[ad_1]
যদিও অতীতে এই বিষয়ে কোনও সদুত্তর দেননি দেব। তিনি বলেছিলেন, টলিউডে অভিনয় এবং প্রযোজনার দায়িত্ব সামলাতেই বেশি স্বচ্ছন্দ অভিনেতা। তবে টলিউড থেকে এর আগে অনেক অভিনেতাই বলিউডে অভিনয় করেছেন। যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), পাওলি দাম (Paoli Dam), টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) বলিউডে কাজ করতে দেখা গিয়েছে। তবে কি এবার সেই পথ অনুসরণ করছেন সুপারস্টার দেব? এই প্রশ্ন বহুবার ধেয়ে গিয়েছে দেবের কাছে। সম্প্রতি দেব এই প্রসঙ্গে বলেছেন, “আমার কাছে কয়েকটা অফার এসেছিল। কিন্তু, কোনওটাই সেভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেনি। তাই আমি সেই অফার গ্রহণ করিনি।”
বড় পর্দার পাশাপাশি OTT প্ল্যাটফর্ম এখন ভীষণভাবে চর্চায় রয়েছে। অনেক অভিনেতা অভিনেত্রীরাই OTT প্ল্যাটফর্মে কাজ করেছেন। দেবও কী তাহলে প্রথম বার OTT তে কাজ করবেন? সেই প্রসঙ্গেও আশার বাণী শুনিয়ে রেখেছেন তিনি। দেব মনে করেন, OTT প্ল্যাটফর্মের উত্থান সবে শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মকে আরও বিকশিত হওয়ার সুযোগ দেওয়া উচিত। সবাই যেরকম কাজ করে খ্যাতি অর্জন করছেন দেবও চান ভালো অফার পেলে অবশ্যই OTT তে কাজ করতে।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইশা সাহা (Ishaa Saha) অভিনীত ছবি ‘কাছের মানুষ’ (Kacher Manush)। এই মুহূর্তে দেব ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘প্রজাপতি’র (Projapoti) প্রমোশনে। দেব ইন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর যৌথ প্রযোজনায় এই শীতকালে উড়বে ‘প্রজাপতি’। অভিনয় করবেন দেব, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), মমতা শংকর (Mamata Shankar)। বছর সাতেক পর দেব এবং মিঠুন চক্রবর্তী একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সর্বোপরি ‘মৃগয়ার’
(Mrigayaa) পর এই ছবিতে আবার জুটিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং মমতা শংকরকে। চলতি বছরের ক্রিসমাসে (Christmas) মুক্তি পাবে ‘প্রজাপতি’।
কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা, রাজ্যের কোথায় কী ঘটছে? পশ্চিমবঙ্গের খবর, বাংলার লেটেস্ট নিউজ, ট্রেন্ডিং খবর, রাজ্য রাজনীতিতে কী চলছে, আবহাওয়ার প্রত্যেক দিনের খবর, পশ্চিমবঙ্গের সব খবরের লেটেস্ট আপডেট এবং সঠিক তথ্য সময়ে পেতে বাংলায় পড়ুন এই সময় ডিজিটাল।
[ad_2]
Source link