IIFA Awards 2023 : নাচে-গানে জমজমাট আইফার মঞ্চ, জয়জয়কার গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি টু দৃশ্যম ২-এর – gangubai kathiawadi to bhool bhulaiyaa 2 drishyam 2 and others win iifa awards 2023 in technical category

0
9


উডের গ্ল্যামারাস অ্যাওয়ার্ড শোয়ের মধ্যে অন্যতম আইফা অ্যাওয়ার্ড। প্রত্যেক বছরের মতো এবারেও শুরু হয়ে গিয়েছে এই বিশেষ অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠান। ২৩ তম আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম ফিল্ম অ্যাকাডেমি বা আইফা শুরু হয়েছে আবু ধাবিতে। ২৬ মে শুক্রবার জমকালো অনুষ্ঠানে জমে উঠেছিল আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ। গ্ল্যামারাস স্টারদের দুরন্ত পারফরম্যান্সে ২৩ তম আইফা অ্যাওয়ার্ডস রক। ২৭ মে শনিবার রাতে হবে পুরস্কার বিতরণীর অনুষ্ঠান। শুক্রবার রাতে উদ্ধোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন অভিনেতা রাজকুমার রাও ও কোরিওগ্রাফার ফারহা খান।
Sara Ali Khan: IIFA Awards-এর মঞ্চে সলমানকে আঙ্কেল বলে ডাকার শাস্তি, সারার সঙ্গে কাজের প্রস্তাব নাকচ!


নাচে-গানে আইফার মঞ্চ মাতিয়ে দিয়েছেন বাদসা থেকে অমিত ত্রিভেদী, সুনিধি চৌহান, সুখবীর সহ গ্ল্যামারাস তারকারা। শনিবার পুরস্কার বিকরণীর মঞ্চে সঞ্চালকের দায়িত্বে থাকছেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। ২৩ তম আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে চোখ ধাঁধানো ডান্স পারফরম্যান্সে মাত দিতে থাকছেন বিটাউন সেলেবরা।
সব নিয়ে গেল ভাগ্যশ্রী ! আইফার মঞ্চে হাপুস নয়নে কাঁদলেন সলমান খান

নজরে IIFA কারা হলেন সেরার সেরা


তালিকায় রয়েছেন সলমান খান, বরুণ ধাওয়ান, রকুল প্রীত সিং, কৃতি শ্যানন, নোরা ফতেহি ও জ্যাকলিন ফার্নান্ডেজ। তারকাদের গ্ল্যামারাস পারফরম্যান্সে জমে উঠবে আইফার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এক নজরে দেখে নেওয়া যাক কাদের ঝুলিতে এল আইফা টেকনিক্যাল অ্যাওয়ার্ড।
মুম্বই নয়, এই শহরেই জন্ম সলমানের! রহস্য ফাঁস আইফা-র মঞ্চে…
সিনেম্যাটোগ্রাফি, স্ক্রিন প্লে আর সংলাপের জন্য আইফা টেকনিক্যাল অ্যাওয়ার্ড এল গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ির ঝুলিতে। কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া ২-এর কোরিওগ্রাফি ও সাউন্ড ডিজাইন বিভাগে পুরস্কৃত হয়েছে। এছাড়াও বিক্রম বেদা, ব্রহ্মাস্ত্র, মণিকা ও মাই ডার্লিং আর দৃশ্যম ২- ও ব্যাকগ্রাউন্ড স্কোর, স্পেশাল এফেক্টস, সাউন্ড মিক্সিং আর এডিটিংয়ের জন্য আইফার মঞ্চে পুরস্কৃত হয়েছে।
Salman Khan Vicky Kaushal : সলমানের কাছে আসতেই ভিকিকে ধাক্কা দেহরক্ষীর, স্বামীর অপমানের জবাব দেবেন ক্যাটরিনা?


সেরা সিনেমাটোগ্রাফি – সুদীপ চট্টোপাধ্যায়, গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

সেরা স্ক্রিন প্লে – সঞ্জয় লীলা বনশালী ও উৎকর্ষিনী ভাসিস্থা, গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

সেরা সংলাপ- উৎকর্ষিনী ভাসিস্থা ও প্রকাশ কাপাডিয়া, গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- স্যাম সিএস, বিক্রম বেদা

সেরা সাউন্ড ডিজাইন – মন্দর কুলকার্নি, ভুলভুলাইয়া ২

সেরা এডিটিং- সন্দীপ ফ্রান্সিস, দৃশ্যম ২

সেরা কোরিওগ্রাফি- বসকো, ভুলভুলাইয়া ২

সেরা স্পেশাল এফেক্ট- DNEG অ্যান্ড রেডেফাইন, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান

সেরা সাউন্ড মিক্সিং- গুঞ্জন এ শাহ, বলয় কুমার দোলই, রাহুল কারপে, মনিকা ও মাই ডার্লিং

আইফা অ্যাওয়ার্ডের আগের দিন সলমান-ভিকির দ্বন্দ হয়ে ওঠে পেজ থ্রি-র হট কেক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানেই দেখা যায় সলমানের দেরহক্ষীরা ভিকিকে ধাক্কা মারেন।

IIFA ফেরত বলিউড ব্রিগেড


বিষয়টি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠলে ফের নতুন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। আইফার মঞ্চে ভিকির সঙ্গে সলমানের উষ্ণ আলিঙ্গনের ছবি দেখে মুগ্ধ ভক্তরা। অন্যদিকে ভিকিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সলমানের হয়েই বলেন এগুলো কোনও ব্যাপার নয়।





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here