Disha Patani Boyfriend : জ্যাকি পুত্র এখন অতীত! রেস্তোরাঁর বাইরে নয়া ‘বন্ধু’-র সঙ্গে ফ্রেমবন্দি দিশা – tiger shroff ex girlfriend disha patani caught with a mystery man at bandra restuarant

0
19

[ad_1]

জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানির (Tiger Shroff Ex Girlfriend Disha Patani) প্রেমের সম্পর্ক ছিল টিনসেল টউনের ওপেন সিক্রেট। যদিও তাঁরা নিজে মুখে কোনও দিন সম্পর্কের কথা ঘোষণা করেননি। তবে সোশাল মিডিয়ায় তাঁদের পোস্ট বা পার্টিতে একসঙ্গে উপস্থিতি থেকে টাইগার-দিশার সম্পর্ক যে বন্ধুত্বের থেকেও বেশি কিছু সে কথা কারও বুঝতে বাকি ছিল না। কিন্তু, আচমকাই পথ আলাদা হয়ে যায় বলিউডের এই চর্চিত লাভবার্ডসের। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে কখনও শোনা গিয়েছে টাইগার দিশা পাটানির বিয়ের প্রস্তাব খারিজ করেছিলেন বলেই এই সম্পর্ক ভেঙে দিয়েছেন বাগি টু খ্যাত এই অভিনেত্রী। আবার এক সাক্ষাৎকারে টাইগারের বাবা জ্যাকি শ্রফও জানিয়েছিলেন, এই মুহূর্তে টাইগার বিয়ের জন্য প্রস্তুত নয়। যদিও ঠিক কী কারণে টাইগার-দিশার সম্পর্কের সুতো ছিঁড়ে গেল তা আজও অজানা। তবে টাইগারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দিশার সঙ্গে দেখা যাচ্ছে এক নতুন বন্ধুকে। সেলেব পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র।


বান্দ্রার একটি নামি রেস্তোরাঁয় থেকে বেড়িয়ে গাড়িতে উঠতে দেখা গেল দিশা পাটানিকে। সঙ্গে ছিলেন সেই ‘মিস্ট্রি ম্যান’। পাপারাৎজিদের দিকে তাকিয়ে একগাল হাসেন টাইগারের প্রাক্তন প্রেমিকা। কিন্তু, পাপারাৎজিদের থেকে দিশাকে আগলে গাড়িতে তোলেন তাঁর বন্ধু।

Tiger Shroff Disha Patani: দিশার সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ? ‘কফি উইথ করণ’-এ মুখ খুললেন টাইগার
ডিনার ডেটে দিশা আর তাঁর বন্ধুর ভিডিয়ো ইনস্টা পেজে শেয়ার করেন সেই সেলেব প্যাপ। এরপরেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। দিশার সঙ্গে নতুন বন্ধুকে দেখে শুরু হয়েছে নতুন চর্চা। নেটিজেনদের মধ্যে অনেকেই মনে করছেন, টাইগারকে ভুলে নতুন প্রেমে মজেছেন গ্ল্যাম ডিভা দিশা পাটানি।

Disha Patani & Ranbir Kapoor: রণবীরের জন্য রাস্তায় দুর্ঘটনার মুখে দিশা পাটানি!
দিশা আর তাঁর বন্ধুর ভিডিয়ো ভাইরাল হতেই চর্চার কেন্দ্রে চলে এসেছে বলি ডিভা দিশা পাটানির বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট। জিন্স আর ক্রপ টপে মোহময়ী দিশা এবারেও সোশাল মিডিয়ায় সুপারহিট। অভিনেত্রীর গর্জাস লুকে বুঁদ ভক্তরা।

Disha Patani And Tiger Shroff News: বারবার বিয়ের প্রস্তাব খারিজ টাইগারের! সম্পর্ক ভাঙলেন অভিনেত্রী?
উল্লেখ্য, কফি উইথ করণের কাউচে দিশার সঙ্গে সম্পর্ক ছেদের ইঙ্গিত দিয়েছিলেন টাইগার। রঙিন রোদচশমায় চোখ ঢেকে জ্যাকি পুত্র বলেছিলেন, “এখন আমি সিঙ্গল। অন্তত আমি সেটাই মনে করি। বর্তমানে আমি ভালোবাসার মানুষটিকে খুঁজছি।”

তবে টাইগার কিন্তু একবারও বলেননি তিনি ‘হ্যাপিলি সিঙ্গল’। বরং পার্টনার খুঁজছেন, সেই কথা জানিয়েছেন অভিনেতা। টাইগার মনের মানুষ পেয়েছেন কিনা সেই বিষয় এখনও কিছু জানা যায়নি, তবে দিশার জীবনে নতুন কেউ এসেছে বলেই অনুমান নেটিজেনদের।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here