[ad_1]
২০১৯-র মালায়ালাম মুভি হেলেনের হিন্দি রিমেকই তৈরি হয়েছে জাহ্নবী কপুর অভিনীত নতুন ছবি মিলি (Mili)। সিনেমার অরিজানাল ভার্শন পরিচালনা করেছেন পরিচালক মাথুকুট্টি জেভিয়ার। ৪ নভেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেল সারভাইবল থ্রিলার মুভি। একেবারে অন্য ধারার চরিত্রে দর্শকের দরবারে হাজির হয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর। ছবি মুক্তির আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। রয়্যাল ব্লু রংয়ের থাইস্লিট কাটকাউট ড্রেসে গাড়ি নামতেই পাপারাৎজিদের লেন্সবন্দি হলেন পর্দার মিলি ওরফে
জাহ্নবী কপুর। সেলেব প্যাপ নিজের ইনস্টা হ্যান্ডলে জাহ্নবীর সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করতেই তা সোশাল মিডিয়ায় ভাইরকাল হয়ে যায়। জাহ্নবীর হট অ্যান্ড বোল্ড লুকের যেমন প্রশংসা করেছেন নেটিজেনরা তেমনই আবার চরম কটাক্ষের শিকার হয়েছেন গ্ল্যাম ডিভা জাহ্নবী। কাটকাউট পোশাকে নেটাপাড়ায় আগুন ধরালেন বিলউডের এই ইয়ং ট্যালেন্ট। বোল্ড পোশাকে নেটপাড়ায় আবির্ভাব হতেই সোশাল মিডিয়া সেনসেশন
উরফি জাভেদের (Urfi javed)সঙ্গে তুলনা টানা হল জাহ্নবীর (Janhvi Kapoor)।
Vijay Devarakonda Janhvi Kapoor : ‘বিজয় বিবাহিত’, রশ্মিকার সঙ্গে সাত পাক ঘুরে ফেললেন ‘লাইগার’?মিলি তারকার হাল ফ্যাশনের পোশাকে উঁকি মারছে সেফটিপিন। তা দেখে অনেকেই অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন। বোল্ড লুকে স্টাইলিশ জাহ্নবীকে দেখে নেটিজেনদের মধ্যে একজন জানতে চেয়েছেন পোশাকটি টর্ন নাকি সেফটিপিন দিয়ে ফিট করা হয়েছে?
Janhvi Kapoor : শিখরের পর অক্ষত, উৎসবের মেজাজে প্রাক্তনদের সঙ্গে ‘মিঙ্গেল’ জাহ্নবীর
এখানেই শেষ নয়, সেলেব প্যাপের লেন্সবন্দি জাহ্নবীর ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোলদের একাংশ দাবি করেছেন, তিনি নাকি এই পোশাকে মোটেই স্বচ্ছন্দবোধ করছেন না। Oops moment-এর শিকার হয়েছেন অভিনেত্রী।
Janhvi Kapoor : শরীরে স্পষ্ট লাভবাইট! তারই মাঝে প্রাক্তন প্রেমিকের সঙ্গে লেন্সবন্দি হতেই হেয়ালি হাসি জাহ্নবীর মুখে
বলিউডে একের পর এক ছবিতে ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জাহ্নবী কপুর। কিছুদিন আগেই সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে জাহ্নবীর শেষ ছবি গুড লাক জেরি, যদিও ছবিটি বক্স অফ্সে লক্ষ্মীলাভে বিশেষভাবে সফল হয়নি।
জাহ্নবীর ঝুলিতে রয়েছে দোস্তানা টু ও মিস্টার অ্যান্ড মিসেস মাহি। এই ছবিতে শ্রীদেবী কন্যার বিপরীতে দেখা যাবে রাজকুমার রাও। বরুণ ধাওয়ানের সঙ্গে বাওয়াল ছবিতেও কাজ করছেন গর্জাস জাহ্নবী।
বড় পর্দার পর মুঠোফোনেও বন্দি হবে জাহ্নবী কপুর ওরফে মিলি। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। ছবি প্রযোজনা করেছেন জাহ্নবীর বাবা বনি কপুর। ৪ নভেম্বর বক্স অফিসে মিলির সঙ্গে লড়াই করতে এসেছে ফোন ভূত ও ডবল এক্সেল। মিলিতে জাহ্নবীর সঙ্গে ফোন ভূতে অভিনেত্রীর প্রাক্তন ঈশান খট্টরের লড়াই কতটা জমে উঠবে? উত্তরের অপেক্ষায় হিন্দি ছবির দর্শক।
[ad_2]
Source link