকা হাতে আসার পরেও সাধারণ মানুষকে অযথা হয়রানি করানো হচ্ছে, মন্তব্য তাঁদের। সম্প্রতি এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো পোস্ট করেন তাঁরা। আর সেই কারণেই ‘জিমি জিমি’ গানটি ব্যবহার করছেন তাঁরা। উল্লেখ্য, ভারতীয় সিনেমা এবং গান চিনে বিপুলভাবে সমাদৃত। 3 Idiots, Secret Superstar, Dangal-এর মতো ছবিগুলি রীতিমতো কামাল করেছে চিনের বিনোদন বাজারে।
যদিও চিনে কোনও প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় করা হলেও তার উপর কাঁচি চালায় জিনপিং সরকার। কড়া নজরদারি চালানো হয় সেই ভিডিয়োগুলির উপর। কিন্তু, এখনও পর্যন্ত এই প্রতিবাদের ভিডিয়োগুলির উপর সেভাবে হস্তক্ষেপ করা হয়নি। তারা টিকটকের মাধ্যমে প্রতিবাদ শানিয়েছে চিনের কমিউনিস্ট সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে।
বিনোদনের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
[ad_2]
Source link