Jaya And Amitabh Marriage : ‘একটা শর্তেই বিয়ে করব’, ৫০ বছরের দাম্পত্য পেরিয়ে অমিতাভের দাবি প্রকাশ্যে আনলেন জয়া – jaya bachchan reveals amitabh bachchan gave her a condition for marriage

0
11

[ad_1]

২০২৩-এ বিয়ের ৫০ বছর পূর্তি সেলিব্রেট করবেন টিনসেল টাউনের এভারগ্রিন কাপল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ১৯৭৩ সালের ৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের এই হাইভোলটেজ তারকা জুটি। সুখী দাম্পত্যের ৫০ বছর পেড়িয়ে অমিতাভের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন বাঙালি কন্যা জয়া বচ্চন (Jaya Bachchan)। অমিতাভ-জয়ার নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্টে এসে জয়া জানান, তাঁদের বিয়ে ছিল শর্তসাপেক্ষ। হ্যাঁ, ৫০ বছরের বিবাহিত জীবন টিকে রয়েছে একটি শর্তের উপর। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু, ঘোর বাস্তব। নব্যা নন্দার পডকাস্টে মিসেস বচ্চন জানান বিয়ের পর নিয়মিত কাজে পায়ে বেরি দিয়েছিলেন অমিতাভ। নিয়মিত সকাল থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কাজের রুটিন রাখা যাবে না সাফ জানিয়ে দিয়েছিলেন বলিউডের শাহেনশা (Amitabh Bachchan)।

Uunchai Trailer: প্রকাশ্যে ‘উঁচাই’-এর ট্রেলার, বয়সকে তুড়িতে উড়িয়ে এভারেস্টের পথে অমিতাভ
কর্মজীবনে সম্পূর্ণ বাধ না সাধলেও নিয়মের বেড়াজালে বেধে দিয়েছিলেন বচ্চন বধূকে। বাছাই করা প্রোজেক্টেঅই একমাত্র কাজ করার শর্ত দিয়েছিলেন অমিতাভ। শুধু তাই নয়, অক্টোবরে বিয়ের দিন নির্দিষ্ট হলেও অমিতাভের কারণেই বিয়ের দিন এগিয়ে জুন মাসে এগিয়ে নিয়ে আসা হয়েছিল। নব্যার পডকাস্টের লেটেস্ট এপিসোডের ট্যাগলাইট ছিল ‘Modern Love: Romance & Regrets’। সেখানেই বিবাহিত জীবন নিয়ে খুল্লামখুল্লা আলোচনা করেন মিসেস জয়া বচ্চন।

Amitabh Bachchan Dostojee : দুই খুদের বিশ্বজয়, বাংলা ছবি ‘দোস্তজি’ টিমকে শুভেচ্ছা বিগ বি অমিতাভের
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সংযোজন, “আমরা ঠিক করেছিলাম অক্টোবরে বিয়ে করব। কারণ সেই সময় আমার শ্যুটিংয়ের কোনও শিডিউল ছিল না। কিন্তু, হঠাৎই উনি আমাকে বলেন যে আমি এমন স্ত্রী চাই না যে নিয়মিত কাজ করবে। কর্মজগথ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে হবে না, তবে খুব বাছাই করা প্রোজেক্টে কাজ করতে হবে। “

Amitabh Bachchan Amrita Singh : জাপটে জোর করে! পার্টির অন্ধকারে অমৃতায় মজেছিলেন অমিতাভ?
জয়া আরও বলেন, ” Zanjeer-এর সাফল্যের পর আমরা একটা ট্যুর প্ল্যান করেছিলাম। কিন্তু, আমার বাবা মোটেই রাজি ছিলেন না। পরে অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম। কিন্তু, যাওয়ার আগেই একদিন আমাকে ডেকে উনি (অমিতাভ) বলেন যে একটা সমস্যা হয়েছে।

আমার মা বাবা কিছুতেই বিয়ের আগে ট্যুরের জন্য রাজি হচ্ছেন না। তখন আমি বলেছিলাম যে তাহলে আমরা ডিসেম্বরের বদলে জুনেই বিয়েটা সেরে ফেলি। আমার পরিবার এত আগে বিয়ে আপত্তি জানিয়েছিলেন। পরে অগত্যা রাজি হয়ে যায়।”

কিন্তু, ২০১৪ সালে একটি অনুষ্ঠানে এসে অমিতাভ সম্পূর্ণ উলটো সুরে কথা বলেছিলেন। বিগ বি বলেছিলেন, “জয়া কর্মজগৎ থেকে বেশি সংসারে মনোনিবেশ করতে ভালোবাসে। আমি কিন্তু কোনওদিন কোনও কাজে বাধা দিইনি। ওটা সম্পূর্ণ ওর নিজের সিদ্ধান্ত। “

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here