[ad_1]
চলতি বছরের শুরুতে Hera Pheri Franchaise -র প্রযোজক Firoz Nadiadwala সাম্প্রতিকতম সাক্ষাৎকারে জানিয়েছেন যে অরিজিন্যাল স্টারকাস্ট নিয়েই এই ছবির তৃতীয় পার্ট তৈরি করা হচ্ছে। ফিরোজের কথায়, “খুব শীঘ্রই আপনারা ‘হেরা ফেরি ৩’ দেখতে পাবেন। অক্ষয়জি, পরেশ ভাই এবং সুনীলজিকে নিয়েই এই ছবিটি বানাতে চলেছি আমরা। ছবির চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে কিছু ছোটখাটো পরিবর্তন আনার কথা ভাবছি আমরা।” ঠিক এভাবেই ব্লকব্লাস্টার কমেডি মুভি হেরা ফেরি ৩- নিয়ে দর্শকের মধ্যে উত্তেজানার পারদ চড়িয়েছিলেন প্রযোজক স্বয়ং। কিন্তু, এই মুহূর্তে ইন্ডাস্ট্রির গুঞ্জন, অক্ষয়ের জুতোয় নাকি পা গলাতে চলেছেন ভুলভুলাইয়া খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ান ( Kartik Aaryan)।
হেরা ফেরির তৃতীয় ভাগে কার্তিক আরিয়ানের উপস্থিতি নিশ্চিত করেছেন পর্দার বাবু ভাইয়া ওরফে পরেশ রাওয়াল। তবে কোন চরিত্রে দেখা যাবে সেই নিয়ে কোনও ইঙ্গিত দেননি। তবে নেটিজেনদের ধারণা ভুলভুলাইয়া টু-এর মতোই আক্কির পরিবর্তেই হয়তো আসছেন কার্তিক!
হেরা ফেরি ৩-এর আক্কির জুতোয় কার্তিকের পা গলানোর খবরের কানাঘুষোয় মনে পড়ে যাচ্ছে ভুলভুলাইয়া টুয়ের স্মৃতি। অক্ষয় কুমারের সুপারহিট হরর কমেডি মুভি ভুলভুলাইয়া-র সিক্যুয়ালে বাজিমাত করেছিলেন কার্তিক আরিয়ান। ২০২২ সালের বক্স অফিস কালেকশনে সেরার সেরা তালিকায় উঠে এসেছিল ভুলভুলাইয়া টু। তাহলে এবারেও কি সেই চেনা ছকেই পথ চলবে বলিউড?
তবে হেরা ফেরি ত- এ কার্তিক আরিয়ানের নিশ্চিত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন অভিনেতা। রাজু-শ্যাম-বাবু ভাইয়ার ত্রিফলাকেই পর্দায় বারবার ফিরে পেতে চায় দর্শক। বলিউডের অন্যতম সেরা কমেডি মুভি হেরা ফেরি ৩-এ কার্তিককে দেখতে মোটেই রাজি নয় দর্শক।
টুইটারে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের দাবি, হেরা ফেরি ৩-এ অক্ষয়ের জায়গা অন্য কেউ নিতে পারবে না। কারও মতে, আক্কির পরিবর্তে কার্তিক এলে হেরা ফেরি ৩ কখনই বক্স অফিসে হিট হবে না। এক টুইটার ইউজার লিখেছেন, এই খবরে তাঁর মন ভেঙে গিয়েছে।
Hera Pheri -র হাত ধরে ভারতীয় সিনেমায় ‘সিচুয়েশনাল কমেডি’-র বাদশা হয়ে গিয়েছিলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়ালরা। শেষ পর্যন্ত কি তিন অভিনেতার ত্রিফলা ভেঙে এন্ট্রি নেবে কার্তিক নাকি সম্পূর্ণ আলাদা কোনও চরিত্রে দেখা যাবে তাঁকে? উত্তরের অপেক্ষায় দর্শক।
হেরি ফেরি-তে রাজুর চরিত্রে আক্কির অভিনয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল দর্শকের। তাই অভিনেতার অনুরাগীরা আরও একবার হেরা ফেরি থ্রি-তে আক্কির সেই অনবদ্য অভিনয় দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অক্ষয় কুমারের অনুরাগীরা।
[ad_2]
Source link