[ad_1]
বান্দ্রার একটি নামি রেস্তোরাঁয় থেকে বেড়িয়ে গাড়িতে উঠতে দেখা গেল দিশা পাটানিকে। সঙ্গে ছিলেন সেই ‘মিস্ট্রি ম্যান’। পাপারাৎজিদের দিকে তাকিয়ে একগাল হাসেন টাইগারের প্রাক্তন প্রেমিকা। কিন্তু, পাপারাৎজিদের থেকে দিশাকে আগলে গাড়িতে তোলেন তাঁর বন্ধু।
ডিনার ডেটে দিশা আর তাঁর বন্ধুর ভিডিয়ো ইনস্টা পেজে শেয়ার করেন সেই সেলেব প্যাপ। এরপরেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। দিশার সঙ্গে নতুন বন্ধুকে দেখে শুরু হয়েছে নতুন চর্চা। নেটিজেনদের মধ্যে অনেকেই মনে করছেন, টাইগারকে ভুলে নতুন প্রেমে মজেছেন গ্ল্যাম ডিভা দিশা পাটানি।
দিশা আর তাঁর বন্ধুর ভিডিয়ো ভাইরাল হতেই চর্চার কেন্দ্রে চলে এসেছে বলি ডিভা দিশা পাটানির বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট। জিন্স আর ক্রপ টপে মোহময়ী দিশা এবারেও সোশাল মিডিয়ায় সুপারহিট। অভিনেত্রীর গর্জাস লুকে বুঁদ ভক্তরা।
উল্লেখ্য, কফি উইথ করণের কাউচে দিশার সঙ্গে সম্পর্ক ছেদের ইঙ্গিত দিয়েছিলেন টাইগার। রঙিন রোদচশমায় চোখ ঢেকে জ্যাকি পুত্র বলেছিলেন, “এখন আমি সিঙ্গল। অন্তত আমি সেটাই মনে করি। বর্তমানে আমি ভালোবাসার মানুষটিকে খুঁজছি।”
তবে টাইগার কিন্তু একবারও বলেননি তিনি ‘হ্যাপিলি সিঙ্গল’। বরং পার্টনার খুঁজছেন, সেই কথা জানিয়েছেন অভিনেতা। টাইগার মনের মানুষ পেয়েছেন কিনা সেই বিষয় এখনও কিছু জানা যায়নি, তবে দিশার জীবনে নতুন কেউ এসেছে বলেই অনুমান নেটিজেনদের।
[ad_2]
Source link